Cheap price backlink from grathor: info@grathor.com

ভারত বনাম অস্ট্রেলিয়া ১ম টেস্ট ম্যাচ।

চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া মধ্যকার টেস্ট সিরিজ।এই সিরিজে 4টা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। তারমধ্যে 2টা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে 1-1 ব্যবধান।

Marketing

 

আজ কথা বলবো,,ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ নিয়ে। যেখানে অস্ট্রেলিয়া শক্তিশালী ভারতের বিপক্ষে 8উইকেট এ জয়লাভ করে।

 

দেখে নেওয়া যাক, প্রথম ম্যাচ এর পরিসংখ্যান।

 

টস জিতে, বিরাট কোহলি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উইকেটে আসেন পৃথ্বী শাহ এবং মাইয়াং আগার‌ওল। আর বল করতে আসেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণ এর মিচেল স্টার্ক। প্রথম ওভারের দ্বিতীয় বলে পৃথ্বী শাহ বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান। পৃথ্বী শাহ ব্যাক্তিগত 0(2) করেন।

 

অন-ডাউনে ব্যাট করতে আসেন চেতেশ্বর পুজারা। তিনি নির্ভরযোগ্য একজন ব্যাসমান। পুজারা আর আগার‌ওল মিলে 32রানের একটা পার্টনারশিপ। কিন্তু তাদেরকে বেশি রান করতে দেইনি। 18.1 ওভারে প্যাট কামিস এর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। আগার‌ওল ব্যাক্তিগত 17(40) রান করেন।

 

এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। ভারতের নির্ভরযোগ্য ব্যাসমান এবং অধিনায়ক।

কোহলি আর পুজারা দেখেশুনে ভালো ভাবেই খেলছিল। তাদের দুজনের মধ্যে 50রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু 49 ওভারে বল করতে আসেন নাথান লিউন।

 

দলীয় 100 রানের মাথায় ভারত তৃতীয় উইকেট‌ হারায়। 49.4 ওভারে নাথানের বলে মারনুস লাবুছাগনের হাতে ক্যাচ দিয়ে পুজারা সাজঘরে ফিরে যান। পুজারা ব্যাক্তিগত 43(160) রান করে আউট হন।

 

এবার ক্রিজে আসেন সহ-অধিনায়ক আজাঙ্কে রাহানি। কোহলি আর রাহানে 50 রানের জুটি গড়েন। তাদের পার্টনারশিপ 88 রান। দলীয় 188 রানের মাথায় একে-অপরের ভুল বোঝাবুঝি তে কোহলি রান আউটের ফাঁদে পড়ে।কোহলি 74(180) রান করে আউট হন।

 

এবার ক্রিজে আসেন হানুমা বিহারী। 196 রানের মাথায় ব্যাক্তিগত 42(92) করে আউট হয়ে যায় অজাঙ্কা রাহানে। এবার ক্রিজে আসেন উদ্দিমান শাহ । 206 রানে হনুমা বিহারী। তিনি রান করেন 16 । এরপর আর কেউ ক্রিজে দাঁড়াতে পারি নি। অশ্বিন‌ আউট হন 15রান করে।উমেস 6। বুমরা 4 এবং শামী 0।ভারত মোট রান করেন 244-10(93.1)

‌স্টার্ক 4উইকেট নেন।কামিস 3উইকেট।হাজেইল 1,নাথান 1উইকেট নেন

 

অস্ট্রেলিয়া 244 রানের টার্গেটে ব্যাট করতে নামে উড এবং বার্নস । দলীয় 16রানের মাথায় উড ব্যাক্তিগত 8(51) রান করে আউট হন। ক্রিজে আসেন লাবুছাগনে। দলীয় 29রানে বার্নস আউট হন। তিনি করেন8(41)রান। স্মিথ 1রান করে আউট হন।

এবার ক্রিজে আসেন হেড । তিনিও কিছু করতে পারলেন না।এরপর ক্রিজে আসেন গ্রিণ। তিনিও বার্থ। দলীয়79 রানের মাথায় 5উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।এরপর ক্রিজে আসেন পেইন। তিনি দেখেশুনে খেলছে।

দলীয়111 রানে পরপর দুই উইকেট হারায়। একজন লাবুছাগনে আর একজন কামিস।আর কেউ রান করতে পারেনি।স্টার্ক, নাথান,হেজিওল একে একে করে আউট হয়ে যায়। পেইন 73রান করে অপারাজিত থাকেন।

অস্ট্রেলিয়া ‌191-10 (72.1)

আশ্বিন 4 উইকেট,বুমরা 2,উমেস3 উইকেট নেন।

2য় ইনিংস: ইন্ডিয়া

ভারত 53রানের লিড নিয়ে ব্যাট করতে নামে। পৃথ্বী আর আগার‌ওল। দলীয় 7 রানের মাথায় কামিস এর বলে বোল্ড হয়ে যায় পৃথ্বী। পৃথ্বী করেন 4 রান। এবার ক্রিজে আসেন বুমড়া। দলীয় 15রানে বুমড়া,আগাওল, পুজারা এবং রাহানে আউট হয়ে যায়।

 

দলীয় 15রানে 5উইকেট হারিয়ে ফেলে ভারত।এর পর 19রানে কোহলি আউট হয়ে যায়। দলীয় 26রানে শাহা, আশ্বিন আউট হন। এরপর 31রানে বিহারী আউট হন।শামী অসুস্থ হয়ে পড়েন,অপারাজিত উমেস।

ভারত:36-9 (21.2)

হ্যাজেউড 5উইকেট আর কামিস 4উইকেট নেন।

 

2য় ইনিংস:‌ অস্ট্রেলিয়া

 

86রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে সহজেই জয়লাভ করে।

অস্ট্রেলিয়া ৮উইকেটে জয়লাভ করে।

উড 33এবং বার্নস 51 রান করেন। আশ্বিন 1উইকেট নেন।

ম্যান অফ দ্যা ম্যাচ: পেইন

কেউ কখনো ভাবতে পারিনি যে ভারত এতো কম রানে অলআউট হয়ে যাবে। এটা সবার কল্পনার বাইরে ছিল।গোল বল এ কখন কি হবে কেউ বলতে পারে না। এগিয়ে যাও।পরের ম্যাচে সবার সেরাটা দেওয়ার জন্য।

Related Posts