Cheap price backlink from grathor: info@grathor.com

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

ভারত ভ্রমন করতে চান তাদের জন্য প্রথমে যে কাজটি জরুরি তা হল ভারতীয় ভিসা আবেদন করা। ভিসা আবেদন করার জন্য প্রায় সবাই বিভিন্ন এজেন্ট দিয়ে ভিসার আবেদন ফর্ম পূরন ও ভিসা ফি পরিশোধ করে থাকেন। এজন্য গুনতে হয় অতিরিক্ত খরচ। ফর্ম পুরনে মাঝে মাঝে কিছু ভুল হয়ে থাকে যা নিজে নিজে চেষ্টা করলে এড়ানো সম্ভব। কোন এজেন্টের/ দোকানের সহায়তা ছাড়াই নিজে নিজেই শুরু করেতে পারেন ফর্ম পুরন থেকে শুরু করে জমাদান পর্যন্ত সকল কাজ। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো কি কি।
১. আবেদন ফর্ম রেডি করা (পুরণ করা, ছবি আর স্বাক্ষর দেয়া)
২. প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ
৩. ভিসা আবেদন ফি পরিশোধ করা
৪. ভিসা আবেদন জমা দেয়া
৫. পাসপোর্ট সংগ্রহ বা ফেরত নেয়া।

Marketing

Related Posts

8 Comments

Leave a Reply