বৃষ্টির দিন নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, ক্যাপশন ও উক্তি

আমাদের দেশে ছয়টি ঋতু আসা যাওয়া করে থাকে। তবে এই ছয় ধরনের ঋতুর মধ্যে বর্ষা ঋতু নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের কবিতা, গান ছন্দ, স্ট্যাটাস ইত্যাদি। কারণ আমরা সবাই বর্ষা ঋতু অনেকটা পছন্দ করে থাকি।

বৃষ্টির সাথে সাথে অনেকগুলো অনুভূতি যেনো জেগে উঠে। যদিও বৃষ্টিতে ভিজতে দিত না ছোটবেলায়, তবুও দিনগুলো সত্যিই অনেক ভালো ছিল। আজ আমরা বৃষ্টির দিন নিয়ে বিভিন্ন স্ট্যাটাস, ক্যাপশন বা কথা শুনবো। আমি আশা করবো এই ক্যাপশন বা উক্তি গুলো শুনে আপনিও আবার বৃষ্টির দিনের অনুভূতিতে ফিরতে পারবেন।

বৃষ্টির দিন নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, ক্যাপশন ও উক্তিঃ

১. মেঘ আমার জীবনে ভেসে আসে, বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে। (Rabindranath Tagore)
২. বৃষ্টি রহমত; বৃষ্টি হল পৃথিবীতে নেমে আসা আকাশ; বৃষ্টি না হলে জীবন থাকবে না। ( John Updike)
৩. বৃষ্টির দিনগুলো বাড়িতে এক কাপ চা আর একটা ভালো বই নিয়ে কাটাতে হবে, তাহলে বুঝতে পারবেন জীবনে শান্তি কি জিনিষ।
৪.বৃষ্টির দিনের মজা সবাই নিতে পারে না, তাইতো অনেকে এই ঋতুর উপরে রাগান্বিত থাকে বটে। তবে যদি আপনি এর মূল আনন্দ নিতে পারেন বুঝতে পারবেন এটির অনুভূতি কতটা মধুর।
৫. কেউ বৃষ্টিতে হাঁটে, আবার কেউ ভিজে যায়। (Roger Miller)

৬. আমি বিনোদনের জন্য অনেক কিছু করি, কিন্তু সুখের জন্য আমি আমার স্মৃতি সংগ্রহ করতে এবং বৃষ্টিতে বেড়াতে যেতে পছন্দ করি। (Robert Breault)
৭.যতবার বৃষ্টি হয়, মাটি প্রতিটি ফোঁটা গুণে ঠিক ততবার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে ইচ্ছে হয়। (Mehmet Murat Ildan)
৮.বৃষ্টি ! যার নরম স্থাপত্যের হাতে পাথর কাটার ক্ষমতা আছে। (Henry Ward Beecher)
৯. বৃষ্টির পড়াকালীন যখন বের হই এবং যখন মাথার বৃষ্টি পড়ে তখন মনে হয় সব স্মৃতিরা যেনো আছড়ে পড়ছে।
১০. বৃষ্টির দিনগুলো আমাদের জন্য বিশেষ কিছু স্মৃতি ফিরিয়ে আনে।
১১. শুধুমাত্র কিছু বাছাই করা লোকই সত্যিকারের সৌন্দর্য দেখতে সক্ষম হয়, যা একটি বৃষ্টির দিন বা ধূসর আকাশের মতো মনে হতে পারে। (Jessica M. Laar)
১২. বৃষ্টি হলে সবচেয়ে ভালো যেটা করা যায় তা হলো বৃষ্টি হতে দেওয়া। (Henry Wadsworth Longfellow)
১৩. বৃষ্টির আগের সূর্যের চেয়ে বৃষ্টির পরের সূর্য অনেক বেশি সুন্দর। (Mehmet Murat Ildan)
১৪. বৃষ্টির দিনে যেমন আকাশ খোলে, তেমনি আমাদের নিজেদেরকে খুলতে হবে। আপনি কে তার জন্য নিজেকে ভালবাসতে শিখুন এবং খোলা থাকুন যাতে বিশ্ব আপনাকে উজ্জ্বল দেখতে পায়। (James Poland)

এই ছিল বৃষ্টির দিন নিয়ে কিছু অনুভূতি এবং কথা। বৃষ্টির দিন নিয়ে আপনাদের কি অনুভূতি সেটি আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে। আল্লাহ হাফেজ

Related Posts

3 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.