বিসিএস – তথ্য ও প্রযুক্তি – প্রতিদিন প্রশ্নোত্তর- পর্ব- $

আসসালামু আলাইকুম

বিসিএস এবং অন্যান্য সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতির সুবিধার উপলক্ষ্যে তথ্য ও প্রযুক্তি বিষয়ের উপর প্রতিদিনের প্রশ্নোত্তর ধারাবাহিকের পর্ব-   ৩    এ স্বাগতম। আশা করি লেখাটি সকলের উপকারে আসবে ইং শা আল্লাহ।

  • Computer শব্দটি এসেছে – গ্রিক শব্দ থেকে

  • Computer শব্দের অর্থ – গণনাকারী যন্ত্র

  • Computer একটি – নির্বোধযন্ত্র

  • কোন কাজটি কম্পিউটার দ্বারা করা যায় না – বুদ্ধি – বিবাচনা শক্তি

  • কম্পিউটারের আই কিউ কত? – শূণ্য

  • কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় – ন্যানোসেকেন্ড দ্বারা

  • ন্যানো সেকেন্ড মানে কত সেকেন্? – ১০-৯ সেকেন্ড

  • কম্পিউটার সবথেকে বেশি ব্যবহৃত হয় – পুনরাবৃত্তিমূলক কাজের জন্য

  • কম্পিউটার এর পুনরাবৃত্তিমূলক কাজকে কি বলা হয়? – লুপিং

  • শূণ্যের ধারণা প্রথম করে – ভারতীয়

  • কোন পদ্ধতি আবিষ্কারে গুণ, ভাগ, বর্গ, বর্গমূল প্রভৃতি কাজ সহজ হয়ে যায়? – লগারিদম

  • প্রাচীন রোমে গণনার জন্য কি ব্যবহৃত হত? – নুড়ি

  • Calculi অর্থ কি? – নুড়ি ( রোমান ভাষায় )

  • ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন কে? – চার্লস ব্যাবেজ

  • লেডি এ্যাডা অগাস্টা ছিলেন – ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা

  • প্রোগ্রামাবল সিস্টেম কোনটি? – কম্পিউটার

  • ট্রানজিস্টর তৈরি হয় – অর্ধপরিবাহী দিয়ে

  • ট্রানজিস্টর আবিষ্কার হয় – ১৯৪৮ সালে

  • অর্ধপরিবাহীর উদাহরন – সিলিকন, জার্মেনিয়াম

  • সিলিকন ভ্যালি – যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্ণিয়ার সানফ্রান্সিসকো

  • সিলিকনের ব্যবহার বেশই হয় – ইলেকট্রনিক্স শিল্পে

  • ট্রানজিস্টর কাজ করে – বিবর্ধক হিসেবে

  • আইসি (IC) অর্থ – ইন্টিগ্রেটেড সার্কিট

  • চিপের অন্য নাম হলো – আইসি (IC)

  • ENIAC কম্পিউটার কতগুলো নম্বর স্টোর করতে পারে? – ২০ টি

  • আই বি এম অর্থ – ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন

  • গুগল এর অন্য নাম – ব্যাকরাব

  • বিল গেটস এর বাড়ির নাম – “ইকোলজি হাউজ”

  • মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম – MS DOS

  • ফোনেটিক অর্থ – ইংরেজি উচ্চারণ করে বাংলা লেখা

  • বাংলা লেখার সফটওয়্যার – বিজয়, অভ্র

  • বাংলা “দ” বর্ণ লিখতে বিজয় লে-আউটে ইংরেজি “L” বর্ণ চাপতে হয়

  • বাংলা “ন” বর্ণ লিখতে বিজয় লে-আউটে ইংরেজি “B” বর্ণ চাপতে হয়

  • বাংলা “প” বর্ণ লিখতে বিজয় লে-আউটে ইংরেজি “R” বর্ণ চাপতে হয়

  • বাংলা “ক” বর্ণ লিখতে বিজয় লে-আউটে ইংরেজি “J” বর্ণ চাপতে হয়

  • বাংলা “খ” বর্ণ লিখতে বিজয় লে-আউটে ইংরেজি “shift + J” বর্ণ চাপতে হয়

  • বাংলা “ণ” বর্ণ লিখতে বিজয় লে-আউটে ইংরেজি “shift + B” বর্ণ চাপতে হয়

 

এই পোস্টের লেখাগুলোর সমস্ত তথ্যাবলি বই, অনলাইন থেকে নেয়া। এবং চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপনের। তবুও ভুলত্রুটি মার্জনীয়।

আজ এই পর্যন্ত। ফিরে আসব আগামী পর্বে আরো কিছু প্রশ্নোত্তর নিয়ে। সবার ভাল ও সুস্থতা কামনা করছি। যে কোন সমস্যা বা মতামতের জন্য কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.