বিশ্বের সবচেয়ে বড় মার্কেটপ্লেস থেকে ইনকাম। fiverr এ প্রোফাইল তৈরি করুন সঠিক নিয়মে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

fiverr কি আশা করি এটা সবাই জানেন। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। প্রতিদিন এখানে হাজার হাজার কাজ পোস্ট হয়। এখানে হাজার হাজার মানুষ কাজ করে পুরো পৃথিবী থেকে। এখানে কিভাবে সুন্দর একটা প্রোফাইল তৈরি করা যায় এটা আমাদের পোস্ট এর মূল টপিক।

এখানে একাউন্ট করা একদম সহজ। একটা ইনকাম সাইট এ যেভাবে একাউন্ট করেন এখামেও সেভাবে একাউন্ট করবেন। কেউ ভুল করেও দুইটা একাউন্ট করবেন না। একাউন্ট করার পর উপরে ডান পাশে প্রোফাইল আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনার প্রোফাইল এ নিয়ে যাবে। আমাদের এটা সুন্দর করে সাজাতে হবে।

সবার প্রথম এ একটা ছবি এড করতে হবে। এখানে নরমাল একটা ছবি এড করবেন। কোন এডিট করলে হবে না। তাহলে আপনার আইডি সাসপেন্স হতে পারে। এটা খেয়াল রাখতে হবে। এ আছে আপনার সম্পর্কে। এটা এক লাইন এর মধ্যে লিখবেন। নিচে একটা উদাহরণ দেওয়া হলো।

A professional digital marketer, lead generator, freelancer

এর হচ্ছে ডেসক্রিপশন। এড করতে হবে। এখানে আপনি কি কি কাজ পারেন। কিভাবে শিখলেন। আপনি ভায়ার এর কাজ কিভাবে করতে পারবেন। আর আপনার কাজ এর বিশেসস্ত এ ৪ টা বিষয় উল্লেখ থাকতে হবে। এগুলো প্রথম এ বাংলায় লিখে পরে ট্রান্সলেট করে নিবেন। নিচে একটা ডেসক্রিপশন দেওয়া হল বাংলায়।

আমি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, লিড জেনারেশন, ফেসবুক বিজনেস পেজ তৈরি এর কাজ করতে পারি। এছাড়াও blogger ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফেসবুক অটোরিপ্লাই এর কাজ করতে পারি। আমি একজন প্রফেশনাল ফ্রীলেন্সার অনেক সার্ভিস দিতে পারি।

আমি আমার কাজ গুলো নিজের ইচ্ছে ও আগ্রহ থেকে শিখেছি। কাজ শিখার ক্ষেত্রে আমাদের দেশের সেরা একটি ইনস্টিটিউট এর ক্লাস করেছি এবং অনলাইন থেকে সাহায্য নিয়েছি। কাজ শিখার পর আমি নিজে নিজে প্রেকটিস করেছি।

আমি আপনার ও আপনার কোম্পানির জন্য অনেক ভালোভাবে কাজ করতে পারব। আপনার কম্পানিকে প্রমোট করতে পারব। আগ্রহী মানুষ এর কাছে আপনার কোম্পানিকে পৌঁছে দিতে পারব।

আমরা কাজ গুলো গ্রহনযোগ্য হওয়ার প্রধান কারন হচ্ছে আমি নিজে আগ্রহ ও ভালোবাসা থেকে কাজ করি। আমি নিজে থেকে কাজ করি কোন সফটওয়্যার দিয়ে না। কাজ করার ক্ষেত্রে আমি সর্বাধিক সততা বজায় রাখি।

ডেসক্রিপশন লেখার সময় একটা বিষয় মাথায় রাখবেন এটা কখনো কপি করবেন না। সরাসরি কপি করলে আপনার আইডি সাসপেন্স হতে পারে।

এরপর আপনি আপনার সোস্যাল সাইট গুলো এড করবেন। এখানে আপনি ফেসবুক আর জিমেইল এড করবেন তাহলেই হবে। এটা সবাই এড করতে পারবেন।

এর পর আছে স্কিল। আপনার যেগুলো প্রধান কাজ সেগুলো এড করার সময় এক্সপার্ট আর যেগুলো নন প্রফেশনাল কাজ সেগুলো ইন্টারমিডিয়েট দিয়ে করবেন। এখানে ১০ টার মতো স্কিল এড করবেন। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। এটা যেহেতু অনেক বড় প্লাটফর্ম তাই না বুঝে কোন কাজ করবেন না। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী পোস্টে। আল্লাহ হাফেজ

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.