বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা ডোয়ান জনসন ও তার সপরিবার কোভিড-১৯ পজিটিভ।

জনপ্রিয় রেসলাার ও বিশ্বের সবচেয়ে দামি পারিশ্রমিক নেওয়া হলিউড অভিনেতা ডোয়াইনে জনসন জানান তিনি,তার সহধর্মিণী লরেন হাশিয়ান ও তার দুই মেয়ের কোভিড-১৯ পজিটিভ এসেছে।ডোয়াইন জনসন গত ২সেপ্টেমবর,২০২০ সালের বুধবারে তার ভেরফাইড ইনষ্টাগ্রামে একটি ১১ মিনিটের ভিডিও বার্তার মাধ্যমে এই খবর সবার কাছে প্রকাশ করেন।ডোয়াইন জনসন ও তার স্ব-পরিবার করোনায় আক্রান্ত এই খবরটি শোনার পর তিনি ঘাবড়ে জান।এটিই ছিল তাঁর জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ঘটনা।

তবে সবচেয়ে আনন্দ ও ভালে সংবাদ হচ্ছে ডোয়ান জনসন ও তার পরিবার এখন সুস্থ আছে তবে তার মেয়ে দুইজনের সামান্য গলা ব্যাথা রয়েছে।ডোয়াইন জনসন আরো জানান তার স্ত্রী লরেন হাসিয়ানের সুস্থ হতে একটু কষ্টকর হয়ে পড়ে।

ডেয়ান জনসনকে একজন প্রশ্ন করে আপনি এত সচেতন হওয়ার সর্তেও আপনি কোভিড-১৯ তে আক্রান্ত হলেন কীভাবে।ডোয়ান জনসন এই প্রশ্নের উত্তর এ বলেন কিছুদিন আগে আমি আমার এক ঘনিষ্ট বন্ধু এর সাথে দেখা করি মূলত ঐজায়গা থেকে আমার করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হই।নিজের আক্রান্ত হওয়ার খবর দিয়েই থেমে থাকেননি ডোয়াইন জনসন। বরং ভক্তদেরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরের অভিজ্ঞতা তাঁকে আরও সচেতন করেছে। করোনা মোকাবিলার জন্য ভক্তদের কিছু পরামর্শও দিয়েছেন তিনি। মনে করিয়ে দিয়েছেন, মাস্ক পরা, রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তোলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও।

তার প্রথম মুভি ছিল দ্যা মমি রির্টানস(২০০১)। আর তার প্রথম প্রধান অভিনয়শিল্পী হিসেবে তাঁর যাত্রা শুরু হয় ‘দ্য স্করপিয়ন কিং’ (২০০২) ছবিটির মাধ্যমে।তার নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে।

আশা করি সবাই ভালো থাকবেন ও গ্রাথরের সাথেদ থাকবেন।একজন ডোয়ান জনসন ফ্যান হলে কোভিড-১৯ থেকে বাঁচতে তার দেওয়া পরামর্শ ফলো করবেন।
আর ডোয়ান জনসন ও তার সপরিবার কোভিড-১৯ পজিটিভ ছিলো কিনা তার সত্যতা যাচাই করতে নিতে পারেন।

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.