বিপিএলে দেশের জুনিয়র ক্রিকেটাররা ভালো খেলছে। ভালো ফর্মে আছে বাংলাদেশের তরুন ক্রিকেটাররা। ২০১৯-২০ আসরে বিসিবির উদ্দোগ্যে বঙ্গবন্ধু বিপিএল শুরু হয়েছে। এখানে তাড়াতাড়ি বাংলাদেশ দলের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে অনেক তরুন ক্রিকেটার কে দলে নিয়ে খেলার সুযোগ করে দিয়েছে। বিপিএল দেশের তিন স্টেডিয়াম ঢাকা,চট্রগ্রাম,সিলেটে হবে। এতে বিশ্বে বড় বড় ফ্রান্চাইছি ভিত্তিক খেলার সাথে বিপিল তাল মিলিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দেই এবারের বিপিএলের আসর জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়।
প্রত্যেক দলে বিদেশি খেলোয়ারের পাশাপাশি ভালো কোচ অন্তর্ভুক্ত করছে,যাতে আগামী দিনে বাংলাদেশেন খেলোয়াররা ভালো কিছু শিখতে পারে। প্রায় প্রতি ম্যাচেই রাজশাহী রয়্যালসকে দারুণ সূচনা দিচ্ছেন দুই দেশি ব্যাটসম্যান লিটন দাস আর আফিফ হোসেন। আরও একবার দলকে ভরসা দিলেন তারা। বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। হারতে হারতে কোণঠাসা সিলেট থান্ডার ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচেও ব্যাট হাতে তেমন কিছু করতে পারলো না।তিনি আসছেন। বিপিএলের সবচেয়ে সফল বিদেশি পারফরমার ক্রিস গেইল এবারো মাঠ মাতাতে ও দর্শক বিনোদন দিতে আসছেন।বিপিএলের পয়েন্ট তালিকায় ইঁদুর-বিড়াল খেলা চলছে। এক নম্বর জায়গাটি দখলে নিতে লড়ছে কয়েকটি দল। একবার শীর্ষে ওঠে গিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দেখতে দেখতে বঙ্গবন্ধু বিপিএল এখন চূড়ান্ত পরিণতির দিকে। আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল-হযরত শাহ পরানের স্মৃতি বিজরিত পূণ্যভূমি সিলেটে।
4 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.

দারুণ পোস্ট
❤️
❤️
Ok