বিখ্যাত মনীষীদের কিছু উক্তি। পার্ট ২

আসসালামুআলাইকুম।  আশা করি সবাই ভালো আছেন।  আজ আবারও হাজির হলাম মনীষীদের করা আরও কিছু বিখ্যাত উক্তি নিয়ে।  চলুন শুরু করা যাক।

 

১….চেনা পথ ঘুরাও ভালো,  অচেনা পথ সোজাও ভালো নয় ________ সক্রেটিস

২…. আমাদের জানার পরিসর যতো ছোট,  সন্দেহর  পরিসর ততই বেশি ________ এইচ, ডাবলুশ

৩…. ভিক্ষাবৃত্তি পতিতাবৃত্তির চেয়েও খারাপ ________ লেলিন

৪…. স্বেচ্ছায় নেওয়া দুঃখকে ঔশ্বর্যের মতই ভোগ করা যায় ______ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

৫…. সত্যিকার দেশপ্রেমিক যারা তারা কোনো দল করেনা _______ উইলিয়াম ওয়াটসন

৬…. ভালোবাসা একটি সাময়িক রোগের সমাধি ______ প্লেটো

৭…. ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি নেয় ______ টেনিসন

৮…. বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া ________ ওয়াল্ট হুইটম্যান

৯…. যার অল্প আছে সে দরিদ্র নয়,  যে বেশি আশা করে সেই দরিদ্র ______ ডানিয়েল

১০…. শোনা যতো ভালো তার চেয়ে বুঝাটা বেশি দরকার ________ লুসি লারকাম

১১…. যে নদী গভীর বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম ______ লিডগেট

১২…. কোনো হিংসুটে লোকের পাশে বাস করার চাইতে হিংস্র বাঘের প্রতিবেশি হওয়া ভালো _______ ইবনে হাজ্জাজ

১৩…. অসৎ আনন্দর  চেয়ে পবিত্র বেদনা মহৎ _______ হেমার

১৪…. পরিশ্রম করে ফলের জন্য সবুর করতে শেখো ______ লংফেলা

১৫…. তারা দুজনেই চোর।  যে সংগ্রহ করে এবং যে চুরি করে ______ জনরে

১৬…. বন্ধুকে ক্ষমা করার চেয়ে শত্রুকে ক্ষমা করা সহজ ______ ডরথিডি লুজি

১৭… সংগ্রামী জীবনই যথার্থ জীবন ______ সি. সি করটন

১৮…. শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতের যন্ত্রণা বেশি ______ সুইফল

আজ এই পর্যন্তই।  আবারো অন্য কোন দিন হাজির হবো নতুন কিছু উক্তি নিয়ে।  সেই পর্যন্ত সকলে ভালো থাকুন,  সুস্থ্য থাকুন।  নিয়মিত হাত ধোন।  মাস্ক পরুন।  ঘরে থাকুন।  নিরাপদ থাকুন।

 

 

 

আল্লাহ হাফেজ। 

Related Posts

11 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.