বিকাশ অ্যাপ দিয়ে ২২টাকা রিচার্জে পাবেন ৫০% ক্যাশব্যাক।

বিকাশ অ্যাপ দিয়ে ২২ টাকা রিচার্জ করলে পাবেন ৫০% ক্যাশব্যাক এই ওফার কতদিন থাকবে তা,তো জানতেই হবে!

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও অনন্য জাতির প্রতি আমার আন্তরিক থেকে ভালোবাসা।  সবাই কেমন আছেন? আসা করি ভালো আছেন। বিকাশ অ্যাপটি এখন যেগুলো ওফার দিচ্ছে তা সত্যি কিছু মানুষের খুব কাজে আসছে। মনে করেন আপনার বিকাশে ২২টাকা আছে,কিন্তু আপনার কাছে টাকা নাই,আপনি ৩৩টাকার একটি এমবি প্যাকেজ কিনতে চাচ্ছেন এখন এই ১১টাকা কয় পাবেন। বিকাশ,বিকাশ অ্যাপ দিবে আপনাকে, শুধু ২২টাকা বিকাশ অ্যাপ দিয়ে রিচার্ড করবেন ১১টাকা ক্যাশব্যাক মোট ৩২টাকা হয়ে গেলো।

এই ওফারটি চলবে ১০তারিখ থেকে ১১তারিখ ১ জানুয়ারি ২০২০ পর্যন্ত।  শুধু মাত্র এই ওফার বিকাশ অ্যাপের মাধ্যমে পাবেন। *২৪৭# ডায়াল করে রিচার্জ করলে পাবেন না ৫০% ক্যাশব্যাক। ৫০% ক্যাশব্যাক পেতে হলে আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপ দিয়ে রিচার্জ করতে হবে আর আপনার এমবির প্রয়োজন হবে তাতে।

আসা করি আমার গরম,গরম খবর আপনাদের ভালো লাগবে এরকম আরো গরম,গরম খবর পেতে আমার প্রোফাইলটা ঘুরে আসবেন অনেক ভালো লাগবে। সাথে থাকের জন্য অসংখ্য ধন্যবাদ। “””ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ “””

Related Posts

2 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.