বাংলা বাগধারা জেনে রাখুন

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করছি ভলোই আছেন।

তবে,

ছাত্র ছাত্রী দের জন্য এই সময়টা আসলেই খুব একটা ভালো যাচ্ছে না।

কাবণ, এই করোনা ভাইরাসের সংক্রমণ যখন শুরু হয় তখন বাংলাদেশ এর সব পর্যায়ের লোকজন তাদের কর্মসূচি পরিবর্তন করে।আসলে তারা নিজে নিজেই এই পরিবর্তন করে নি।সরকারের নির্দেশনা মেনে পরিবর্তন করেছে। আবার অনেকেই সচেতনতা মেনে চলে জন সমাগম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে।

কিন্তু ছাত্র ছাত্রী দের আসল কাজ পড়াশোনা করা।

করোনা ভাইরাস চলাকালীন সময়ের এই পর্যায়ে সবার কাজ ঠিক ঠাক মতো কম বেশি শুরু হয়ে গেছে।
শুধু মাত্র থমকে আছি আমরা (ছাত্র ছাত্রীরা)

তাই আমি এই সময়ে কাজে ফাকে নিজে যে টুকু পড়াশোনা করি তাই শেয়ার করব আপনাদের সাথে।যাতে করে এই ওয়েবসাইট এ কাজ করেন এমন ছাত্র ছাত্রী একটু হলেও পড়াশোনার ছোয়া পায়।

গ্রোথর এডমিনকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই আমি।
কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে গেলে এমন হয় যে কপি পেস্ট না করে উপায় থাকে না।
কারণ আপনি আমার পোস্ট এপ্রুভ করার সময়ই বুঝতে পারবেন।

আজকে আমি বাগধারার কিছু ব্যবহার শেয়ার করব।

অক্কাপাওয়া – মারা যাওয়া
অগাধ জলের মাছ -সুচতুর ব্যক্তি
অর্ধচন্দ্র- গলাধাক্কা
অন্ধের ষষ্ঠী -একমাত্র অবলম্বন
অন্ধের নড়ি- একমাত্র অবলম্বন
অগ্নি পরিক্ষা – কঠিন পরিক্ষা
অন্ধকারে ঢিল মারা-আন্দাজে কাজ করা
অকুল পাথার -ভীষণ বিপদ
অদৃষ্টের পরিহাস -ভাগ্যের নিষ্ঠুরতা
অল্প বিদ্যা ভয়ংকরী- সামান্য বিদ্যার অহংকার
অরন্যে রোদন- নিষ্ফল আবেদন
অমবস্যার চাঁদ – দুর্লভ বস্তুু
আকাশ কুসুম – অসম্ভব কল্পনা
আকাশ পাতাল-প্রচুর ব্যবধান
আক্কেল সেলামি-নির্বুদ্ধিতার দন্ড
আঙ্গুল ফুলে কলা গাছ- হঠাৎ বড় লোক
আকাশের চাঁদ হাতে পাওয়া- দুর্লভ বস্তু প্রাপ্তি
আদায় কাঁচকলা – শত্রুতা
আদা জল খেয়ে লাগা-প্রানপন চেষ্টা
আক্কেল গুড়ুম -হতবুদ্ধি
ইদুর কপালে -নিতান্ত ভাগ্য মন্দ
ইচরে পাকা-অকালপক্ব
ইতর বিশেষ -পার্থক্য
উত্তম মধ্যম- প্রহার বা পিটুনি
আলালের ঘরের দুলাল -অতি আদরের বড়লোক ঘরের নষ্ট পুত্র
আষাঢ়ে গল্প-আজগুবি কেচ্ছা
আঠারো মাসে বছর – দীর্ঘ সূত্রতা
আমড়া কাঠের ঢেকি-অপদার্থ
আকাশ ভেঙে পড়া-ভীষণ বিপদে পড়া
উড়ো চিঠি – বেনামী পত্র
কান খাড়া করা- মনোযোগী হওয়া
কাচা পয়সা – নগদ উপার্জন
কপাল ফেরা- সৌভাগ্য লাভ
কত ধানে কত চাল- হিসাব করে চলা
কলুর বলদ -একটানা খাটুনি
কথার কথা -গুরুত্বহীন কথা
কাঠের পুতুল – নির্জীব বা অসার
কান পাতলা- সহজেই বিশ্বাসপ্রবন
কাছা ঢিলা -অসাবধান
কেউকেটা -সমান্য
কৈ মাছের প্রান- যা সহজে মরে না

আশা করছি ছাত্র ছাত্রী দের কাজে দেবে এই পোস্ট।
ভালো থাকবেন সকলেই।

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.