বাংলালিংক সিমের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু কোড সমূহ দেখে নিতে পারেন এখান থেকে

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ট্রিকস শেয়ার করার জন্য এসেছি।

অনেকদিন পর আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে আপনাদের মাঝে যে পোস্টটি শেয়ার করব সেটি হল বাংলালিংক সিমের কিছু প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কোড সমূহ আপনাদের জানা খুবই দরকার এই কোড গুলো আপনাদের আশা করি কাজে লাগবে ।

আপনারা যারা বাংলালিংক সিম ইউজ করেন তারা এই কোড গুলো দেখে নিতে পারেন ।

১. বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নিতে হলে *৮৭৪# এই কোড টি ডায়াল করুন । ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৮৭৪*০#

২. আপনার বাংলালিংক সিমটি ৪জি কিনা তা চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ৪ জি এবং সেন্ড করুন ৫০০০ ।

৩. বাংলালিংক সিমে ইমারজেন্সি ইন্টারনেট এর জন্য ডায়াল করুন *৮৭৫#। ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে ডায়াল করুন *১২৪*৫০০#। ইমারজেন্সি ইন্টারনেট ব্যালান্স সম্পর্কে জানতে ডায়াল করুন *৮৭৫*০#

৪. বাংলালিং সিমে যেকোন ধরনের ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন *৫০০০#। বাংলালিং সিমে এমবি চেক করার জন্য ডায়াল করুন *৫০০০*৫০০#। এবং বাংলালিংক সিমের ইন্টারনেট ডিঅ্যাক্টিভেট করতে ডায়াল করুন *৫০০০*৫৩৬# ।

৫. বাংলালিং সিমের নিজের নাম্বার চেক করার জন্য ডায়াল করুন *৫১১#

৬. বাংলালিংক সিমের কল ওয়েটিং সার্ভিস চালু করতে ডায়াল করুন *৪৩# এবং ডি-একটিভ করতে ডায়াল করুন #৪৩#।

৭. বাংলালিংক সিমে রিকোয়েস্ট কল দিতে ডায়াল করুন *১২৬*০১××××#

৮. বাংলালিংক সিমে কল ডাইভার্ট চালু করতে ডায়াল করুন *২১* নাম্বার # এবং সার্ভিসটি বন্ধ করে ডায়াল করুন #২১#

৯. বাংলালিংক সিমে ইন্টারনেট সেটিং চালু করতে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALL এবং পাঠিয়ে দিন ৩৩৪৩

১০. বাংলালিংক সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF এবং পাঠিয়ে দিন ৬১২১ নাম্বারে।

১১. বাংলালিংক সিমে মিসকল এলার্ট চালু বা বন্ধ করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START এবং পাঠিয়ে দিন ৬২২ নাম্বারে
এবং সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন STOP পাঠিয়ে দিন ৬২২

১২. বাংলালিংক সিমের ব্যালেন্স দেখার জন্য ডায়াল করুন *১২৪# ।

১৩. এসএমএস চেক করার জন্য ডায়াল করুন *১২৪*২#

১৪. বাংলালিনক এ এমবি ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *৫০০০*৫০০#

১৫. বাংলালিংক এর বোনাস এমবি চেক করার জন্য ডায়াল করুন *১২৪*৫#

১৬. বাংলালিংক সিমের কাস্টমার কেয়ারে কথা বলার জন্য ডায়াল করুন ১২১

১৭. বাংলালিংকের নতুন সিমে প্রতি মাসে 1gb ফ্রী নেওয়ার জন্য ডায়াল করুন *১৩২*১১১#

তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো আপনাদের মাঝে কোনো একটি নতুন পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.