বাংলাদেশের ৫ টি পাখির বৈজ্ঞানিক নাম ও কিছু তথ্য পর্ব ২

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিগত আর্টিকেলে লিখেছিলাম যে বাংলাদেশের পাঁচটি পাখির বৈজ্ঞানিক নাম ও জীববৈচিত্র্য। আশা করি ওই আর্টিকেলটি আপনাদের খুবই ভালো লেগেছে।তাই আর্টিকেল এর আজকে দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। করে পরবর্তী আপনাদের মন জয় করে নিবে। আরজকের পর্ব যদি ভালো লাগে বা আরো যদি পর্ব চান তাহলে আমি আরো পর্ব নিয়ে আসবো পরবর্তী সময়ে।

বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা যাক কর আজকের পর্ব।

প্রথমে নিয়ে আসি

১.।ভাতশালিক
যারা গ্রামে থাকে তারা অবশ্যই ভাতশালিক কে চেনে। গ্রামের ভাষায় পাখিকে বলা হয় শারখ পাখি।আশা করি সবাই চিনতে পারছেন পাখিটিকে।
এক নজরে ভাত শালিক
ইংরেজি নাম -Common Myna
বৈজ্ঞানিক নাম – Acridotheres tristis
মাপ-২৩ সে মি
মূল খাদ্য – পোকা পতঙ্গ ধান ভাত ও ফুলের মধু
বাসা করে কোটরে – খোড়লে
বিশেষ তথ্য – ঢাকা শহরে বহু শাকিলের বাস। এরা বাসা করে। ডিম ছানা তোলে। এদের দেখতে খুবই মিষ্টি।

২।পাতি ঘুঘু
এক নজরে পাতি ঘুঘু
ইংরেজি নাম -Spotted Dove
বৈজ্ঞানিক নাম – Streptopelia Chinensis
মাপ ৩০ সে মি
মূল খাদ্য – বিভিন্ন শস্য দানা যেমন শরিষা
বাসা করে গাছের ডালে ও ঝোপঝাড়ে
বিশেষ তথ্য ঢাকা শহরে অনেক পাখি ঘুঘু আছে এরা ডাকাশহরের বড় বড় বাড়ির ছাদে বাসা করে থাকে দুইটি ডিম পাড়ে। ছানা তোলে।

৩। লেজনাচুনে
এক নজরে লেজ নাচুনে
ইংরেজি নাম -White Throated Fantail
বৈজ্ঞানিক নাম -Rhipidura albicollis
মাপ ১৯ সে মি
মূল খাদ্য – পোকা পতঙ্গ
বাসা করে সরু ডালে ও বাঁশের কঞ্চি তে।
বিশেষ তথ্য। পাখি দেখতে খুবই সুন্দর পাখিটির মনমুগ্ধকর চেহারা। কার শহরের দেখা যায় এদের। এদের সব সময় বাংলাদেশের সব গ্রামে তেই পাওয়া যায়। এরা গ্রামেতে থাকতে বেশি পছন্দ করে।

৪। শকুন
এক নজরে শকুন
ইংরেজি নাম – White Rumped Vulture
বৈজ্ঞানিক নাম – Gyps bengalensis
মাপ ৮৫ সে মি এরা আকারে অনেক বড় হয়
মূল খাদ্য -মৃত গবাদি পশুর মাংস।
রাজ শকুন এর ইংরেজি নাম -Red-Headed vulture
বৈজ্ঞানিক নাম -sarcogyps calvus
মাপ ৮৫ সে মি
বিশেষ তথ্য- রাজ শকুন বাংলাদেশে এখন আর নেই।
৫। কালিম পাখি
এক নজরে কালিম পাখি
ইংরেজি নাম – Purple Swaphen
বৈজ্ঞানিক নাম – Porphyritic porphyroi
মাপ – ৪৫ সে মি
মূল খাদ্য – মাছ ব্যাঙ – পোকা – পতঙ্গ ও কচিপাতা
বাসা করে জলাভূমির ভেতরের ঝোপঝাড় – নলখাগড়ার।
এদের দেখতে প্রায় মুরগির মত।

 

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.