বাংলাদেশের সেরা কিছু ডোমেইন হোস্টিং কোম্পানি

বর্তমান সময়ে দৈনন্দিন জিবনে ওয়েবসাইটের ব্যবহার বেড়েছে। তাই প্রতিনিয়ত ওয়েবসাইট তৈরির প্রয়োজন পড়ছে। আর এই ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজন ডোমেইন হোস্টিং। আর এর জন্য আমাদের সাহায্য নিতে হয় ডোমেইন হোস্টিং কোম্পানির। তাই আমরা আজকে বাংলাদেশের সেরা কিছু ডোমেইন হোস্টিং কোম্পানি সম্পর্কে জানবো।

ঢাকা ওয়েব হোস্টঃ       

বাংলাদেশের নির্ভরযোগ্য ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে ঢাকা ওয়েব হোস্ট অন্যতম। এই ওয়েব হোস্টিং কোম্পানি সুলভ মুল্যে সেবা দিয়ে থাকে। এই কোম্পানি ৫০০ এমবি স্পেসের ওয়েব হোস্ট সার্ভিস মাত্র ৬০০ টাকায় প্রদান করে থাকে। এর পাশাপাশি এই ঢাকা ওয়েব হোস্ট কোম্পানি আনলিমিতেড স্পেসের ওয়েব সার্ভিস প্রদান করে মাত্র ৭০০০ টাকায়।

 

আলফা নেটঃ

আলফা নেট আরও একটি বাংলাদেশের নির্ভরযোগ্য ডোমেইন হোস্টিং কোম্পানি। ২০০১ সাল থেকে প্রায় দীর্ঘ ২০ বছর ধরে আলফা নেট কোম্পানি এই ওয়েব হোস্ট সার্ভিস প্রদান করে যাচ্ছে। এরা ডোমেইন হোস্টিং এর পাশাপাশি বিভিন্ন্ ওয়েব ডিজাইন সার্ভিস সরবারহ করে থাকে। আর চাইলে আলফা নেট এর অফিসে গিয়েও এদের পেমেন্ট করা যায়।

ওয়েব হোস্ট বিডিঃ

বাংলাদেশের নামকরা নির্ভরযোগ্য ডোমেইন হোস্টিং কোম্পানির মধ্যে ওয়েব হোস্ট বিডি অন্যতম আরেকটি নামকরা কোম্পানি। ২০১২ সাল থেকে এই কোম্পানি অনেক ভালো সার্ভিস প্রদান করে। আর এই ভালো সার্ভিস প্রদান করার ফলে এই কোম্পানি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। SSL Certificate প্রদান করে এই  হোস্টিং কোম্পানি। এছাড়াও এরা VPS Server, Premium Hosting এর মত দারুণ হোস্টিং সুবিধা প্রদান করে থাকে।

হোস্টিং বাংলাদেশঃ

বাংলাদেশের আরও একটি জনপ্রিয় হোস্টিং কোম্পানি হল হোস্টিং বাংলাদেশ। অনেক ভালো সার্ভিস প্রদান করে এই কোম্পানি আজ অনেক জনপ্রিয়। শুধুই বাংলাদেশেই তাদের প্রায় ৭০০০ এর মত গ্রাহক রয়েছে। এই হোস্টিং কোম্পানি SSL Certificate প্রদান করে।

ওয়েব বাংলাদেশ.নেটঃ

বেশ সল্প মুল্যে ভালো সেবা প্রদানকারী জনপ্রিয় একটি ওয়েব হোস্টিং কোম্পানি হল ওয়েব বাংলাদেশ.নেট। অন্য সব কোম্পানির মতো এই হোস্টিং কোম্পানিও SSL Certificate প্রদান করে। এই কোম্পানির পেমেন্ট সিস্টেম দারুণ। গ্রাহক চাইলে ওয়েব হোস্টিং এর জন্য তাদেরকে মাসে মাসে অথবা এক বছরের জন্যও পেমেন্ট করতে পারে।

উই হোস্ট ঢাকাঃ

মাত্র ৫০০ টাকায় হোস্টিং সরবারহ করা দেশের আরও একটি অন্যতম জনপ্রিয় হোস্টিং কোম্পানি হলো উই হোস্ট ঢাকা। গ্রাহকদের আকর্ষিত করার জন্য তাদের অনেকগুলো দারুণ প্যাকেজ রয়েছে। যেমনঃ বিজনেস প্যাকেজ , বিজনেস প্রো প্যাকেজ, বিগিনিং প্যাকেজ, অ্যাডভান্সড প্যাকেজ। গ্রাহক এই কোম্পানি থেকে তার প্রয়োজন মতো যে কোন প্যাকেজ নিতে পারেন।

এক্স অন হোস্টঃ

বাংলাদেশের আরও একটি অন্যতম ডোমেইন হোস্টিং প্রোভাইডার হল এক্স অন হোস্ট। এটি বাংলাদেশের অন্যতম ডোমেইন হোস্টিং কোম্পানি। এদের সার্ভিস চার্জ তুলনামূলক সামান্য বেশি হলেও তাদের সেবার মান এক কথায় অসাধারণ। তাদের কাস্টমার সাপোর্টও এক কথায় অসাধারণ। তাদের ব্যবহৃত বেশ কয়েকটি লোকেশনের ডাটা সেন্টার এর মধ্যে ট্রায়ার-৩ নামক ডাটা সেন্টার রয়েছে বাংলাদেশে।

জিয়ন বিডিঃ

বেশ সুনামের সাথে ভালো মানের সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্যতম ওয়েব হোস্টিং কোম্পানি জিয়ন বিডি। দেশের পাশাপাশি বাইরের দেশেও বেশ দাপটের সাথে কাজ করছে এই ওয়েব হোস্টিং কোম্পানি। আমেরিকান এক্সপ্রেস এর মত বড় প্রতিষ্ঠান ও এই ওয়েব হোস্টিং কোম্পানির। এই কোম্পানির অর্জনের মধ্যে রয়েছে সিপ্যানেলের এনওসি পার্টনারশিপ ও “ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’’। নিশ্চিন্তে যে কেউ এখান থেকে হোস্টিং নিতে পারে।

কোড ফর হোস্টঃ

বাংলাদেশের আরও একটি অন্যতম ডোমেইন হোস্টিং প্রোভাইডার হল কোড ফর হোস্ট। সেই ২০১১ সাল থেকে তাদের ব্যবসার শুভ যাত্রা শুরু করে এখন পর্যন্ত দীর্ঘ ১০ বছর পর্যন্ত এই কোম্পানি তাদের ওয়েব হোস্টিং ব্যবসা সততার সাথে পরিচলিত করে আসছে। তাদের একটি দারুণ ব্যাপার হল যে গ্রাহকদের আকর্ষিত করার জন্য তাদের অনেকগুলো দারুণ প্যাকেজ রয়েছে।

তাদের কাস্টমার সার্ভিস চোখে পড়ার মত।

 

উপরের উল্লিখিত ওয়েব হোস্টিং কোম্পানি গুলো বাংলাদেশের জনপ্রিয় এবং সফল ওয়েব হোস্টিং কোম্পানি। তবুও আপনি আপনার ওয়েবসাইটের জন্য যে কোম্পানিতে বেশি সুবিধা পাবেন সেই সেবাই গ্রহন করবেন।

Related Posts

13 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.