- সাথে পতাকা প্রতিটি দেশের নিজস্বতার পরিচায়ক। একটি স্বাধীন জাতির সার্বভৌমত্বের প্রতীক হলো জাতীয় পতাকা। তাই প্রতিটি স্বাধীন দেশ ও জাতিরই একটি জাতীয় পতাকা আছে। জাতীয় পতাকা দেশের সব মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। যেকোনো স্বাধীন দেশ বা জাতি তার জাতীয় পতাকাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে। পতাকাই বহন করে দেশ ও জাতির স্বতন্ত্র পরিচয়। বাংলাদেশের জাতীয় পতাকাও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের জাতীয় পতাকার ঘন সবুজ রঙের উপর উদীয়মান সূর্যের রঙ্গের একটি লাল বৃত্ত থাকবে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ ফুট। পতাকার লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ। আমাদের জাতীয় পতাকার ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এদেশের সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে। ধর্ম আলাদা হলেও আমাদের সবার ভেতরে রয়েছে একই জাতিসত্তা। আর তা হলো বাঙালি জাতিসত্তা।বহু ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। লাল সবুজের পতাকা আমাদের সেই স্মৃতিকেই বহন করছে। এ পতাকা আমাদের সংগ্রামের ইতিহাসকে তুলে ধরে নব প্রজন্মের সামনে। আমাদের জাতীয় পতাকার সবুজ রং বাংলাদেশের শ্যামল প্রকৃতির দিকটিকে তুলে ধরেছে। লাল রং তুলে ধরেছে নবজাগরণের কথা।এছাড়া স্বাধীনতা অর্জনের জন্য এদেশের মানুষ যে রক্ত দিয়েছে তার ইঙ্গিত বহন করে লাল রং। মোটকথা আমাদের দেশের স্বাধীনতা ও প্রকৃতিকে ধারণ করে আছে জাতীয় পতাকা। জাতীয় পতাকা আমাদের সকল বৈষম্য দূর করে দেয়। আমরা এই পতাকার ছায়া তলে একত্রে মিলিত হই। আমরা পরস্পরের মধ্যে সকল ভেদাভেদ ভুলে যাই। এছাড়া আত্মস্বার্থ ত্যাগ করে দেশের জন্য সর্বস্ব ত্যাগ করার প্রেরণাও আমরা জাতীয় পতাকা থেকে পাই। আমাদের গৌরবময় ইতিহাসের স্মারক জাতীয় পতাকা। শুধু বর্তমানের নয়, ভবিষ্যতের সকল কর্ম প্রেরণার উৎসও আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকার জন্য আমরা গর্ববোধ করি। জাতীয় পতাকার জন্য আমরা গর্ববোধ করি। তাই একে সম্মান করা আমাদের একান্ত দায়িত্ব।বিদ্যালয়ে এবং অন্যান্য যে কোনো স্থান বা অনুষ্ঠানে যখন ঐ জাতীয় পতাকা প্রদর্শন করা হোক না কেন, তখন ঐ দাঁড়িয়ে তাঁর প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। যে জাতীয় পতাকাকে সম্মান করে না, সে সকলের ঘৃণার পাত্র। তাকে সকলের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে। জাতীয় পতাকা আমাদের অত্যন্ত শ্রদ্ধার বস্তু। দেশের সকল মানুষের কাছে জাতীয় পতাকা অত্যন্ত মর্যাদার ও সম্মানের। বুকের রক্ত দিয়ে হলেও এর সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য।আমাদের লক্ষ লক্ষ বীর শহীদ এ পতাকার জন্যই তাদের জীবন দান করেছেন। যখন নীল আকাশের মাঝে আমাদের এই পতাকা উড়তে থাকে, তখন তা দেখে গর্বে আমাদের বুক ভরে যায়।বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানের সাক্ষ্য বহন করে আমাদের জাতীয় পতাকা। তাই জাতীয় পতাকা আমাদের সকলের নিকটই পরম ভালোবাসার সম্পদ।
11 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
pride
good
good
Nice..
Good
KHUB VALO
সুন্দর
Ok
nice post
❤️
good