বর্তমান সময়ের সেরা পিটিসি সাইট থেকে মাসে ৫০০০ টাকা আয় করতে পারবেন।

প্রিয় পাঠক বন্ধুগন

আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন।

প্রতিদিন অনলাইনে না জানি কতই না ইনকাম সিস্টেম চলে আসে। কিন্তু এদের মধ্যে কোনটি আসল আর কোনটি নকল তা বুঝা মুসকিল। আবার আসল – নকল না বুঝে কষ্ট করে কাজ করতে গিয়ে পেমেন্ট না পেয়ে হতাশ হয়ে নেট জগতের ইনকাম সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে চলে যান।

আপনাদের জন্য আমি যে অনলাইনে আয়ের পদ্ধতিগুলো নিয়ে আসি সেগুলো থেকে আপনাারা পেমেন্ট পাবেন। পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবেনা শুধুমাত্র আপনার নিয়মিত কাজ করে যান।

Uniclique

উপরে যে নামটি দেখতে পাচ্ছেন তাই আজকের আলোচনার বিষয়। এই খুব বেশিদিন হলো আসেনি ,কিন্তু অনলাইন জগতে অনেক সুনাম অর্জন করেছে। এই সাইটে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবেনা। শুধুমাত্র প্রতিদিন ধৈর্য করে কাজ করতে থাকুন আর আপনার রেফারেল বৃদ্ধি করাতে থাকেন তাহলে দেখবেন একসময় আপনি মাসে ৫০০০ না ১০০০০ হাজার টাকার বেশি আয় করতে পারবেন।

বর্তমান সদস্য , কত ডলার পেমেন্ট করেছে?

বর্তমান সদস্য সংখ্যা  ১,৭৪,৯৭৫ এবং পেমেন্ট করেছে ১,৩৪,৪১৮.৮৯ ডলার ( ২০১৯ সালের এপ্রিল ১) ।

কীকাজ করতে হবে?

এটি একটি পিটিসি সাইট অর্থাৎ পেইড টু ক্লিক। পিটিসি সাইটের কাজ হলো প্রতিদিন কিছু নির্দষ্ট পরিমাণ বিজ্ঞাপন দেখতে হবে।

Uniclique কবে স্হাপন এবং এডমিন কে?

এটি স্হাপিত হয়েছে ২০১৭ সালের মে মাসের ৩ তারিখে।

এর এডমিন বা মালিকের নাম হলো Nikolay Kosturkov

রেজিস্টার পদ্ধতি?

প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাইজার ওপেন করে www.Uniclique.com লিখে সার্চ করুন । নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করার পর ডান পাশে উপরের অংশে রেজিস্টার অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে ফর্মটি পূরণ করে সাবমিট করার পর ইমেইল ভেরিফাই করলেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ এখন আপনি লগিন করে কাজ করতে পারবেন।

 

পেমন্ট নিতে হলে অবশ্যই আপনার পেপাল, স্ক্রিল, বিটকয়েন কিংবা পরাফেক্ট মানিতে একটা এ্যাকাউন্ট থাকতে হবে।

বিশ্বাস, ধৈর্য আর পরিশ্রম না থাকলে আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.