বর্ণমালা সিম সম্পূর্ণ ফ্রিতে কিভাবে নিবেন দেখে নিন(2005-2020 এসএসসি পরীক্ষার্থীদের জন্য)

2005 থেকে 2020 এর সকল এসএসসি পরীক্ষার্থীরা বর্ণমালা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে নিবেন দেখে নিন:
কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো যে এ বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য টেলিটক নিয়ে এসেছে দেশের অন্যতম সেরা সিম বর্ণমালায় নিয়ে। এর আগে আমি আগামী সিম কিভাবে নিতে হবে সেটা সম্পর্কে জানিয়ে ছিলাম এখন জানাবো বর্ণমালা সিম কিভাবে নিবে সে সম্পর্কে। তবে আগে থেকে বলে রাখি যে যারা এসএসসিতে এ প্লাস পেয়েছেন শুধু তারাই এই বর্ণমালা সিম টি সম্পূর্ণ ফ্রিতে পাবেন অন্যথায় আপনাকে বর্ণমালা সিম টি কিনে নিতে হবে টেলিটক থেকে। টেলিটক কোম্পানি হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর এবং এরা আজকে অনেক বছর ধরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফ্রিতে সিম দেওয়ার ব্যবস্থা ঠিক করে এসেছে যাতে সকল শিক্ষার্থীর ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে সফলতা পায়। যেটা সরকারের পক্ষ থেকে দেশকে ডিজিটাল বাংলাদেশ এ পরিণত করা একটি পদক্ষেপ মাত্র কারণ এই সিমটি ইউজ করে আপনি খুব কম টাকায় এমবি কিনে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এবং এই সিমের কল রেট অন্যান্য সিম থেকে অনেক কম।
তবে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে আপনি বর্ণমালা সিম এর জন্য আবেদন করবেন:
এই সিমটি নেবার জন্য আপনার থেকে সর্বপ্রথমে যেকোনো টেলিটক সিম থেকে মেসেজ দিতে হবে।
যেকোনো টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে নিচে দেওয়া লেখাটির মতো করে মেসেজ টাইপ করবেন।
BOR<space>SSC_BOARD<space>ROLL<space>PASS_YEAR<space>contact_number
যদি বুঝতে কষ্ট হয় তবে নিচের উদাহরণটি একটু দেখে নিন।

উদাঃ BOR DHA( এটার অর্থ আপনার পরীক্ষা দেওয়া বোর্ডে প্রথম তিনটি বর্ণ ইংরেজিতে দিতে হবে আর যদি আপনি চট্টগ্রামের হন তবে CHI লিখবেন ) 1021322( এটা হচ্ছে আপনার রোল নাম্বার এই ঘরে আপনি আপনার রোল নাম্বার টি লিখবেন) 2020 ( এখানে সেই শাস্তি দিবেন যে আপনি পরীক্ষা দিয়েছিলেন সেই সাল। আপনি যদি 2010 সালে পরীক্ষা দেন তবে সেখানে 2010 লিখবেন) 017******* এই জায়গায় আপনি আপনার পরিবারের কোন সদস্যের সচল মোবাইল নাম্বারটা দিবেন যাতে টেলিটক কাস্টমার কেয়ার থেকে যদি আপনাকে কোনরকম ইনফরমেশনের জন্য কল দেয় সে কলটি যাতে আপনি রিসিভ করতে পারেন। ব্যাস হয়ে গেল এবার আপনার এই টাইপ কৃত মেসেজটি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার দেওয়া সেই নাম্বারটিতে একটি কনফার্মেশন কোড যাবে যে কোডটি আপনার থেকে সেভ করে রাখতে হবে এটি হচ্ছে একটি ও টি পি কোড। মনে রাখবেন একটি অবশ্যই অবশ্যই আপনি সেভ করে রাখবেন যদি সম্ভব হয় তবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। কারণ এই কোডটি ছাড়া আপনাকে কোন সিম দেওয়া হবে না। সিমটি নিতে যাবার সময় যে নাম্বারে করতে গিয়েছে সে নাম্বারের সিম টি শহর নিয়ে যেতে হবে।

যদি মেসেজ পাঠাতে সমস্যা হয় তবে আপনি চাইলে অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.