Cheap price backlink from grathor: info@grathor.com

বন্ধুর বিচ্ছেদের উক্তি নিয়ে স্ট্যাটাস

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠকগণ।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলেই যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।

Marketing

বন্ধুহীন মানুষ প্রাণহীন গাছের সমতুল্য।তাই বন্ধুহীন মানুষের অস্তিত্বই কল্পনা করা যায় না।তাই যুগে যুগে কালে কালে বন্ধুর চাহিদা সবসময় ছিল, আছে এবং থাকবে। যার বন্ধু নেই শুধুমাত্র সেই ব্যক্তিটাই বুঝতে পারবে কষ্টগুলো।একজন বন্ধু আমাদের সকল কাজের সাথী থাকে। আমাদের সুখ দু:খ, হাসি কান্না, সাফল্য প্রায় সকল কিছুর সঙ্গী থাকে একজন সত্যিকারের বন্ধুত্ত।

বন্ধু এমন একাটি সম্পর্ক যা সবসময় পাশে না থাকলেও মনে থেকে যায় বহুদিন।বিভিন্ন ব্যস্ততা কিংবা মানব জীবনের নানা কাজে মানুষকে বহুদূর যেতে হয়। কিন্ত বন্ধুত্ত ঠিক থেকে যায়।কারণ সত্যিকারের বন্ধুত্ত কখনোই ছেড়ে কিংবা ভুলে থাকা যায় না। আপনি হাজার হাজার মেইল দূরে থেকেও ঠিকই আপনার প্রাণের বন্ধুর খবর নিবেই।আবার কিছু কিছু বন্ধুত্ত যোগাযোগ নেওয়ার অভাবে হারিয়ে গেছে। সব মধুর বন্ধুর বিচ্ছেদ এর কথা চিন্তা করে আমার আজকের লিখাটি। যুগে যুগে কালে কালে অনেক বন্ধু বিচ্ছেদ হয়েছে। সেই সকল বন্ধুদের কথা এবং তাদের বিচ্ছেদের কথা স্নরণ করেই আমি কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের উপকার হবে।

“ছোট ছোট বিচ্ছেদ বন্ধুত্তকে গভীর করে ঠিক তেমনি বড় বিচ্ছেদ বন্ধুত্তকে নষ্ট করে দেয়”
“পথের শেষে এসে দেখি হিসাব অনেকটাই বাকি সারাজীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি”
“চলে গেছি আমরা অনেক দূরে তবুও বন্ধু তোমায় মনে পড়ে”

“পৃথিবীতে সবচেয়ে কষ্টের মূহূত হলো সেটা যখন বন্ধুর জন্য হাজারো অপেক্ষার পর সে আর যোগাযোগ রাখেনা”

“বন্ধুত্তের মাঝে মায়া বাড়িয়ে কষ্ট পাওয়ার চেয়ে মায়া কাটিয়ে উঠে এগিয়ে যাওয়া শ্রেও”

“সময়ের পরিবর্তন এর সাথে সাথে মানুষের রাগ অভিমান একসময় কমে যায়
কিন্তু বন্ধুর দেওয়া আঘাতগুলো কখনোই কমে না ”

“বন্ধুর প্রতি অভিমান অনেক সময় বিচ্ছেদ ও ঘটায়”

একজন বন্ধুই বুঝতে পারে বিচ্ছেদে কি পরিমাণ যন্ত্রণা থাকে। তাই বন্ধুত্তের বিচ্ছেদ কারো কাম্য নয়।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন

 

 

 

Related Posts

13 Comments

Leave a Reply