বন্ধুত্ব কখনো কয়েকটি শব্দে প্রকাশ করা যায় না।

তিন বন্ধুর বন্ধুত্ব :

আমরা ৩ বন্ধু ছিলাম সেই ক্লাস ৬ থেকে। একজন মোটা ছিল। একজন চাকমা ছিল যাকে আমার বাসার সবায় বান্দর বলে ডাকত😂😂।

আর আমি ছিলাম কালো। তারা ২জন বিষণ সুন্দরী। যাক কি বলার, খোদার তৈরি তাই আমি আলহামদুলিল্লাহ। ক্লাস ৭ এ উঠতে আমরা আরও বেশি কাছের হয়ে উঠলাম। সব সময় নামাজ পরতাম টিফিন টাইমে।

মোটা জন সবসময় টিফিন নিয়ে আসতো আর আমরা মাঝে মাঝে নিয়ে যেতাম।

ক্লাস ৭এ আল্লাহ ৩০দিন আমরা ঝাল মুড়ি খাইছি,, এর পর আমরা ক্লাস ৮ এ আর বেশি কাছের মানুষ এ পরিনত হই। জে.এস.সি পরীক্ষার জন্য নিজেরা কঠোর পরিশ্রম করি।

পরীক্ষার পর বিজ্ঞান বিভাগ নেওয়ার চিন্তা করি। ৩জন একই বিভাগে ভর্তি হই। এক সাথে কোচিং করতাম। অনেক বকা শুনতে হত, সব সময় এক সাথে ৩জন এক বেঞ্চে বসতাম। সবাই অনেক আলাদা করতে চাইত আমরা আবার এক হয়ে যেতাম।

একজন না গেলে অন্যরাও যেতাম না।অনেক মজা করতাম। সামনে এস.এস.সি পরীক্ষা। অনেক মন দিয়ে পড়তে লাগলাম।

ভালো পরীক্ষা দিয়ে ফলাফল এর আশায় অপেক্ষা করলাম।এভাবে স্কুল লাইফ শেষ হল। কিন্তু এখনো যোগাযোগ হয়, বাকি ২জন বিয়ে করেেছ।

এখনো মনে পড়ে সেই দিনগুলি।

Related Posts

14 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.