Cheap price backlink from grathor: info@grathor.com

” বন্ধু “

বন্ধু মানে এক দেহে দুই আত্মা,আবার বন্ধু মানে মায়ের পেটের আপন ভাইয়ের চেয়ে ও কাছের একজন।যার বা যাদের কাছে আপনি নির্দিধায় সব কিছু শেয়ার করতে পারবেন। অন্যক্ষেত্রে তারা আমানত কারন আপনার দোষ গুন সব কিছু তাদের(বন্ধু) কাছে থাকা স্বত্বেও  তারা সেগুলো অন্যদের প্রকাশ করে নাহ। বন্ধু মানে আমি আপনি যাকে বা যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করি।একজন ছোট শিশু থেকে বৃদ্ধ বয়স্ক মানুষের বন্ধু রয়েছে।

Marketing

একজন মনীষী বলেছেন,” একজন বন্ধু একশজন বইয়ের সমন আর একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান”। আসলেই কথা টা সঠিক কারন,একজন ভালো বন্ধু সব সময় আপনার সাথে ছায়ার মত লেগে থাকবে।আপনার আমার প্রতিটি ক্ষেত্রে ভালো বন্ধু কোনটি ভালো আর কোনটি খারাপ সেটি দেখিয়ে দিবে। যেকোনো কাজে সে আপনার লিডার হিসেবে থাকবে।

একটা দলে যত জন বন্ধু আছে তাদের মধ্যে যদি একতা,বিশ্বাস আর ঐক্য থাকে,তাহলে যেকোনো শক্তি,যেকোনো ঝড়ই আসুক না কেনো সেই দলের বন্ধুত্বকে ভাঙ্গতে পারবে নাহ।

তবে দুঃখের বিষয়,বর্তমানে যে সব বন্ধুত্ব রয়েছে,সেগুলোর মধ্যে ৯৫% বন্ধুত্ব ই নিজেদের স্বার্থের জন্য বানানো, কিভাবে একজন অন্যের জনের উপর ক্ষমতা খাটিয়ে তার থেকে সুবিধা আদায় করতে পারবে সে চিন্তায় মগ্ন। এ কারনে আজকালকার বন্ধুত্ব গুলো বেশিদিন টিকে নাহ।বন্ধুত্বের নাম দিয়ে আপনাকে আমাকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে ভুলে যাবে।অন্য ভাবে বলতে গেলে আজকালকার বন্ধুত্ব গুলো সুসময়ের বন্ধুত্ব,সু সময়ে আমার আপনার পাশে ঘুরবে,কিন্তু আপনি আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে বন্ধুত্বের নাম এ চলা একজন কেও পাবো না পাশে।এসব বন্ধুত্ব থেকে লাভ হওয়ার চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।

সুতরাং এসব নিজ স্বার্থের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে একে উপরের কথা ভেবে বন্ধুত্ব করা উচিত,তবেই বন্ধুত্বের সত্যিকারের মর্যাদা পাবে।

Related Posts

7 Comments

Leave a Reply