ফেসবুকে লগইন এলার্ট চালু ও লেখাগুলোকে বড় করবেন যেভাবে !

বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই ইন্টারনেট ব্যবহার করি। আর যারা ইন্টারনেট ব্যবহার করি তারা ফেসবুক ব্যবহার করি না এমনটা কি কখনো হবে। যারা ইন্টারনেট ব্যবহার করে তারাই সব থেকে বেশি ফেসবুক ব্যবহার করে এবং ফেসবুকে সব সময় বেশি টাইম পাস করে থাকে। কারণ ফেসবুকের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ করার সবথেকে সহজ হয়ে পড়ে এবং বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যায়। তাছাড়া ফেসবুকের মাধ্যমে একে অন্যের সাথে দ্রুত কথাবার্তা বলা হয় চ্যাটের, মাধ্যমে এমনকি ছবি আদান-প্রদান ভিডিও আদান প্রদান সহ অনেক কিছুই করা সম্ভব। ফেসবুকে যেমন অনেকগুলো ভালো দিক রয়েছে তেমনি এর কিছু খারাপ দিকও রয়েছে সেটা হল হ্যাকিং। কারণ কারও ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে তাহলে তার অনেক সমস্যায় পড়তে হয়। কারণ তার প্রোফাইলে তার নানা রকম ছবি বা ভিডিও থাকতে পারে সেগুলো যদি হ্যাক করে নেয়া হয় এবং সেগুলো যদি সেগুলো যদি বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়ার কথা বলে, এবং ছবিগুলো নগ্ন করে তাকে ব্ল্যাকমেইল করা হয়। অর্থাৎ যার ফেসবুক আইডি তার তাহলে সে নানা রকম সমস্যায় পড়ে।
তবে আজ জানবেন কিভাবে ফেসবুকে লগইন এলার্ট চালু করবেন লগইন এলাট বলতে আপনার ফেসবুক আইডিটা আপনি ছাড়া অন্য কেউ লগইন করতে গেলে সাথে সাথে আপনার ফোনে এসএমএস অথবা আপনার ফেসবুক এ এসএমএস করে বলে দেওয়া হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা হচ্ছে তো চলুন এটা কিভাবে চালু করবেন:: প্রথমে আপনি আপনার ফেসবুক সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পর আপনি একটু নিচের দিকে যাবেন সেখানে লেখা আছে security and login,

এই লেখাটার ওপরে ক্লিক করলে তারপরে আপনি একটু নিচে দেখতে পাবেন লেখা আছে Get alarts about unrecognized এই লেখাটার উপরে ক্লিক করার পর আপনি প্রথমে দেখতে পাবেন notification, messenger, Email এই তিনটা লেকার ডান সাইডে দেখতে পাবেন সবগুলো অফ করা আছে আপনি ডান সাইডে ওখানে ক্লিক করে, সবগুলো অন করে দিবেন তাহলে যে কেউ আপনার ফেসবুকে ঢুকতে গেলে আপনি এলাট অথবা মেসেজ পেয়ে যাবেন যে আপনার ফেসবুকে কেউ ঢুকছে।। আর যদি আপনি ফেসবুকের লেখাগুলো কে বড় করে দেখতে চান তাহলে আপনি প্রথমে সেটিং এ ঢুকবেন তার পর আপনি একটু অর্থাৎ তিন নম্বরের লেখায় পাবেন ফন্ট সাইজ, Font size এই লেখাটির উপরে ক্লিক করে আপনি শেষে দেখবেন লেখা আছে Large ক্লিক করলেই আপনার লেখাগুলো সব বড় করে হয়ে যাবে ফেসবুকের সব লেখা
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ পোস্টটি একটুও ভালো লেগে থাকে তাহলে এই সাইটের সাথে থাকুন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো।

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.