প্রোডাক্ট সেল করে ইনকাম করুন fiverr থেকে ১০০০ ডলার

প্রিয় পাঠক-পাঠিকা ,

 

প্রতিদিনের মত আমি আজকে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং সেলার জব নিয়ে হাজির হয়েছি।

 

করণীয় বিষয় বস্তু:-

১. সর্বপ্রথম আপনাকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। এবং ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে fiverr.com লিখে সার্চ করতে হবে।এবং প্রথম লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনার জিমেইল একাউন্ট অথবা আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমে লগইন করতে হবে।

২.এর পরে আপনি ইউটিউবে যে কোন একটি ভিডিও দেখে আপনার ফাইবার একাউন্ট ভেরিফাই করে নিবেন।

৩.এবং আপনি প্রফেশনাল লেভেলের কিছু buy-sell gig দেখবেন এবং রিচার্জ করবেন।

৪.আপনার এক্সপেরিয়েন্স হওয়ার পর নিজেই একটি buy-sell প্রফেশনাল gig পাবলিস্ট করবেন।

৫.এবং যখন আপনার gig এই বায়ারদের কাছে পৌঁছবে তখন তারা আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাবে এবং আপনার সাথে কনভারসেশন করবে।

 

 

 

৬. এবং কথোপকথন শেষ হওয়ার পর আপনাকে যখন  হায়ার করবে তখন আপনি ওই কোম্পানির একজন অংশীদার হিসেবে নিয়োজিত হয়ে যাবেন কোন প্রোডাক্ট সেল করার জন্য ।

৭. এবং বায়ার আপনাকে বিভিন্ন রকমের ডিসক্রিপশন প্রডাক্ট লিংক প্রডাক্ট ইমেজ পাঠাবে।

প্রোডাক্ট সেল করে ইনকাম করুন fiverr থেকে ১০০০ ডলার
আউটসোর্সিং, প্রোডাক্ট সেল জব, ফাইবার থেকে আয়

৮. এর পরে আপনি বিভিন্ন ধরনের বাই সেল গ্রুপ খুঁজে সেখানে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অন্যান্য যে কোন সোশ্যাল মিডিয়া ধারা অ্যাড হবেন এবং সেখানে বায়ারের দেওয়াল লিংক ছবি এবং ডেসক্রিপশন শেয়ার করবেন।

৯. এবং আপনার লিংকে যদি কেউ ক্লিক করে ওই কোম্পানি থেকে একটি প্রোডাক্ট কিনে। তখনই ওই কোম্পানির মালিক আপনাকে সেই প্রোডাক্ট এর মুনাফা দিবে ।

১০. আপনি প্রতিদিন অগণিত পোস্ট করতে পারবেন এবং যতগুলো প্রোডাক্ট সেল হবে তার জন্য আপনাকে কমিশন দেওয়া হবে ।

 

 

সতর্কতাঃ-

১. যে সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে আপনি লিঙ্ক শেয়ার করবেন অবশ্যই সেই সোশ্যাল মিডিয়া গুলো যেন রিয়েল আইডি হয়।

২.যদি আপনার রিয়েল আইডি না থাকে তাহলে অবশ্যই অন্য কোন ব্যক্তির রিয়েল আইডি ব্যবহার করবেন।

৩. আইডি ক্রিয়েট এ সমাজে কোন ব্যক্তির সঠিক ইনফরমেশন দিয়ে আইডি তৈরি করবেন।

 

Fiverr এর অফিশিয়াল অ্যাপ্লিকেশন:-

আপনি চাইলে তাদের অফিশিয়াল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন । এবং তাতে আপনার ইনকাম যাত্রা আরো সহজলভ্য হবে।

 

 

অ্যাপস লিংক

 

সর্বোপরি:-যদি আপনি অনলাইনে ক্যারিয়ার ডেভলপ করতে চান তাহলে অবশ্যই । আজকে থেকেই আপনার ক্যারিয়ার ডেভলপ করার জন্য তৈরি হয়ে যান। এবং কাজ করে আপনাকে নিয়ে ডেভলপ করা শুরু করুন।

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.