আসসালামু আলাইকুম। এই করোনার দুর্যোগময় পরিস্থিতিতে সবাই মানসিক ও শারিরীক দুই ভাবেই সুস্থ থাকাটা আমাদের জন্য কষ্টকর। তারপর ও সবাইকে এই মহামারি থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধী মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। তাই সবাই ঘরে বসে কিছু সময় কাজ করে টাকা আর্ন করতে পারেন। এটি একটি বাংলাদেশী সাইট । এই সাইটে কাজ করতে হলে প্রথমে আপনাকে একাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য লিংকঃ
http://amrtube.com/reg.php?ref=104228
প্রদত্ত লিংকে গিয়ে মোবাইল নম্বর এবং আপনার পছন্দ মত পিন নম্বর সেট করে একাউন্ট ক্রিয়েট করুন। এরপর আপনার মোবাইল নম্বরে পাঠানো কোড দিয়ে ভেরিফাই করুন। ওখানেই ভেরিফাই বক্স রয়েছে সেখানে কোড বসিয়ে দিন। এবার আসুন আপনার কাজ কি সেটা বলি।কাজ মূলত বিভিন্ন পেজের পোস্টের লিংক দেওয়া থাকবে আপনি জাস্ট সেগুলোতে গিয়ে লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলেই আপনি পয়েন্ট পাবেন। পয়েন্টের বিনিময়ে টাকা পাবেন। পয়েন্ট যত বেশি হবে ততবেশি টাকা পাবেন। প্রতি ১০০ পয়েন্টে ১০টাকা পাবেন। ১০০ পয়েন্ট করতে সময় লাগবে সর্বোচ্চ ১০-১৫ মিনিট। আপনি পয়েন্ট কনভার্ট করে টাকায় পরিবর্তন করতে পারবেন সেখানেই। এরপর টাকা বিকাশ, রকেট কিংবা রিচার্জের মাধ্যমে নিতে পারবেন। এটি বাংলাদেশী ওয়েবসাইট সুতরাং ডলারে নেওয়া যাবে না, টাকাতে নিতে হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ওয়েবসাইট থেকে আদৌ ক্যাশ আউট করা সম্ভব কিনা অথবা আমরা টাকা পাব কিনা? উত্তরে আমি বলব আপনার যদি ওয়েবসাইটের নির্দেশনা অনুসারে কাজ করেন তাহলে অবশ্যই টাকা পাবেন। কেউ যদি ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী কাজ না করে ক্যাশ আউট করতে চান তাহলে আপনারা অবশ্যই টাকা পাবেন না। তো আজকে এ পর্যন্তই। ভাল থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, আল্লাহ হাফেজ।
8 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Amio kaj kore cilam. 100% payment dey
Good
http://amrtube.com/reg.php?ref=93034
like it !
Good
Good
good
Really?