প্রকৃতি নিয়ে ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। প্রকৃতি নিয়ে ক্যাপশন –

মানুষ বরাবরই সৌন্দর্যের পিয়াসী। সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে গভীরভাবে।প্রকৃতির এক অপরুপ সৌন্দর্যের আঁধার আমাদের এই দেশ বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশ বাংলাদেশে প্রকৃতি এক এক সময় এক এক রূপ ধারণ করে থাকে। শুধু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্যের স্বাক্ষী হতে তাই এই দেশ ভ্রমনে আসে দূর দুরান্ত থেকে বহু মানুষ। এই দেশের প্রকৃতি ছয় ঋতুতে বহু রুপ ধারণ করে মানুষকে বিমোহিত করে গভীরভাবে।তাইতো এই দেশের এই অপরুপ প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম জানা না জানা বহু কবি,সাহিত্যিক নানান ধরণের উপন্যাস রচনা করেছেন।

প্রকৃতি আমাদের তার হরেক রকম ভিন্নধর্মী রুপ নিয়ে হাজির হয় আমাদের সামনে।তাই কখনো তার সৌন্দর্যে কেউ একই রুপ আর বিরক্তি হয় না।প্রকৃতি কখনো তাই রুপ বিলিয়ে দিতে তাই কৃপণতা করেনা।প্রকৃতি নিয়ে নানান ধরণের ক্যাপশান প্রচলিত রয়েছে।নিচে প্রকৃতির সৌন্দর্য নিয়ে কিছু ক্যাপশন তুলে ধরা হলোঃ

১.তুমি প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হও
তাহলে প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝতে পাবে।

২.প্রকৃতি সৌন্দর্য বিলাতে কখনো তাড়াহুড়ো করে না
তবুও তার সব কিছু আপন নিয়মে সম্পন্ন হয়।

৩.আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন
তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন।

৪.আমি প্রকৃতিতে বিমোহিত হয়ে উঠি
সুস্থ হয়ে উঠি ও চঞ্চল হয়ে উঠি।

৫.রঙ প্রকৃতির হাসি।

৬.প্রকৃতির একটি সূর আছে
অনেকেই তা শুনতে পায়।

৭.প্রকৃতির সব চেতনার রঙ ধারণ করে।

৮.প্রকৃতি ধ্বংসের জিনিস নহে
উপভোগের জিনিস।

৯.প্রকৃতির হলো এমন এক উপহার
যা শুধুমাত্র ধ্বংশ ও কৃতজ্ঞতা বাড়ায়।

১০.প্রত্যেকটি মানুষই প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে প্রকৃতি হয়ে ঊঠে।

১১.বুদ্ধিমত্তা তখনই বলে যখনই আপনি
প্রাকৃতিক সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন।

১১.প্রকৃতি এমন একটি পুস্তক খন্ড
যার সম্পাদক ও প্রকাশক স্বয়ং বিধাতা।

১২.প্রকৃতি শিক্ষার চেয়েও বেশি শক্তিশালী।

১৩.প্রকৃতির কিছু শাসন আছে যা আমাদের মানতেই হবে।

১৪.যে প্রকৃতির কাছ শিক্ষা গ্রহণ করে
তার চলার পথ শান্তিপূর্ণ হয়।

১৫.প্রকৃতির ভালোবাসাই একমাত্র ভালোবাসা যা মানুষের আশাকে বিমোহিত করে না।

১৬.বিনষ্ট করোনা অতিরিক্ত চেয়ো না
এটাই প্রকৃতির আইন।

১৭.প্রকৃতির ভাষা সর্বজনীন।

১৮.অপ্রয়োজনে প্রকৃতি কিছুই সৃষ্টি করে না।

১৯.প্রকৃতি নিয়ম মানতেও জানে ভাঙতেও জানে।

২০.প্রকৃতি যন্ত্রণাকাতর মানুষকে আনন্দ দান করে।

২১.কোন কোন সময় প্রকৃতি বিদ্রোহ করলে
মানুষ তার সুযোগ গ্রহণ করে।

২২.প্রকৃতির আইন সর্বাপেক্ষাই মানব কল্যানেত জন্য নিবেদিত।

২৩.প্রকৃতি প্রতিবন্ধতা ধাবিত করে
তবুও মানুষ অগ্রগতির দিকে ধাবিত হয়।

২৪.প্রকৃতি হলো এক বিরাট গ্রন্থ
যার লেখক খোদা নিজেই।


সামনে নতুন কোন টপিক নিয়ে কথা বলব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.