পৃথিবীর সবচেয়ে সুন্দর বাচ্চা কে ? চলুন জেনে নেওয়া যাক

আসসালামু আলাইকুম । আশা করছি সবাই অনেক ভালো আছেন ।  খুব কম বয়সে ক্যারিয়ার শুরু করার অনেক গল্প শুনেছি আমরা কিন্তু, কতোটা কম বয়সের কথা শুনেছেন আপনি ? ৩ বছর বয়সে নিশ্চয় ক্যারিয়ার শুরু করার কথা ভাবেননি । আসলে সৌন্দর্য টা কোনো আকার আকৃতি বা বয়স মেপে হয় না । এর জন্য নির্দিষ্ট কোনো সময় অপেক্ষা করে না । গালে টোল পরা ছোট্ট একটা পরীর মতো মেয়ে । ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হওয়া একটি ছবি । সারা পৃথিবীতে সারা জাগানো এই ছোট্ট মেয়েটির সম্পর্কে বিস্তারিত জানবো এই পোস্টে । তো চলুন জেনে নেই এই ফেইরী কুইন সম্পর্কে । মেয়েটির নাম “আনাহিতা হাসেমজাদে” । মাত্র ৩ বছর বয়সেই শুরু হয়েছে তার মডেলিং ক্যারিয়ার । ২০১৬ সালের ১০ই জানুয়ারী ইরানের ইস্ফাহান শহরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম এই ছোট্ট পরীর । তার বংশগত নাম আনাহিতা হাসেমজাদে । উচ্চতায় ২ ফুট ৫” । ওজন ২৭ কেজি । মডেলিং ছাড়া বাকী সময় সে তার বাবা মায়ের সাথে কাটায় । তার একটা ভিডিওতে দেখা গেছে সে বাদ্যযন্ত্র বাজাতে বেশ পছন্দ করে । দুঃখের বিষয় সে সুর করে বাজাতে জানে না । ৩ বছরের বাচ্চা যেমন হয় আরকি । ভ্রমন করতে সে ভীষণ পছন্দ করে এছাড়া সে এখনও ফিডার খায় । হাসলে তার দুই গালে অসাধারণ টোল পরে । তার চোখের রং নীলাভ ও চুল কোঁকড়ানো হালকা বাদামী । তার অসাধারণ হাসির মায়ায় পাগল হয়েছে বহু মানুষ । ছোট বেলা থেকে বেড়ে ওঠা এই ছোট্ট মেয়ের একটি ছবি ভাইরাল হয় ইনস্টাগ্রামে । তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি । মাত্র ৩ বছর বয়সেই সোসাল মিডিয়ার ভাইরাল হয় এই ছোট্ট ডিম্পল পরী । তবে এখন পর্যন্ত তার বাবা ও পরিবার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি । অনেকেই তাকে ভবিষ্যৎ বিশ্বসুন্দরী হিসেবে আখ্যা দিয়েছেন । ব্যাক্তিগত ভাবে আমিও তার বিরাট ফ্যান । না হয়ে উপায় কি ? তার হাসি দেখলেই অদ্ভুত মায়াজালে ফেঁসে যাবেন আপনিও । এছাড়া তার ইনস্টাগ্রাম থেকে পাওয়া কিছু ভিডিও গুলোতে তার অঙ্গভঙ্গি আর মিষ্টি কথা শুনলে সত্যি ফেঁসে যাবেন । যাইহোক আনাহিতার মা বছর খানেক আগে ইনস্টাগ্রামে তার সুন্দর একটি ছবি পোষ্ট করে । এবং তারপরেই প্রচুর লাইক ও কমেন্ট আসতে থাকে তার ছবিতে । পরবর্তীতে তার মা তার জন্য আলাদা একটি ইনস্টাগ্রাম প্রোফাইল খোলেন এবং খুব সল্প সময়ের মধ্যেই তার ফলোয়ার হাজার ছাড়িয়ে যায় কিন্তু,  ৮০ হাজার ফলোয়ার হওয়ার পর হটাৎ তার ইনস্টাগ্রাম একাউন্ট বন্ধ হয়ে যায় । বর্তমানে তার ইনস্টাগ্রাম ফলোয়ার ১ মিলিয়নের বেশী । সেখানে তার যোগাযোগ নম্বরটাও দেওয়া আছে । বর্তমানে সে একজন পিচ্চি মডেল স্টার । ইরানের ফ্যাশন জগতে সে এখন সুপার ডুপার হিট । বেশকিছু প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করছে সে । তবে সবগুলোই ইরানি প্রতিষ্ঠান । বিদেশী কোনো প্রতিষ্ঠানে কাজ করানোর সিদ্ধান্ত তার পরিবার এখনও নেয়নি । তো আজ এই পর্যন্তই । কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। পোস্টটি পড়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

 

আনাহিতা হাসেমজাদে

তার ইনস্টাগ্রাম প্রোফাইল লিংকঃ https://www.instagram.com/annahiita.hashemzadeh/

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.