পিটিসি ইনভেস্টমেন্ট সাইট থেকে সাবধান!!!

আসসালামুআলাইকু।বন্ধুরা,সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি যে বিষয়টি নিয়ে পোস্টটি লিখছি তা হলো অনলাইন পিটিসি ইনভেস্টমেন্ট আউটসোর্সিং সাইট সম্পর্ক। তেমরা যারা অনলাইনেেে সাথে যুক্ত আছো অনেকেই “পিটিসি” শব্দটি হয়তো শুনেছো। “পিটিসি” শব্দের অর্থহলো “পে-টু -ক্লিক”পিটিসি সাইটগুলোর এডমিনরা তাদের পরিচয় সাধারণত গোপন রাখে যাতে পরবর্তী সময়ে সাইট বন্ধ করে দিলেও যাতে তাদের কেউ ধরতে না পারে। আর এসব সাইটের এডমিনরা কোন তথ্যই তাদের সাইটে দেয় না;সম্পূর্ণ গোপন রাখে। বন্ধুরা আমার! তোমরা অনেকে পিটিসি সাইটে না বুঝেই টাকা ইনভেস্ট করে দাও বেশী টাকা আয় করার জন্য কিন্তু তোমরা হয়তো জানোনা যে পিটিসি সাইটে টাকা ইনভেস্ট করে খুব কম সংখ্যক মানুষই টাকা ইনকাম করতে পেরেছে তাও আবার তার পরিমান খুবই কম এবং কম সময়ের জন্য। তোমারা আরো জেনে অবাক হবে যে,পিটিসি সাইট গুলির শতকরা ৯০ ভাগ সাইটের স্বায়িত্ব গড়ে ৬ মাসেরও কম থাকে বা তার থেকেও কম!তাই আমি তোমাদের অনুরোধ করবো তোমরা অনলাইনে ইনকাম করো;কোন সমস্যা নেই কিন্তু পিটিসি সাইটে ইনভেস্ট করে বেশী লাভের আশায় নিজের সর্বস্ব হারিয়ো না। তোমাদের সচেতনতার জন্য এই পোস্টটি লিখলাম যাতে তোমরা আউটসোর্সিংয়ের নামে প্রতারণার ফাঁদ থেকে নিজেদের রক্ষা করতে পারবে। পিটিসি সাইটের নামে এখন রমরমা ব্যবস্যা চালিয়ে যাচ্ছে কিছু অসৎ প্রকৃতির মানুষ। আর সাধারন মানুষ তাদের প্রতারণায় পা দিচ্ছ। পিটিসি সাইটে মূলত তারাই বেশী আগ্রহী যারা আউটসোর্সিং এর ভূত মাথায় চেপে বসেছে!পিটিসি সাইটগুলি আপনাকে যে কারনে পারিশ্রমিক দিবে তা স্পষ্ট করে কোথায় উল্লেখ নেই বা থাকে না। যদিও তারা বলে বেড়ায় যে পিটিসি ক্লিক করার মাধ্যমে অর্থাৎ বিজ্ঞাপন দেখার বিনিময়ে অর্থ প্রদান করে কিন্তু প্রকৃত অর্থে এসব সামান্য কিছু বিজ্ঞাপন দেখার বিনিময়েে মোটা অংকের অর্থ প্রদান লোক দেখানো ছাড়া আর কিছু নয়। তাই সবাইকে আহবান করবো এসব পিটিসি সাইটকে সবাই বর্জন করো।
পরিশেষে আমার পাঠকদের বলবো, জনসচেতনতা জন্য আমার এই পোস্টটি বেশী বেশী শেয়ার করে বন্ধুদের সতর্ক করে দাও। ধন্যবাদ ধৈর্য্যধরে পোস্টটি পড়ার জন্য।
লেখক-
মোঃজিল্লুর রহমান
জাককানইবি

Related Posts

13 Comments

    1. Neobux amr jana mote mutamuti valoi,12 years agey established hoice but scam adviser er report anujayi ai site er trust core khubi kom!tay invest korar agey valokore jachay bachay kore niben.donnobad

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.