Cheap price backlink from grathor: info@grathor.com

পায়ের হালচাল (যত্ন)

সারাদিন পা দু খানির উপর কম ধকল সইতে হয় না।

Marketing

যত্নের অভাবে দিন দিন তা রুক্ষ হয়ে যায়। ঘরে বসেই সহজ ভাবে পেডিকিওর করা সম্ভব
সময় -৪০ মিনিট😇
১.প্রথমে হাল্কা কুসুম গরম পানিতে, লবন, লেবু দিয়ে পা দুটি কে ১০ মিনিট ভিজাবেন।
২.বাজারে কিনতে পাওয়া ঝামা দিয়ে পায়ের মরাকোষ তুলে ফেলবেন।
৩.কফি ১ চামচ+২ চা চামচ চিনি+১ চামচ মধু+১ চামচ লেবু দিয়ে বানানো এই জিনিস টি ভালো মত ১০ মিনিট মাসাজ করবেন।
৪.একটা ভেজা তোয়ালে দিয়ে মুছে এবার ২ চামচ নারিকেল তেল+১ চামচ লেবুর রস দিয়ে মাসাজ করবেন ১০ মিনিট।
৫.ভেজা কাপড় দিয়ে মুছে এবার ২ চামচ বেসন ২ চামচ দই +১ চামচ লেবুর রস দিয়ে ১০ মিনিট মেখে ধুয়ে ফেলবেন।

শেষে যেকোন লোশন লাগাবেন।
মাসে একবার করলেও ফিরে পাবেন আপনার সুন্দর পা খানি❤

পায়ের যত্ন

Related Posts

6 Comments

  1. https://grathor.com/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-cookies-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%a4/

Leave a Reply