আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই! আশা করছি বেশ ভালো থাকবেন। চলে আসলাম আবারও নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে। পারিবারিক সম্পর্ক নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা – আমাদের আজকের আর্টিকেলটা মূলত পারিবারিক সম্পর্ক নিয়ে। আমাদের পরিবারের প্রত্যেককে নিয়ে আমরা সবসময় সুখে শান্তিতে থাকতে চাই। পরিবারের সাথে আমাদের সম্পর্কটা যে এতটা মধুর সেটা কি নতুন করে বলার অপেক্ষা রাখে?
প্রত্যেকের নিজস্ব একটি পরিবার থাকে, এবং প্রত্যেক পরিবারের গল্পের সাথে হাসি, ঠাট্টা, কান্না, রাগ, অভিমান যুক্ত থাকে। কিন্তু দিনশেষে আমরা আমাদের পরিবার নিয়ে অনেক আনন্দিত থাকি। সকলে সকলের পরিবারকে অনেক ভালোবেসে থাকি। তবে চলুন পরিবারের সম্পর্ক নিয়ে কয়েকটি উক্তি শুনে নেওয়া যাক।
পরিবারের সম্পর্ক নিয়ে উক্তি:
১. পৃথিবীতে পরিবারের ভালোবাসার বন্ধনের মত অন্য কোনো বিকল্প ভালোবাসার বন্ধন হয়তো আপনি খুঁজে পাবেন না। তাই যার করছে একটি সুন্দর পরিবার আছে তার কাছে স্বর্গের মতই সুখ আছে।
২. পরিবার নামক সুন্দর সম্পর্ক যতটা সুন্দর, সেটিকে টিকিয়ে রাখা ততটাই কঠিন কাজ। তবে পরিবারের সবাই চাইলে একটি পরিবারকে সর্বোচ্চ সুখের শেখরে নিয়ে যেতে পারে। এতে পুরো পরিবার অনেক সুখী থাকবে।
৩. বিশ্বের অনেক ধরনের সম্পর্ক রয়েছে, যার মধ্যে একটি যদি প্রেম/ভালোবাসা হয় তবে নিঃসন্দেহে অপরটি হচ্ছে পরিবারের সম্পর্ক। পরিবারের সম্পর্ক বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক।
৪. বাহিরে পেট ভরে খাওয়ার চেয়ে পরিবারের সাথে না খেয়ে থাকার মধ্যেও এক ধরনের শান্তি রয়েছে!
৫. আমরা অনেকে সুখ শান্তি খোঁজার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করি, কিন্তু একটু খুঁজে দেখলে বুঝতে পারবেন সুখ আপনার আসে পাশের কোথাও রয়েছে। আর সে কোথাও টা হচ্ছে আপনার পরিবার।
পরিবারের সম্পর্ক নিয়ে কয়েকটি স্ট্যাটাস:
১. পরিবার হচ্ছে আমাদের জীবনের সবথেকে প্রধান একটি ধাপ, এই ধাপ আমাদের জীবনে চলার পথে সাপোর্ট করে সবসময়।
২. পরিবারের সম্পর্ক মানে হলো আমাদের জীবনে চলার পথে সব বাধাকে প্রতিহত করার শক্তি।
৩. পরিবার আপনাকে সামনে থেকে শক্তি না জোগালেও, আপনার পিছন থেকে সবসময় আপনাকে সামনে এগোনোর শক্তি জোগাবে।
৪. একটি পরিবারে হাজারো রাগ, অভিমান ঝগড়া হতেই পারে,কিন্তু দিনশেষে সবাই আবার এক সুতোয় বাঁধা।
৫. যার একটু সুন্দর পরিবার আছে তার জীবনে অনেক কিছু আছে।
পরিবার নিয়ে ছোট কবিতা:
কবিতাঃ পরিবার মানে সবকিছু
বিশ্বের অদ্ভুত এক সম্পর্ক
যে সম্পর্কে আছে রাগ, অভিমান
যে সম্পর্কে আচ্ছা ঠাট্টা, তামাশা
সেটাই তো পরিবারের সম্পর্ক!
পরিবার মানে সৃষ্টিকর্তার দেওয়া স্বর্গ,
পরিবার মানে সুখ শান্তি,
পরিবার মানেই সবকিছু!
মূলভাবঃ কবিতাটিতে মূল ভাব হিসেবে বোঝানো হয়েছে পরিবারের গুরুত্ব। আমাদের জীবনে পরিবারের গুরুত্ব কেমন, পরিবারের মানে কি, পরিবার মানেই যে সবকিছু সে সমস্ত কিছু এই কয়েকটি লাইনে ফুটিয়ে তোলা হয়েছে।
এই ছিল মূলত আজকের আর্টিকেলটা, ভালো লাগলে শেয়ার করতে পারেন, আলাহ হাফেজ। এ ধরনের আর্টিকেল আরও পড়তে আমার প্রোফাইল: https://grathor.com/user/shuvo017/?profiletab=posts । Grathor ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/grathor.official/

Valoy
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
Please support me🙂
Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q
Facebook page:
https://www.facebook.com/107324621876693/posts/113049517970870/?app=fbl
Gd
Ok
Nice 🙂
H
nice
gd
Nice 😱