নোবিয়া রেড ম্যাজিক পাইব জী রিভিউ। কি আছে এই ফোনে?? কেন এই রকম এই ফোন?

গত মার্চ মাসের ১৯ তারিখে প্রকাশিত হয়েছিল রেড ম্যাজিক পাইব জী এর নোবিয়া নামক একটি স্মার্টফোন। আমি ওয়াসিফ আজকে আপনাদেরকে বলবো এর সবিস্তার বিবরণ।

নোবিয়াকে সামনে পিছনে দুই দিকেই রক্ষা করছে গোরিলা গ্লাস, তবে কোনটি ব্যবহার করা হয়েছে তা বলা হয় নি। এর ফ্রেম তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে যা খুবই শক্ত একটি ফ্রেম। আমার মতে এর ডিজাইনে একে ১০ এ ১০ দেওয়া যায়।

প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কয়ালকাম স্নেপড্রগন ৮৬৫, যা গেমিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোকে খুব সুন্দর মত চালাতে পারবে।এর মোট ৮টি কোর আছে।
১ম কোরের স্পিড হচ্ছে ২.৮৪ গিগাহার্জ
পরের ৩টি কোরের স্পিড হচ্ছে ২.৪২ গিগাহার্জ
এবং শেষের ৪টি কোরের স্পিড হচ্ছে ১.৮ গিগাহার্জ ও এই সব গুলাই “ক্রাইও ৫৮৫” সাথে চলবে। এর জিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে “অ্যাড্রিনো ৬৫০”।  এর সাথেই আছে “অ্যান্ড্রয়েড ১০” এর সাপোর্ট যা চলবে “রেডম্যাজিক ৩.০” উপর বেস করে।

নোবিয়াতে ডিসপ্লে দেওয়া হয়েছে “অ্যামোলেড ডিসপ্লে” যার আকার হচ্ছে ৬.৬৫ ইঞ্চি এবং এর রিফ্রেশ রেড দেওয়া হয়েছে ১৪৪ হার্জ যা অন্যান্য ফোনের তুলনায় অনেক বেশি,তবে সেটিং এ গিয়ে মনের মত বা কম হার্জ সেট করা যায়। এই ডিসপ্লেতে যেকোন ভিডিও ১০৮০পি তে দেখা যাবে।

নোবিয়াতে মোট ৩টি ক্যামেরা রয়েছে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হচ্ছে ৬৪ মেগাপিক্সেল এবং একটি  ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও একটা ২ মেগাপিক্সেলের ডেপসেনসর দেওয়া আছে।

নোবিয়াতে নন-রিমুভাল ৪৫০০ এমএইচ ব্যাটারি আছে, যা একবার চার্জে সারা দিন ও রাত চলে যাবে (শুধু গেম খালা বাদে। গেম প্লেইং করলে সারা দিন পাড় হয়ে যাবে কিন্তু দিন শেষে সামান্য একটু চার্জ দিতে হবে)। বাক্সের সাথেই থাকছে ৫৫ ওয়াড্রের একটি ফাস্ট চার্জার। এটি দিয়ে আপনি ১৫ মিনিটে ৫৬% চার্জ করতে পারবেন আর ফুল চার্জ হতে ৪০ মিনিটের সামান্য কিছু সময় লাগতে পারে।

নোবিয়ার সবচেয়ে হাইলাইট বিষয় হচ্ছে এই ফোনের মধ্যে আস্ত একটি ফ্যান রাখা হয়েছে যা ফোনের প্রসেসরটাকে ঠান্ডা রাখে। তবে চিন্তার কোন বিষয় নেই এখানে সাধারণ ফোনের মতই এর তাপমাত্রা থাকে শুধু এর পারফোরমেন্স যাতে কম না হয় সেসিকে লক্ষ করার জন্যই এই কাজ করা হয়েছে। রেড ম্যাজিক পাইব জী এর কোম্পানিরা দাবি করছে যে এই ফ্যান তাদের ফোনের যে কোন তাপমাত্রা থেকে ১৩° সে. তাপমাত্রা রাখতে পারে। সুতরাং যারা লং টাইম গেম খেলার জন্য এটা নেওয়ার চিন্তা করছেন তাদের এই বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না।

এখানে গেম খেলার জন্য আছে নানা ধরনের ফিচার যেমন গেম রুম,টিগ্রা,প্রসেসর কুলিন ফ্যান ভালো ফলাফল পাওয়ার জন্য ইত্যাদি।

এখানে আরও রয়েছে পিসি কনট্রলার। যা কানেক্ট করে কম্পিউটার বিভিন্ন কাজ করতে পারবেন।

এই ফোনটিতে প্রয়োজনীয় সব সেন্সর আছে এবং হেটফোন জেক ও রয়েছে।

নোবিয়া রেড ম্যাজিক পাইব জী এর দাম ৫০০০০ হাজার টাকা।

Related Posts

25 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.