নষ্ট মেমোরি ঠিক করার উপায়।

হেলো বন্ধরা,সবাইকে ধন্যবাদ।

মেমরি মানে হলো স্মৃতি, মেমরি সাপোর্ট হচ্ছে না,
এটা এক রকম ঝামেলা বললে চলে।
কেনো না আমাদের প্রত্যেকের মেমরি তে
গান ভিডিও অডিও ফটো অনেক রকমের
গুরুত্ব পূর্ণ্য ডাটা সেভ রাখি।
হঠাৎ করে যদি মেমোরি আর শো না হয়
তখন অনেক সমস্যা তে পড়তে হয়।
নষ্ট মেমরি ঠিক কারার
বর্তমান ইউটিউব অনেক রকমের ভিডিও
আমরা দেখতে পাই। অনেক জনকে অনেক ভাবে
মেমোরি ঠিক করতে দেখা যায়। তবে আজ আমরা জানবো কি করে কম্পিউটারের মাধ্যমে মেমরি ফুল ফরমেট করে নতুন ভাবে স্থাপন করা যায়।
আজকের যুগে মেমরি কার্ড একটি
গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও
জীবনের স্মৃতি চিহ্নিত কিছু
ছবি আমরা আমদের মোবাইলের
মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য
আদান প্রদান করার সময় ফোনের
মেমোরি কার্ড
হঠাৎ খুলে নেওয়া হলে। বা কোনো ভাবে সংযোগ
বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত
হয়ে অকেজো হয়ে যায়।
ফলে আপনি পরেন মহাবিপাকে।
অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে, আপনি হতাশায় ভোগেন।
নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড
সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত
অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব।
এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:
মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড)
পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকে রিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।আর এ জন্য যা করতে হবে আপনাকে।

প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন।খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট (cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ড প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে mহচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।
কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid filesystem দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File
system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ
ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।

সবাইকে ধন্যবাদ।

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.