নতুন বছর আর ভালোবাসা নিয়ে কবিতা লিখলাম

নতুন বছর
রুহি আক্তার

নতুন বছরের নতুন দিন
নতুনকে স্বাগতম
সমস্ত পুরানো দুঃখ ভুলে যান
নতুন ফিরে আসুন
শুভ দিন
কারণ আজ নতুন বছরের প্রথম দিন
শুভ নববর্ষ 2022

বৈশাখ

এসো হে বৈশাখ
এসো এসো
পুরোনোকে ভুলে
নতুন কে দেও তুলে
রঙে রঙে জীবনটাকে সাজিয়ে
দুঃখ কষ্ট দেও সব ভুলিয়ে
সুখের সাত রঙে জড়িয়ে
সবাইকে ভালোবাসার বন্ধনে ভরিয়ে
এসো হে বৈশাখ
এসো এসো
বৈশাখ এসো হে।

বসন্ত

কি সুন্দর বসন্ত,
চারিদিকে ফুলের অনন্ত,
বসন্তের পড়ন্ত বিকেলে,
মিষ্টি হাওয়া ভেসে আসে।
মনটা ভরে যায় ফুলের সুবাসে,
বসন্তে ভরে যায়
ফুলের বাগান
ভরা থাকে গেছে ফলের সমাহার ।
পড়ন্ত বিকেলে ভিড় জমে যায়,
আম গাছের নিচে ,
আম খেতে খেতে মনটা ভরে যায়।
বসন্ত হৃদয়ে দোলা দিয়ে যায় ।
বসন্ত এসে গেছে ,
ফুলে ফুলে ভরে গেছে।
বসন্তের কোকিল ডাকা শুরু করেছে।
কুহু ডাকে মনে সুখ লাগে।
পড়ন্ত বিকেলের হাওয়া গায়ে লেগেছে।
বসন্ত এসে গেছে।
মনটা ভরে গেছে ।
বেলি ফুলের সুবাসে।
এসে গেছে।
এসে গেছে।
বসন্ত এসেছে।

বন্ধু
বন্ধু তোমায় নিয়ে

যাব হারিয়ে
এমন এক দেশে
ভরা থাকবে যেখানে
হাসিখুশিতে
দুঃখ থাকবে না সেখানে
সুখে ভরা থাকবে সবখানে
চলনা যাই সেখানে
পুরনো স্মৃতিগুলোকে ভুলে
নতুন স্বপ্নের আশায় জীবনটাকে সাজিয়ে
চলনা বন্ধু যাই
তোমায় নিয়ে
দূরে কোথাও হারিয়ে।

বন্ধন

বন্ধুত্বের বন্ধন
মুছবে না ততক্ষণ
আমি থাকবো
যতক্ষণ
বন্ধু তোমায় করেছি আপন
তোমার সুখ দুঃখে পাশে থাকবো
তোমায় কষ্ট পেতে না দেবো
আমি তোমার সাথেই থাকবো
একবার বিশ্বাস করে দেখো
হাতে হাত রাখো
আমি তোমারি আছি
তোমারি থাকবো।

ভালোবাসা

ভালোবাসি খুব তোমাকে
যতন করে রাখবো এ বুকে
যাবনা দূরে তোমায় ছেড়ে
আগলে রাখবো হৃদয়ে
সুখ দুঃখের সাথী হয়ে
রইবো তোমার পাশে
ভালোবাসায় ভরিয়ে রাখবো
হৃদয়ের গহীনে লুকিয়ে রাখবো
আমি তোমায় অনেক ভালোবাসবো।

 সাথী

সাথী হয়ে থেকো তুমি
আমার এই মনে
ভালোবাসার পরশ দিয়ে
রাখবো যতন করে
ফুলে ফুলে সাজিয়ে দিবো
তোমার জীবন
তুমি শুধু বন্ধু
দিয়ো আমায়
সুন্দর একটা মন।

তুমি বোঝনা

তুমি বোঝোনা
সারাটাদিন তোমায় কতটা মিস করি
তুমি বোঝোনা
তোমার জন্য কত স্বপ্ন
এই হৃদয়ে বুনেছি
তুমি জানোনা
কতটা কষ্ট লাগে তোমার জন্য
তুমি মাননা ভালোবেসে তোমাকে
হয়েছি ধন্য
তুমি বোঝোনা তোমাকে ছাড়া
থাকতে পারিনা
সব কথা মুখে বলা যায়না
কিছু কথা বুঝে নিতে হয়
তা জানোনা?????
ইসলামিক কবিতা লিখলাম আপনাদের জন্য
ভালোবাসা ও বন্ধুত্বের কবিতা লিখলাম

কিছু আবেগ
,কিছু বাস্তবতা
,কিছু স্বপ্ন,
কিছু বিশ্বাস,
এইগুলো নিয়েই তৈরি হয় ভালোবাসা।

Related Posts

28 Comments

  1. বেশিরভাগ গুলোকেই আমার কবিতা মনে না হয়ে ছন্দের ছড়া মনে হয়েছে ।

    তবে ভালো প্রয়াস । শুভ কামনা ।

  2. বসন্ত এসে গেছে।
    মনটা ভরে গেছে ।
    বেলি ফুলের সুবাসে।

    ….আহ! সত্যিই মনটা ভরে গেলো। ধন্যবাদ।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.