দে-জা-ভ্যু -এক বিস্ময়কর অনুভূতির নাম

অদ্ভুত অদ্ভুত অদ্ভুত অদ্ভুত!!!  হাজারবার অদ্ভুত বললেও কম হবে। কেননা জিনিসটা এমন ই অদ্ভুত হবার মতো। এমন কাউকে পাবেন না যে কিনা দে-জা-ভ্যু সম্পর্কে শুনে অবাক হয়ে বলে নি “অদ্ভুত তো!!”আবার অনেকে বলেন তাদের জীবনে এমন অদ্ভুত ঘটনা খুব কম ই ঘটেছে। আমার সাথেও যতবার এমন হয়েছে ততবার ই আমি অবাক হয়েছি। এমন অদ্ভুত একটি বিষয় আমাকে অনেক ভাবায়। মনের মধ্যে প্রশ্ন জাগে কেনো এমন হয়!  দে-জা-ভ্যু আমাদের সবার জীবনে কমবেশি হয়েছে। আপনি খুব কম মানুষ খুজে পাবেন যারা জীবনে দে-জা-ভ্যু নামক এমন অদ্ভুত একটি বিষয়ের মুখোমুখি হয় নি। কিন্তু অনেকের মতো আমিও এর কুলকিনারা খুঁজে পেলাম না কেনো এমন হয় ❓❓❓

দে-জা-ভ্যু  যার মানে হলো ইতিমধ্যে দেখা। ধরুন আপনি একটা কাজ খুব মনযোগ দিয়ে করছেন। হঠাৎ আপনার মনে হলো ” আরেহ এ কাজটি তো আমি আগেও করেছিলাম! কিন্তু আমার তো আগে কাজটা করার কথা না বা করিনি…” এবার শুরু হলো আসল কাজ ফেলে এটা নিয়ে ভাবা।তারপর অনেক ভাবা!  কুলকিনারা কিন্তু আপনি পাবেন না। কারণ যতই ভাববেন ততই বিষয়টা আপনার কাছে আরও জটিল হতে থাকবে…  পরে হয়তো ফেসবুক অথবা টুইটারে ক্রল করতে করতে দেখলেন না আপনার মতো অনেকেই এ ধরনের পরিস্থিতিতে পড়েছে। এবং বিষয়টা দে-জা-ভ্যু। নাম যেমন অদ্ভুত, জিনিসটাও তেমন অদ্ভুত…

বিজ্ঞানীরা অবশ্য কারণ হিসেবে অনেক কিছুই নিয়ে এসেছে। একদল বিজ্ঞানী বলতে চাইছেন দে-জা-ভ্যু  হওয়ার কারণ স্বপ্ন। আমরা স্বপ্নে যা দেখি তা যদি কখনো বাস্তব হয় তবে দে-জা-ভ্যু হচ্ছে। কিন্তু কথা হলো, আমার যতদুর মনে পড়ে আমি কখনো স্বপ্নে কিছু দেখলে তা বাস্তবেও হয়েছে। আমার ক্ষেত্রে এ যুক্তি খাটলো না। আরেকদল বলতে চাইছেন যে দে-জা-ভ্যু হওয়ার কারণ হলো মানসিক অসুস্থতা। তাই বলে আমরা সবাই কি মানসিকভাবে অসুস্থ!!  দে-জা-ভ্যু কিন্তু বেশিরভাগ মানুষ ই অনুভব করেছে। তো আপনি কয়জনকে বলবেন যে এটা তার মানসিক অসুস্থতার লক্ষ্মণ!  আবার অনেকে এখানে প্যারালাল ইউনিভার্স কে নিয়ে আনছেন। এখন এর সত্য মিথ্যা কতদুর বলতে পারছি না। আবার কিছু লোক দে-জা-ভ্যু র কে  মস্তিষ্কের খেলা বলতে চাইছেন। এখন আমার প্রশ্ন হলো আমাদের মস্তিষ্ক কেনো এমন আচরণ করবে যার সাথে আমাদের আগে কখনো সংযোগ ছিলো না!! এমন নানা প্রশ্নের ভিড়ে আসল কারণ কিন্তু অজানাই থেকে যায়। রহস্য রহস্যয় থেকে যায়৷ দিনশেষে কেন র কোনো উত্তর পাওয়া যায় না…

দে-জা-ভ্যু তাই আমার কাছে এক অদ্ভুত এবং অবাক করার মতো বিষয়।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.