দেখুন কিভাবে আপনি আপনার ফেসবুকের Add friend বাটন সরিয়ে ফেলবেন। মাত্র 1 মিনিটে।

আজকে আমি আপনাদের বলব আপনাদের যে ফেসবুক একাউন্ট সেই ফেসবুক একাউন্টে আপনাকে কেউ আর ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না এই সিস্টেমটা আজকে আমি আপনাদের দেখাবো।

মানের সোজাসুজি বলতে গেলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন রিমুভ হয়ে যাবে আবারও আপনি চাইলে ফেরত আনতে পারবেন।

আপনার নিজের ইচ্ছায় তাই পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।

তো বন্ধুরা, সর্বপ্রথম এটি করতে হলে আপনাদের ফেসবুকের অরিজিনাল অ্যাপ্লিকেশন লাগবে ফেসবুক লাইট দিয়ে নাও হতে পারে।

তো বন্ধুরা, ফেসবুক এর অরিজিনাল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

অ্যাপ্লিকেশনের ডাউনলোড করার পর ওপেন করে আপনার একাউন্টে লগইন করুন।

তারপর থেকে দেখতে পারবেন ৩ দাক দেওয়া অপশন আছে একদম কোনায় সেই অপশনের ওপর ক্লিক করে দিবেন। তারপর নিচে যাবেন।

দেখবেন settings & privacy নামক একটি অপশন আছে সেটার উপর ক্লিক করে দিয়ে privacy shoortcuts অপশন এর উপর ক্লিক করবেন। তারপর see more parivacy settings অপশনে ক্লিক করে দিবেন।
তারপর একটু নিচে যাবেন দেখবেন who can send you friend requsts এই অপশনটি আছে এই অপশনের ওপর ক্লিক করে দিবেন।

তারপর অপশন এর ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে এটি Everyone করা আছে সেখান থেকে আপনি Friends of friend করে দিন তাহলে দেখতে পারবেন যে আপনাকে আর কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট দিতে পারবে না।

শুধু তারাই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বাটনটি দেখতে পারবে যারা আপনার ফেসবুক ফ্রেন্ড।

আবার ফ্রেন্ড রিকোয়েস্ট বাটনটি অন করতে চাইলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশন থেকে এভরিওয়ান করে দিন।

তাহলে আবারও ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন সবার সামনে শো করবে।

কোন কিছু বুঝতে সমস্যা হলে নিচের ছবিগুলো লক্ষ্য করুন ↓↓↓

এভাবেই মূলত আপনি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বন্ধ করবেন।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আসসালামুয়ালাইকুম।

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.