দু’টি কবিতার একটি শিরোনাম-আমি একদিন চলে যাব তোমার জন্য

১!! আমি একদিন চলে যাব

আমিও একদিন চলে যাব,
একদম ঘুমিয়ে যাব।
না কোনাে অভিমান নয়!
কারও প্রতি কোনাে অভিযােগ নয়,
রাগ কিংবা প্রতিশােধ নয়।

আমি একদিন এমনিতেই টুপ করে ঝরে পড়ব,
ঝরে পড়ব পৌষের শিশির ফোঁটার মতাে।
ঝরে পড়ে মিইয়ে যাব,
মিইয়ে যাব মাটির শরীরে আর ধুলােয়, ধোঁয়ায়।

আমার নামের পাশে আর সবুজ বাতি জ্বলবে না,
আমার শেষ নিঃশ্বাসের সাথে বন্ধ হয়ে যাবে;
আমার সকল চৈতন্যের কোলাহল।
আমার কবিতারা ঠিক আমার মতাে করেই রাত জাগবে,
আমার গল্পেরা হয়তােবা বইয়ের পাতায় ঘুমিয়ে থাকবে অনন্তের অবহেলায়।
আমার লেখা উপন্যাসের পাণ্ডুলিপিতে,
কেউ কেউ হয়তাে খুব বেশি খুঁজে পাবে নিজেকে
কেউ হয়তােবা খুব করে খুঁজবে আমায়!

তােমাদের কোলাহলের শহরে আমার আর ফেরা হবে না,
নেয়া হবে না আর কোনাে অশুদ্ধ বিশুদ্ধ ভালােবাসার হিসেব নিকেশ।
আমার লেখার শরীরে নতুন নতুন সুর বসবে;
প্রতিনিয়ত আবৃত্তি হতে থাকবে আমার কাব্য প্রণয়ের উপাখ্যান।

কেবল আমিই থাকব না,
কে কাকে হিংসে করল;
কে কতটা বেঈমানী করল।
কে কে কথা দিয়ে কথার খেলাপ করল,
কে কার সাথে মুখােশ প্রেমে মত্ত হলাে।
আমার আর তা দেখা হবে না,
আমার আর কারও ভণ্ডামি কিংবা দ্বিমুখিতা নিয়ে,
কারও মিথ্যে, ভান, ভনিতা নিয়ে
অযথা আর স্টেটাস দিতে হবে না।
সমাজ, সভ্যতা আর কু-সংস্কৃতির বদলের জন্য,
মানুষকে আর মানুষ হতে বলব না।
আমিই যে আর থাকব না,
থাকবে না আমার শব্দের বালিহাঁস কিংবা অনুভূতির জলােচ্ছ্বাস।

থাকবে না আমার নতুন কোনাে,
ইহজাগতিক দর্শন কিংবা প্রেম।
আমার বিশ্বাস ঠোঁটে নিয়ে উড়ে যাবে না,
আর কোনাে পরিযায়ী প্রণয়!
চাইতে আসব না কারও কোনাে প্রতিশ্রুতির বরখেলাপের হিসেব।
থাকবে না কোনাে ভুল চুক কোনাে প্রহসন তােমার।
শুধু আমার বেহিসাবি ভালােবাসারা থেকে যাবে,
থেকে যাবে আমার কবিতার সহস্র কোটি কোলাহল।
থেকে যাবে তােমাদের হৃদপুরের গহিন গােপন অনুভবে,
আমি নামের কান্নার এক খরস্রোত!
আমি একদিন ঠিক চলেই যাব,
চলেই যাব ফিরে না আসবার পাকাপােক্ত অজুহাতে।

২!! তােমার জন্য

তােমার জন্য ইচ্ছে সাগর
হেসে হেসে দিলাম পাড়ি,
তােমার জন্য আলসে দুপুর
মেঘের সাথে কঠিন আড়ি।
তােমার জন্য একলা পাড়ায়
কলম হাতে কাব্য লেখা,
তােমার জন্য খুব সকালে
ও দু’চোখে সূর্য দেখা।
তােমার জন্য সাজিয়ে রাখি
বুক পকেটে স্বপ্ন ঘুড়ি,
তােমার জন্য অনল জ্বেলে
বিষাদ এলে ভীষণ পুড়ি।

তােমার জন্য রাত্রি যাপন
ঘুম পাড়াতে নিলাম ছুটি,
তােমার জন্য গল্প পড়ে
গাছের ডালে কপােত দু’টি।
তােমার জন্য অসময়ে
ডুব দিয়েছি প্রেমের পুকুর,
তােমার জন্য আতংকিত
পায়ে বাজলাে হিরের নূপুর।
তােমার জন্য ইচ্ছে ঘরে
সন্ধ্যে হলেই আবেগ মাখি
তোমার জন্য স্বপ্ন মাথায়
হাত বুলিয়ে আদর রাখি।
তােমার জন্য এলােমেলাে
বাম বুকের স্বপ্নগুলি,
তােমার জন্য সখের মেলা
তুমুল হেসে বেদন ভুলি।

তােমার জন্য বুকে গাঁথা
আবােল তাবােল কথার মালা,
তােমার জন্য অশেষ মায়া
দূর গড়ালেই অসীম জ্বালা।

Related Posts

27 Comments

    1. কবিতা দু’টি অসাধারণ পরিশীলিতভাবে লেখা। খুবই পরিণত ও ছন্দবদ্ধ। দু’একটি শব্দ যেমনঃ দ্বিতীয় কবিতার শেষে ‘বেদন’ বা ‘অসীম’ ইত্যাদি রাবীন্দ্রিক শব্দ পরিহার করাই সমীচীন। সব মিলিয়ে ছন্দময় কবিতা দু’টি ভাব-ভাষায় দারুণ ভালো লেগেছে। এজন্য কবিতা দু’টির কবিকে অনেক অনেক শুভেচ্ছা।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.