দুঃখ নিয়ে লেখা, দুলাইন কবিতা!

দুদিনের জীবনে, দু লাইনের কবিতা, টা ,

বড় বেশি বিলাসীতা।
তবুও ছোট্ট জীবনে ছোট কিছু ইচ্ছা অধিকার না হয় আদায় করে নিলাম
আমাদের কথাগুলো শুধু বাতাসে ভেসে বেড়ায়,
আশা দিয়ে নিরাশা , আমাদের দৈনন্দিন প্রাপ্যতা
শুকনো মুখে বাড়ি ফিরে আসা আমাদের পুরনো স্বভাব।

আমাদের আশেপাশের মানুষগুলো, কাছের মানুষ হিসেবে পরিচিত হলেও, মনের মিল এর বড় অভাব।
দু চোখের পানিগুলো আমাদের শুধু চোখের পানি, এ কান্নায় কোন লাইক ও কমেন্ট সয়না।
পুরনো দু-তিন বছর আগের, সোয়েটার কিংবা জ্যাকেটেই, পার হবে 2022 সাল।
ব্যাংকের হিসেবটা আমাদের মোবাইল ফোনেই বন্দি, সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ দিতে, আমাদের দুবার ভাবতে হয়।

বিদেশি ফোনের শখ, আমাদের বড় বেশি বেয়াদব করে তোলে
বাজারে, সবার পরের জিনিসটাই আমাদের কাছে মেসি সুস্বাদু লাগে।
তবুও জীবনটাকে কেন সুখি সুখি মনে হয়, হয়তো এটাও আমাদের একটি খারাপ স্বভাব।
প্রেমের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি আমরা, আমাদের পত্র গুলো কখনো পড়া হয়না।
বাংলাদেশের বুকে তাকালে, আমরা শুধু দেখতে পাই নদীয়ার নৌকা।

আমাদের কাছে, আসাম, বিউটিফুল, লুকিং নাইস এ শব্দগুলো শত্রুর মতো মনে হয়।
ফেসবুকের পোস্টে লাইক আর কমেন্ট দেখলে মনে হয়, আসলেই আমরা খুব ছোট মানুষ।
লাল-নীল ঝলকানি, আর,নিত্যনতুন ক্যাপশনের আড়ালে, আমরা কেন বড় অসহায়।
ভিতরে ভিতরে পরিমণ্ডলেও পরিচিতি লাভ, আমাদের শুধু স্বপ্ন।

ক্লাসে তিন নম্বর ছেলেটাও, বিরক্ত হয়ে যায় ভালোবাসার কথা শুনে।
আমাদের কাছে ভালোবাসাটা অপরাধের চেয়ে কোন অংশে কম নয়। অল্প বয়সে জেল , জরিমানা, আগের চিন্তিত জীবনকে আরো চিন্তা ময় করে তুলে।
প্রথম যেদিন, সাহস করে তুলে ধরেছিলাম সদ্য ফোটা ফুল, সেদিনই খুঁজেছি, বাঁচার জন্য করেছি আকুল।
ফাস্টফুড বলতে, আমরা বুঝি শুধু ভাপা পিঠা, আর দু চারটা চিতই পিঠা।

রেস্টুরেন্টে বসতে আমাদের সাহসে কুলায় না, এজন্যই আমরা দুঃখে, আর ব্যতীত ভাবে জীবন কাটাই না।
দু চাকার যানবাহন , বলতে,আমরা শুধু ভ্যান রিক্সা কেই এগিয়ে রাখি।
মোটরসাইকেল আমাদের স্বপ্ন। বড় স্বাদ আর আহ্লাদের বস্তু। তবুও সেই টেস্ট কখনো পাই না, কারণ ওগুলো আমাদের স্বপ্ন।
নদীর পাড়ের সৌন্দর্য দেখাই, আমাদের জন্য উন্মুক্ত বৈচিত্রতা। টিকিট কেটে, দেখার ভাগ্য আমাদের মত মানুষের নেই।

তবুও শত দুঃখের মাঝে আমরা সুখী, কেন সুখি তাও জানিনা।
পবিত্র আত্মা আর সস্তা দেহ নিয়ে, ভালোবাসা খোঁজার নাম ব্যাক্কল নাম্বার ওয়ান।
তবুও মাঝে মাঝে ভালবাসার নেশা জাগে, মনে হয় এই বুঝি আমি তাকে ছুঁতে পারব।
পূর্ণিমার চাঁদ আর রাতের আকাশ আমাদের কাছে 1 অনবদ্য অডিটোরিয়াম।

সেখানে টিকিট কাটা লাগেনা, কারণ বিধাতা আমাদের জন্য সেটা উন্মুক্ত করে দিয়েছেন।
আর এই জন্যই বোধহয় আমরা সবচেয়ে বেশি সুখী। কারণ আমরা সুখের মাঝে থেকেও নিজেকে দুঃখী ভাবতে অব্যস্থ হয়ে গেছি।
আমাদের কাছে ভালোবাসাটা পাপ। অন্যদের মতো ভালোবাসা নিয়ে কবিতা লেখার যোগ্যতা আমাদের নেই,
আমাদের কাছে ভালোবাসা মানে শুধু দুঃখের কবিতা।

বাকি জীবনটা আমি দুঃখেই কাটাতে চাই! কারণ জন্য কোন পয়সা লাগেনা/
পেঁয়াজের দাম হল লবণের দাম আমাদের কাছে পত্রিকার শিরোনাম।
তবুও আমরা সুখী
কারণ দুঃখ আমাদের বন্ধু, আর সুখ আমাদের স্বপ্ন।
যেটা স্বপ্ন সেটাই আমাদের ভালোবাসা।

দু লাইনের চারটি দুঃখের কথা, আমি জানি, অনেকদিন থাকবে এই ব্যথা।
তবুও আমরা সুখী।
কারণ দুঃখ আমাকে বন্ধু, সুখ সে তো মরীচিকা।
অল্প দামের বই, পড়ে এর চেয়ে ভালো কিছু আমরা শিখতে পারিনি।
আমরা দুঃখে থাকতে চাই! কারণ দুঃখের মাঝি আমরা সুখকে কল্পনাকয় আঁকি।
তবুও আমরা সুখী।
মরীচিকা হলেও, সত্য। আমরা সবাই সুখি হতে চাই।

Related Posts

55 Comments

  1. তুমি তোমার মতো করে কবিতা লিখ আর আমি
    আমার মতো করে বুঝে যাই
    তুমি তোমার মতো করে ছন্দ সাজাও
    আর আমি আমার মতো করে পড়ে যাই,
    জীবনের কিছু বাস্তবতা তোমাতে পেয়েছি
    তুমি বুঝিয়েছ জীবনের কিছু বাস্তবতা মেনে নিতে হয় নিশ্চুপ।

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.