রাজা যখন তার বিবি বাচ্চা সব হারিয়ে ফেলল,তখন তিনি অন্য আরেক দেশে চলে গেলো । সে প্রায় ১০ বা ১২ বছর ওই দেশের একটি জজ্ঞলে বাসাবাস করতে লাগলো। তার চেহারা সুরত সব কিছু পরিবর্তন হয়ে গেলো । তার চুল দাড়ি অনেক বড় হয়ে গেলো , তাই তাকে দেখতে একেবারে পাগলের মত হয়ে গেলো ।
এইদিকে তিনি যেই দেশে থাকতে লাগলেন সেই দেশের রাজা মারা গেছেন। ওই দেশটি এখন শুধু ওই দেশের রানী রাজত্ব করতেছে। তাই তার মন্ত্রীসভা সবাই বলল আপনি একটি বিবাহ করে নিন । মন্ত্রীরা ভাবলো রানী তাদের মধ্যে থেকে কাউকে নির্বাচন করবে । রানী তখন তাদের বললো আচ্ছা ঠিক আছে । তোমরা সবাই মিলে একটি বড় মাঠে দেশের সকল মানূষকে একাত্রিত করো , এবং আমার ঘোড়ার গলায় একটি ফুলের মালা দিতে বলল । ঘোড়াটি যার গলায় ফুলের মালাটি দিবে সেই হবে এই দেশের নতুন রাজা ।
রানীর কথামত সব মানূষকে একাত্রিত করা হলো । সেখানে ওই রাজাও ছিলো । রানীর ঘোড়াটি মাঠের চারদিক ঘুরে তার মালাটা সেই রাজা গলায় দিয়ে দেয় । যাকে তখন পুরো পাগলের মত দেখতে লাগছিলো । মন্ত্রীরা বলে উঠলো রানীমা আপনি কি এই পাগলকে বিবাহ করবেন। আপনি কিভাবে এই পাগলকে রাজা বানাবেন সেত ক্ষমতার কিছু্ুই বুঝেনা । রানী তখন বলল , শুনো মন্ত্রীসভা হাকীম নড়ে কিন্তু হুকুম কিছুতেই নড়তে পারেনা । আমি এই পাগলকে বিয়ে করব । পরে সবাই তাকে ধরে রাজপাসাদে নিয়ে গেলো এবং তাকে গোসল করিয়ে সুন্দর করে রাজ পোষাক গায়ে দিয়ে তাক বিবাহের জন্য তৈরি করেছে । তার সাথে রানীর বিবাহ হয়েছে । এখন শুধু রাজা দেশ ফিরে পেয়েছে ।
এবার রাজার দেহ রক্ষী হিসেবে দুই যুবক প্রয়োজন তাই মন্ত্রীকে আদেশ দিয়েছে রাজর জন্য দুই শক্তিশালী যুবক বের করার জন্য । রাজার কথামত দুই জন শক্তিশালী যুবক খুজে পেয়েছে। এখন মরে যাওয়া রাজার এক ঘনিষ্ঠ বন্ধু ছিলো সে জানতনা যে তার বন্ধু মারা গিয়েছে । সে তার বন্ধুর সাথে দেখা করার জন্য তার রাজ্য গিয়ে সব ঘটনা শুনতে পায় । রাজা পুর্বের রাজার বন্ধু হিসেবে তাই তাকে আজ রাত সেখানে বেড়াতে বলেন। তখন তিনি বলেন আমি থাকতে পারবোনা । রাজা জিজ্ঞাস করলেন কেন তখন সে বলল , আসলে নদীর ধারে নৌাকতে আমার এক মেয়েকে আমি রেখে আসছি । সে ওখানে এক একা রয়েছে তার হয়ত কোন বিপদ হতে পারে আমি আজ চলে যাই । রাজা তখন আপনি কোন চিন্তা করবেন না আমি আমার দুই দেহ রক্ষীকে তার কাছে পাঠাচ্ছি ।
রাজা তার দুই দেহ রক্ষীকে সেখানে পাঠালেন । সেখান গিয়ে দুই জনের সময় কাটছেনা বলে তারা একে অপরকে বলে আচ্ছা আমরা দুই জন এক জায়গায় বসে গল্প করি তখন তারা বলল ঠিক আছে । তাদের মধ্যে যে বড় সে বলে আমি আমার জিবনের কাহিনী বলি । তখন ছোট যুবক বলল , আচ্ছা শুনাও দেখি তোমার জিবনের কাহিনী ।
তখন সে বলল , আসলে আমি হলাম একজন রাজপুত্র । আমার বাবা একজন ধোকাবাজের পাল্লায় পড়ে তাকে দেশ হয়েছে । এমনি ভাবে সে আগের সব কথা বলেছে যা আমি গল্পের আগের পাঠে বলেছি। যখন আমাকে বাঘে ধরছিল , তখন একটি লোক আমাকে বাচালো । অন্য ছেলেটি বলল আমারও তো ঠিক ঘটনা । আমি আমার বাবার হাত থেকে নদীতে পড়ে গেছি । পরে একজন লোকের মাছের জালের মধ্যে আমি উঠেছি । এবং সেই আমাক লালন পালন করে ।
তারা দুইজন বুজতে পারলো তারা দুইজন আপন ভাই । তারা একে অপরকে জড়িয়ে ধরলো । সকাল হওয়ার পর নৌকার মহিলাটি বলল । আমি রাজার সাথে দেখা করবো । সে রাজার সাথে দেখা করার পর সে বলে আমি কাল রাতের সব ঘটনা শুনেছি । এরা আমার সন্তান । রাজা বলে কিভাবে এরা সন্তান । মহিলাটি আমার স্বামী একজন রাজা আসলে আমার স্বামীর সাথে অনেক ঘটনা ঘটেছে । মহিলাটি কিভাবে তার স্বামী দেশ ছেড়েছে তা বলেছে । যাহা আপনারা আগের পর্বে পড়েছেন । রাজা বলল ,সেই লোক আর কেহ নই আমি সেই রাজা । এভাবে রাজা তার বিবি বাচ্ছা দেশ সব কিছু আবার পেয়ে গেছে।
এবার শুধু একটা কথাই বাকী থাকে কিভাবে ওই ফকিরকে শাস্তি দেওয়া যায় । রাজা তার পরের স্ত্রীকে ও তার এক ছেলেকে এদেশের রাজত্ব দিয়ে ।নিজের আগের দেশে ফিরে যাওয়ার প্রস্থুতি নেন । এবং ওই ফকিরের জন্য যুদ্ধ বাহিনী নিয়ে যান । যখন ফকির জানতে পারলো আগের রাজা তার দেশ আবার দখলের জন্য আসতেছে তখন সে পালিয়ে যায় কেনান সে যুদ্ধের কোন কৌশল জানেনা । এভাবে রাজা সব কিছু ফিরে পান ।
বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
ধন্যবাদ

খুব ভাল লাগলো
ধন্যবাদ
very nice
ধন্যবাদ
Very nice and beautiful story.
ধন্যবাদ
good.Thanks for story.
ধন্যবাদ
অনেক ভালো লিখলেন
nice
খুব ভালো লাগলো
এই রকম গল্প আরো চাই
Good story
ভাল লিখেছেন। গল্পটা পড়ে অনেক ভাল লাগল।
vhai golpo ta onek shundor cilo . pore onek bhalo laglo”
darun
good story
valo
valo legeche khub
মাশাল্লাহ, ভালোই লেখেন।
গল্পটি অসাধারন লেগেছে
গল্পটি অসাধারন লেগেছে
ধন্যবাদ
impressive
অনেক ভালো লাগলো গল্পটি
ধন্যবাদ
kisu banan vul
ভালো
ভালো
nice
ncc
অনেক ভালো
gd
nice
nice post
Like me