তোমার হৃদয়রাজ্য
বিক্ষিপ্ত মন, বিক্ষিপ্ত ভাবনা
বিক্ষিপ্ত আমি নিজের মাঝে।
কিছু বিক্ষিপ্ত প্রশ্নের উত্তর খুঁজতেই
পাড়ি দেব অনন্ত নদীপথ,
বণিক হয়ে ভীড়ব তোমার তটে
সওদা হবে প্রশ্নোত্তরে।
ক্ষণিকের তরে বিকিকিনির পাট চুকিয়ে
তোমার হৃদয় রাজ্যের যাযাবর হবো।
গন্তব্যহীন, শ্রান্তিহীন, বিরামহীন পথে
অনন্তকালের পথিক হবো।
কোনো রহস্য উন্মোচনের তাড়া নেই আমার
বরং হাজার রহস্যের মাঝে
নতুন এক রহস্যরূপে ধরা দেব তোমার কাছে।
লেখকঃ Swarna Paul
রক্তঝরা প্রতিটি রাত
thanks
valo post
দারুণ কবিতা
good post
Nice
Nice
Ok
❤️