তোমার না দেওয়া সময়গুলো

তোমার না দেওয়া সময়গুলো আমায় ভাবায়,
সত্যিই কি সেই তুমি, যে ছিলে আমার হিয়ায়।
চলো আবারো ফিরে যাই, পুরোনো দিনে।
যেখানে আকাশ আর প্রিয় শহরটা আমাদের চেনে।
যেখানে তুমি আমারি ছিলে দিনের শেষে,
আবার আমার সবই ছিলো তোমার কাছে।
তুমি জানো এই আকাশ এখন-
আপন মনে আর সাজেনা,সেজেই বা করবে কি
সময়ই যখন নাই তার।
ভাবনাটা গুলিয়ে ফেলি,
অতীত আর বর্তমানের মাঝে।
তুমি তো আমারই আছো,
তবে কেনো আকাশ সমদূরত্ব রাখো?
মাঝে মাঝে আবার ভুলিয়ে দেই আমাকে,
এ যে তোমার ব্যস্ততা কেবল ,
হয়তো আবারো আসবে সেই ক্ষণ,
যে ক্ষণে পাইবো তোমাকে আপন স্মরনে।
আবার ভাবি যদি চলে যাই আমি দূরে,
কাদবে কি তুমি আমার স্মরনে।
আবারো কি ডাকবে সেই ডাক নামে।
আবারো কি বলবে অভিমানি সেই সুরে।
যদি নাও পাও আর মোরে,
দূর থেকে শুধু দেখিয়ো তোমার ওই নয়নে।

সারাংশঃ কিছু মানুষ রয়েছে যারা তার প্রিয়জনকে প্রথম প্রথম এতটাই সময় আর ভালোবাসা দিয়ে ফেলে যে যখন সে ব্যস্ত হয়ে ওঠে তখন তার প্রিয়জন মনে করে সে আর আগের মতো নেই।আবার সে না বুঝেই তাকে আঘাত করে ফেলে তখন তার প্রিয়জন শুধু মৃত্যুর প্রহর গুনতে থাকে আর পুরোনো স্মৃতিতে ফিরে যেতে চায়।সে তখন ভাবতে থাকে যে প্রিয় শহরটা তাদের চিনত আর তাদের ভালোবাসায় মুগ্ধ ছিলো তারাও হয়ত আজ তাদের দেখে অবাক।আমাদের জিবনের সাথে সাথে সব কিছু বদলে যায়।কেও সেই জিবনের সাথে তাল মিলিয়ে বদলে যায় আবার কেও বদলে যায় না।তবে বদলে যাওয়া মানুষটা এটা বোঝে না যে তার প্রিয়জন বড়ই একা। সে তার জন্য আবারো সেজে উঠতে চায়।সে আবারো রঙিন স্বপ্ন বুনতে চায়।প্রিয় মানুষটার কাছে সে আজও আগের মতই আছে।

Related Posts

16 Comments

  1. https://grathor.com/%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ab%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8d/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.