তুমি কি দেখেছ?
গাজী মোহাম্মদ আব্দুল মাজেদ।
তুমি
কি দেখেছ?
দারিদ্র আমারে
কোথায় নামিয়ে নিয়েছে?
অসুস্থ জীবন মাস মাস দিয়েছে।
আমি
যে কখনোই
পারিনি আমারে
ধরে চিকিৎসা করাতে।
আমি হেরেছি মরণ মরাতে।
ছোটো
জীবন থেকেই
এমন কোনো বড়
আপনের কেউ ছিল না।
কার কাছে চোখের পানি, নিল না ।
আমি
ভাত পেয়েছি
দায়িত্ব ভরা ভাত,
কোনো বড় আপন পাই নি।
অনাদর কখনও কাছে চাই নি।
ইচ্ছা
করলে পারত,
এ অসুস্থ সারত,
কেউ এগিয়ে আসেনি
অতোটা ভালো কিন্ত বাসেনি।
আমি
বাধ্য হয়ে
বোবা বোকা জীবন
নীল আপন করে নিয়েছি,
দারিদ্রতায় ভাসিয়ে দিয়েছি।
সুন্দর লেখনী
ধন্যবাদ
অনেক ভালো লাগলো কবিতা টা
Amazing Poem bro
অসাধারণ বললেও কম বলা হবে।
অসাধারন লেগেছে
amazing
তুমি কি দেখেছ, অসাধারন লেগেছে
nc
Nice
nice
nice
nice poem
good
nice post
😭😔😔😔
https://grathor.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5/
https://blog.jit.com.bd/indian-earning-site-3969
Indian সাইট খুব ভালো ইনকাম দিচ্ছে রেজিস্টার করলেই ১$ বোনাস এবং 1$ হলেই পেমেন্ট নিতে পারবেন।লিংক ক্লিক করে ঘুরে আসার আমন্ত্রন রইলো দেখে ভালো লাগলে করবেন। ধন্যবাদ 🥰
❤️
❤️