ডিমের পাইকারি বাজার কোথায়, ডিটারজেন্ট পাউডার, ডায়াপার, থান কাপড়ের

আসসালামু আলাইকুম। প্রিয় ব্যবসায়ী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছি । আজকে বলবো: ডিমের পাইকারি বাজার কোথায়, ডিটারজেন্ট পাউডার পাইকারি বাজার, ডায়াপার পাইকারী বাজার, থান কাপড়ের পাইকারি বাজার । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

ডিমের পাইকারি বাজার কোথায়

ডিমের ব্যবসা করতে তেমন একটা পুঁজির দরকার পড়ে না । অল্প পুজিতে ডিমের ব্যবসা শুরু করা যায়। প্রথমদিকে ঝুড়িতে করে ডিম বিক্রি করতে পারবেন। তারপরে আস্তে আস্তে ভ্যানগাড়িতে এ ব্যবসা করা যায়। যদি টার্গেট আরো বড় থাকে তাহলে একটি দোকান দিয়ে এ ব্যবসা শুরু করা যায়। তবে বড় ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স আপনাকে নিতে হবে।

ডিমের পাইকারি বাজার কোথায় নিচে দেয়া হলো :

(০১) কাপ্তান বাজার, ঢাকা :

মেসার্স ওমর ফারুক ট্রেডার্স ।

মেসার্স জহিরুল ইসলাম ট্রেডার্স।

(০২) তেজগাঁও, ঢাকা :

মেসার্স আমান এন্টারপ্রাইজ ।

আল মদিনা এন্টারপ্রাইজ , আবুল খায়ের।

মেসার্স নাসির এন্ড ব্রাদার্স ।

(০৩) বাড্ডা, ঢাকা :

মেসার্স মেহেদী ট্রেডার্স, বাবুল মিয়া।

(০৪) সাভার বাজার, ঢাকা :

রিপন এগ সেন্টার, আনিসুর রহমান।

মেসার্স ফয়সাল সরকার ।

ডিটারজেন্ট পাউডার পাইকারি বাজার

ডিটারজেন্ট পাউডারের ব্যবসাটা কিন্তু অনেকটাই লাভজনক। আপনি ডিটারজেন্ট পাউডার খোলা অবস্থাতেই কিনতে পারবেন। আপনি ইচ্ছা করলে সাথে ভালো ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার রাখতে পারবেন। আপনাকে এই ব্যবসাটা করতে হলে আপনি একটি ভ্যান সংগ্রহ করতে পারেন। অথবা আপনার মুদি দোকান থাকলে সাথে বিক্রি করতে পারবেন।

নিচে কিছু ডিটারজেন্ট পাউডার পাইকারি বাজার এর ঠিকানা দেয়া হলো : (ডিমের পাইকারি বাজার কোথায় উপরে দেয়া হয়েছে)

(০১) চকবাজার, ঢাকা :

ইমরান মেশিনারি ,১/১ আবুল হাসানাত রোড, জেলখানা গেটের বিপরীত পাশে।

মেসার্স আহনাফ স্টোর,
৭৬/৩ হোসেন মেনশন, বেগম বাজার

(০২) কমপ্লিট ডিটারজেন্ট পাউডার, অফিসের ঠিকানা লক্ষীপুর, যোগাযোগ :০১৭৮৩-৯৬৮৩৭৭

ডায়াপার পাইকারী বাজার

আপনার যদি মুদি দোকান বা ফার্মেসি দোকান থাকে তাহলে আপনি বাচ্চাদের ডায়াপার পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন। এ ব্যবসাটিও অনেক লাভজনক একটি ব্যবসা।

ডায়াপার পাইকারি কেনার জন্য ঠিকানা:

(০১) ১৯ নাম্বার, নিউ সুপার মার্কেট, দ্বিতীয় ফ্লোর, ঢাকা:১২০৫ (যোগাযোগ :০১৮২২-১৮০১০৫)

(০২) ঢাকা নিউ সুপার মার্কেট , দ্বিতীয় তলা , দোকান নাম্বার :৪১, প্রোপাইটর : আমিনুল ইসলাম বাবু (যোগাযোগ:০১৭১২-১৬১৭০৭)

(০৩) ঢাকা নিউ সুপার মার্কেট, হক বেবি কালেকশন, বায়তুল আমান মসজিদের পাশে (যোগাযোগ :০১৮৩৭৭-৯৮৯৯০)

থান কাপড়ের পাইকারি বাজার

থান কাপড় পাইকারি ব্যবসার জন্য আপনার একটি দোকানের প্রয়োজন। অথবা আপনি লোকাল কোন ভ্যানগাড়িতে বিক্রি করতে পারবেন।

থান কাপড় কেনার জন্য কিছু পাইকারি মার্কেট এর ঠিকানা দেয়া হলো: (ডিমের পাইকারি বাজার কোথায় উপরে দেয়া হয়েছে)

(০১) দোকানের নাম : মেসার্স এম এ ট্রেডিং
১০৭/২০ কাদের সরদার ম্যানশন, ইসলামপুর, ঢাকা:১১০০,
যোগাযোগ: ০১৯৭০-৫৮৪৪৮৬
ইমু নাম্বার: ০১৭২০-৫৮৪৪৮৬
টেলিফোন নাম্বার :০২-৫৭৩৯০৮০৯

(০২) দোকানের নাম : মেসার্স সিদ্দিক এ নূর, (ঢাকার ইসলামপুর ,শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই বড় পাইকারি মার্কেট খোলা থাকে) যোগাযোগ :০১৮৬৪-০০৩০৮০ টেলিফোন নাম্বার :০২-৫৭৩৯১৫৮৮

(০৩) ঠিকানা : মেসার্স ভাই ভাই বস্ত্র বিতান, আল জহির পাইকারি কাপড়ের মার্কেট, শ্রীপুর বাসস্ট্যান্ড, আশুলিয়া সাভার, ঢাকা ।
যোগাযোগ করুন :০১৯৭২-৫৯১৯৯৩

পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

13 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.