টিউশন খুঁজে পাওয়ার সেরা ৫ টি উপায় ২০২২

স্টুডেন্ট অবস্থায় আমাদের প্রত্যেকের হাত খরচের জন্য কিছু টাকার প্রয়োজন পরে। এক্ষেত্রে আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে চেষ্টা করি কিছু অর্থ উপার্জন করার। স্টুডেন্ট থাকা অবস্থায় টাকা উপার্জন করার দারুন একটি উপায় হচ্ছে টিউশন করা। টিউশন করার ফলে আপনার উপার্জন হওয়ার পাশাপাশি আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। আর তাই বলা যেতে পারে যদি আপনি টিউশন করেন তবে সেটা আপনার জন্য অনেকাংশে ভালো হবে। তবে টিউশন করার থেকে টিউশন খোঁজাটা অনেক বেশি কষ্টদায়ক। আর তাই আজকে আপনাদের টিউশন পাওয়ার কয়েকটি উপায় সম্পর্কে বলবো। তাই আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়ুন।

টিউশনি কেন করবেন?

বিভিন্ন কারণ এবং সুবিধার জন্য আপনি টিউশন করতে পারেন। টিউশন করার অনেক লাভ এবং সুবিধা রয়েছে। তবে আমাদের কাছে যে বিষয়গুলো সবচেয়ে বেশি সুবিধা ও লাভজনক মনে হয়েছে সেগুলো নিচে আপনাদের বলছি।

১. টিউশন করার ফলে আপনার একটা আয়ের উৎস তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা আমাদের শখের স্কুলে পড়তে পারিনা টাকার অভাবে, বা পারিনা বাহিরে গিয়ে ভালো কোনো স্কুল বা কলেজে পড়তে। এক্ষেত্রে টিউশন করতে পারলে টিউশন এর টাকায় আপনি নিজের খরচ বহন করতে পারছেন। অথবা বলা যায় টিউশন করে আপনি নিজের খরচ নিজেই চালাতে পারলে বাবা মায়ের উপর আর নির্ভর করতে হয়না। যেটার কাছে সবচেয়ে বেশি লাভের এবং সুবিধার কারণ মনে হয়।
২. টিউশন করার ফলে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। আপনি প্রথম কয়েকটি টিউশন করলে আপনি টিউশন কিভাবে করতে হয় সে বিষয়ে জানবেন। ফলে আপনার আরো কয়েকটি টিউশন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
৩. স্টুডেন্ট অবস্থায় টিউশন করলে আপনার লেখাপড়াতেও এর ভালো প্রভাব পড়ে। এছাড়াও টিউশন করলে আপনাকে লোকেরা অনেক ভালো চোখে দেখবে।

এই সমস্ত কারণে আপনি টিউশন করতে পারেন।

টিউশনি পাওয়ার ৫ উপায়

১. পারিবারিক ভাবে বা আত্মীয়স্বজনদের মাধ্যমে খোঁজা

আপনি চাইলে পারিবারিক বা আত্মীয় স্বজনদের মাধ্যমে টিউশন খুঁজতে পারেন। এভাবে সহজে টিউশন খুঁজে পাওয়া যায়। যেমন আপনি আপনার পরিবারের বা আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে বলে রাখলেন যে তাদের পরিচিত কারো টিউটর এর দরকার হলে আপনাকে বলতে। তো এইভাবেই আপনি তাদের মাধ্যমে টিউটর খুঁজে পেতে পারেন।

২. বন্ধুর বান্ধবীর মাধ্যমে খোঁজা 

টিউশন খুঁজে পাওয়ার আরো একটি দারুন উপায় হচ্ছে বন্ধুদের মাধ্যমে খোঁজা। আপনি আপনার বন্ধু বান্ধবীদের বলে রাখতে পারেন, আপনাকে একটি টিউশন খুঁজে দেওয়ার। এতে তারা কোনো ছাত্র/ছাত্রীর সন্ধান পাওয়া মাত্রই আপনাকে জানাবেন। আপনি যদি টিউশন এর ব্যাপারে সিরিয়াস হোন তবে বন্ধুদের মাধ্যমে টিউশন খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন কিছু নয়।

৩. ফেসবুকের বড় বড় শিক্ষা সম্পর্কিত গ্রুপে পোস্ট দেয়া

ফেসবুক এমন এক ধরনের সোশ্যাল প্লাটফর্ম যেটাকে আপনি ভালো কাজে ব্যবহার করলে এটি আপনাকে ভালো কিছুই দিবে। আপনি ফেসবুক শিক্ষাবিষয়ক বিভিন্ন গ্রুপে এড হয়ে যান। হাজার হাজার গ্রুপ আপনি পাবেন। এরপর নিজের টিউশন এর ব্যাপারে সুন্দর করে প্রমোশনাল পোস্ট লিখে সেটিকে পোস্ট করুন। অবশ্যই আপনার কন্টাক্ট নাম্বার দিবেন। এছাড়াও আপনি বিভিন্ন পেজের পোস্টের কমেন্ট, ফেসবুক পোস্ট কমেন্ট গিয়েও আপনার সেই লেখাটি কমেন্ট করতে পারেন। এভাবেও টিউশন খুঁজে পেতে পারেন।

৪. tutorsheba.com বা bdtutors.com এ এড দেয়া 

১,২,৩ নং উপায়ে যারা টিউশন পাচ্ছেন না তাদের জন্য এই উপায়টি। এটি এটি এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে একজন স্টুডেন্ট চাইলে তার পছন্দের শিক্ষক শিক্ষিকা বাছাই করে নিতে পারবে অথবা একজন শিক্ষক চাইলে তার টিউশন খুঁজে নিতে পারবে। তাই যদি টিউশন পেতে চান তবে এই দুটি সাইটে বিজ্ঞাপন দিতে পারেন।

৫. পত্রিকায় বিজ্ঞাপন দেয়া

সর্বশেষ উপায়টি হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া। হ্যাঁ, যদি আপনি টিউশন খোঁজার ব্যাপারে সিরিয়াস হোন তবে আপনি কিছু টাকা ব্যয় করতেই পারেন। বিভিন্ন পেপার বা পত্রিকায় আপনি বিজ্ঞাপন দিতে পারেন। এভাবেও টিউশন খুঁজে পাওয়া যায়।

শেষে আজকে আমরা জানলাম টিউশন পাওয়ার ৫ টি উপায় সম্পর্কে। আশা করছি এই কয়েকটি উপায়ে আপনার টিউশন পেয়ে যাবেন। আর্টিকেলটা কেমন লাগলো জানাবেন, শেষ করছি এইটুকুতেই।

Related Posts

11 Comments

  1. নতুন সাইট ভালো ইনকাম ঘুরে আসার আমন্ত্রন রইলো রেজিস্টার করলেই পাবেন ২৩০ টাকা বোনাস ৩০০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন । লিংক এ গিয়ে দেখে আসুন ভালো লাগলে করবেন । ধন্যবাদ
    https://blog.jit.com.bd/earning-site-3778

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.