গ্রাথোর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি অনলাইনে টাকা ইনকাম করতে চান?অর্থাৎ আপনি কিছু সহজ সহজ কাজ করে যদি টাকা ইনকাম করতে চান তাহলে এই ব্লগটি সম্পূর্ণ পড়বেন। প্রথমত আপনি কি অনলাইন অথবা অফলাইন টাইপিং করার মাধ্যমে টাকা ইনকাম করতে চান? অথবা পাওয়ার পয়েন্ট এবং লেখা ট্রান্সলেট করার মাধ্যমে টাকা ইনকাম করতে চান? তাহলে আপনার জন্য আমি একটি বিশেষ ফ্রিল্যান্সিং সাইটের কথা বলব। যেখানে আপনি কিছু সহজ সহজ কাজের মাধ্যমে দৈনিক 5 থেকে 10 ডলার পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।
এ ফ্রীলান্সইং সাইটের নাম হল হায়ার সাইন।(Hireshine)। এখানে কি কি কাজ পাওয়া যায় এবং কি কি কাজ করা যায় তা সম্পর্কে একটি ছোট্ট নমুনা দেখা যাক।
অনলাইন টাইপিংঃএখানে আপনি প্রতি পেজ অনলাইন টাইপিং এর জন্য পাবেন 5 ডলার।টাকার অ্যামাউন্টটা বেশি তাইনা? লেখালেখিও করতে হবে বেশি।কেননা প্রতিটি পেইজে অন্ততপক্ষে 2000 করে ওয়ার্ড থাকতে হবে। এবং আপনাকে ইংরেজিতে টাইপিং করতে হবে। এবং কোন ভয়েস টাইপিং করতে পারবেন না। কাজেই বুঝতে পারছেন এই জবটি কত কষ্টের হতে পারে! কারণ এখানে শুধু আপনি যে টাইপিং করবেন তা নয় আরো অনেকেই টাইপিং করবে।
অফলাইন টাইপিংঃ এখানে অফলাইন টাইপিং এর মাধ্যমে আপনার টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন টাইপিং একদম সরাসরি টাইপিং করতে হবে। আর অফলাইন টাইপিং বাসায় বসে বসে যেকোনো সময় করতে পারবেন। এবং এর জন্য আপনাকে দেয়া হবে প্রতি দুই হাজার ওয়ারডের একটি টাইপিং এর জন্য আপনাকে 1 ডলার করে দেয়া হবে। এবং সর্বোচ্চ 10 ডলার পর্যন্ত দেয়া হয়।
এরপর আছে আপনাদের পাওয়ারপয়েন্ট তৈরি অর্থাৎ বিভিন্ন পাওয়ারপয়েন্ট স্লাইড গুলো তৈরি করে সেখানে আপনাকে তাদের অনুযায়ী দিতে হবে। এবং এর জন্য আপনাকে সর্বনিম্ন পাঁচ ডলার থেকে 10 ডলার পর্যন্ত দিবে।
অবশ্যই পড়বেনঃ১/এড দেখে ধুমচে আয় করুন।পেমেন্ট বিকাশে।
২/প্লে স্টোরে এপ ইন্সটল রিওয়ার্ড নিন মাসে ৩-৫ ডলার ক্রেডিট। ১০০% প্রুফসহ একদম ফ্রীতে।
এখানে আছে সার্ভে অর্থাৎ বিভিন্ন ধরনের জরিপ পূরণ করা এসব জরিপ পূরণের জন্য আপনাকে ১০ ডলার করে দিবে। অনেক বেশি হয়ে যাচ্ছে তাই না? সর্বনিম্ন 1 ডলার দেয় কাজেই 10 ডলার পাওয়া যে সহজ তা কিন্তু নয়। জরিপ পুরণ করে টাকা ইনকাম করা এখানে সবচেয়ে বেশি সহজ। তবে জরিপ পূরণ করা খুবই দুস্কর। কেননা সবাই জরিপ পূরণ করতে পারেনা।এর পরবর্তীতে আছে ভয়েস টাইপিং করে টাকা ইনকাম। অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের ব্লগ ভয়েস টাইপিং করে লিখতে পারবেন। কোন সমস্যা নেই। তবে এরজন্য আপনাকে 1 ডলার করে দেয়া হবে।
এখানে আরেকটি বিশেষ কাজ হলো গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনিং করা। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে টাকা দেয়া হবে এবং এর মাধ্যমে টাকা ইনকাম করার সহজ।
এর পরবর্তীতে আছে আরেকটি সেটি হল বিভিন্ন ধরনের ব্লগ অথবা লেখালেখি গুলোকে ট্রান্সলেট করা অর্থাৎ বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে হবে। এখানে গুগল ট্রান্সলেট ব্যবহার করা জায়েজ নয়। এর কারণ হচ্ছে গুগল ট্রান্সলেটর সব সময় সঠিক ট্রান্সলেট দেয় তা কিন্তু নয়। অনেকটা ব্যতিক্রমী ট্রান্সলেট দিয়ে দিতে পারে। কাজেই ট্রান্সলেট করতে হবে
এই সকল কাজ অর্থাৎ সহজ কাজের মাধ্যমে এখানে টাকা ইনকাম করতে পারবেন। আর এটি হচ্ছে একটি ফ্রিল্যান্সিং সাইট। তবে এবার মূল কথায় আসা যাক রেজিস্ট্রেশন করা। এখানে রেজিস্ট্রেশন করা অনেক বেশি দুর্লভ। এর কারণ হচ্ছে আপনি সরাসরি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখানে এর রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এপ্লাই করতে হবে। আপনার যোগ্যতা দেখাতে হবে। তারপর সেখানে আপনাকে রেজিস্ট্রেশন এর জন্য সুযোগ দিবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে রেজিস্ট্রেশন করা একদম ফ্রি তবে সবাই যে রেজিস্ট্রেশন করতে পারবেন তা কিন্তু নয়। নিচের লিঙ্কে গিয়ে আপনি চাইলে রেজিস্ট্রেশন করার জন্য এপ্লাই করতে পারেন। আর সেখানে যদি টাকা আয় করার সুযোগ পেয়ে যাযন তাহলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর এখানে টাকা উইথড্র দেয়া হয় ব্যাংকিং অর্থাৎ ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে।রেজিস্ট্রেশন করতে এখানে যান।

very nice post
এডমিন এসব ভুযা পোস্ট এপ্রুভ হয় কিভাবে
পোষ্ট টি কোন দিক থেকে ভুয়া একটু বলবেন প্লিজ। আর হ্যাঁ এটি একটি ট্রাস্টেড এবং বিদেশি সাইট। কাজে এখানে যদি বেশি টাকা আয় আর ব্যাপারটি দেখেন তাহলে আপনি যে ভুয়া বলবেন তা কিন্তু না। এর ট্রাস্টেড স্কোর একবার দেখে আসুন।আর এটি সম্বন্ধে কিছু ভুল লিখলে ধরিয়ে দিবেন প্লীজ!
well
nice post
zara bua mone korchen…plz eta vua na
thanks all
Thanks
apni koresen?
Thanks
Wow
Ops/-
এটা একটা ফেক ওয়েবসাইট। আমি প্রায় একঘন্টা এইটার পিছনে ব্যায় করেছি। একাউন্টটাই করতে পারিনি। আপনার যদি আয় করার দরকার হয় ভালো কোন জিনিস লিখে আয় করুন। মানুষকে প্রতারিত করে যত কিছুই করেন না কেন ভবিষ্যত খারাপ হবে।
gd
nc
nice
nc
✅
i need
Good
scam site
good
good
😐☹️😶
Gd
nice
❤️
Ok
Really?