জ্ঞান নিয়ে লেখা একটি কবিতা

 

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা সুস্থ দেহে সুস্থ মনে সদা ভালো থাকুন এ প্রত্যাশাই করে আজ আমি নতুন একটি কবিতা নিয়ে আমার পোষ্টটি শেয়ার করব।

 

যেই কবিতার নাম জ্ঞান। জ্ঞান কি– তা সঙ্গায়িত করতে গেলে বলতে হয় যে, জ্ঞান হলো মানুষের মনের সেই চালক বা চালিকাশক্তি যাকে চোখে দেখা না, কিন্তু উপলব্ধির অন্তরালে থেকে যে কোনো কিছু সম্পর্কে আমাদের অবহিত করে। তাই জ্ঞান থাকা মানুষের একান্ত প্রয়োজন।

 

কিন্তু অনেকেই জ্ঞানকে সঙ্গায়িত করতে পারে না যেমন কোনো অ্যাক্সিডেন্ট কিংবা দূর্ঘটনায় চেতনাহীন মানুষের পরবর্তীতে চেতনা ফিরে পাওয়াকে জ্ঞান বলে না।

 

নিচে আমি জ্ঞান নিয়ে ৪৮ লাইন বিশিষ্ট একটি কবিতা লিখলাম।

আশা করছি কবিতা প্রিয় পাঠক পাঠিকাগণ যারা এ কবিতাটি পড়বেন তাদের সকলের ভালো লাগবে।

 

 

      জ্ঞান

 

পাথর ভাঙ্গা চূর্ণ–বিচূর্ণ—

মানব–মন জ্ঞানে অপূর্ণ।

অথচ বিস্তীর্ণ পৃথিবীর এ গগণ তলে

জ্ঞানের অপূর্ণতায় কে না চলে;

তবু বিলাসী যেই জন,

বাঁচিবে সে আর কতক্ষণ—

কেননা জ্ঞানের দীনতায় রয়েছে যারা,

জাগে না কভু তাদের হৃদয়ে সাড়া।

করে যে অন্যের চুরি–

নেই তার সামান্য জ্ঞান–নুড়ি,

যারা অপ্রয়োজনে উপড়ে চারা

পায় না জ্ঞানের আরম্ভ তারা,

জ্ঞানের দীনতায় যেই ব্যাক্তি ফুল ছিঁড়ে–

ভাবে না একবারও তার সেই শীরে।

দৃষ্টি ফেরে অতি সামান্য ব্যক্তি ধীমান;

বাকি সব জ্ঞানহীন ব্যক্তি পশুর সমান।

মনে করি ছিল জ্ঞানী ও গুনীজন যত

জ্ঞানের সমৃদ্ধতায় সর্বদা রত,

গুণীরা হেথা–সেথা ঘুরে বেড়াত আপন চিত্তে

রচি যেত প্রকৃতির সৌন্দর্য কি অনুপম নিভৃতে,

জ্ঞানীরা পারদর্শী ছিল বিভিন্ন গুণে–

পূরণ করিত নিজ কাজ নিপুণে;

দিন শেষে রাত শেষে এভাবেই কত জ্ঞানের বীজ

লালন করিত তারা নিত্য হৃদয়ে নিজ।

তাই তো ছিল যত জ্ঞানী–গুণী,

কৃতিত্ত্ব তাদের সকলের আমরা সবাই শুনি।

কিন্তু বিচিত্র এ জগতে আজ

মানুষ কেবলি ছুটে কারণ তার কাজ,

তাই জ্ঞান সমৃদ্ধের নেই কোনো চেষ্টা–

অথচ জ্ঞানহীন লোকে ভরে আছে দেশটা;

তবু অনেকে জ্ঞান সমৃদ্ধ করিতে বিপুল গ্রন্থ পড়ি,

নানান দেশের নানান পুস্তক পাঠ সংগ্রহ করি,

পুস্তক– কিংবা, গ্রন্থ পড়ে হয়না সত্যিকার জ্ঞান সমৃদ্ধ—

অথচ কেশ জঠে শেষে অবশেষে হয়ে পড়ি বৃদ্ধ।

সমৃদ্ধ করিতে জ্ঞান প্রকৃতির চিরনির্বাসনে

প্রলুব্ধ করিতে হয় নিজ প্রাণ কৌতুহলী মনে,

ত্যাগ করে সমাজের উচ্চ আসন

প্রতিষ্ঠা করি তাই প্রকৃতির মাঝে নিজ মন;

প্রাতে প্রকৃতির এক অপরূপ নব রূপ সাজে

রচি তার সৌন্দর্য্য হৃদয়–মাঝে,

জ্ঞানই মানুষের শ্রেষ্ঠ ধন

তাই একে করি আপন।

জ্ঞান শেখায় তার পরিচিতে প্রেম কি ভক্তি নিবেদন–

মানুষে জাগায় অটুট প্রেমের বন্ধন,

জ্ঞান জানায় এ জীবনের গভীরতা–

বৃদ্ধি করে নিজ মনের অনুপম পবিত্রতা।

তাই তো জ্ঞানের অসমৃদ্ধতা যত যার মনে,

সমৃদ্ধ করি জীবনের এই অমূল্য ক্ষণে।

 

 

কেমন লাগলো সবার। ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করুন। তাইলেই আমি পরবর্তী কবিতা লিখতে উৎসাহিত হব। আজকে এ পর্যন্তই। আবারো সকলের সুস্থতা কামনা করছি।

ধন্যবাদ।

 

Related Posts

17 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.