জৈব চিকিৎসা প্রকৌশল কী?

বিজ্ঞান ও প্রযুত্তি সম্পর্কিত আজকে যেই আর্টিকেলটি নিয়ে আলোচনা করব সেখানে বিজ্ঞান, ইঞ্জিনিয়ার ও চিকিৎসাকে এক্ষেত্রে মিশ্রিত করবো।সুতরাং আজকের পোস্টটি ইন্টারেস্টিং হতে চলেছে,অনেক কিছুই জানতে পারবেন আজকের পোস্ট হতে।তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক।

শিরোনাম দেখেই হয়তো বুঝে গিয়েছেন যে আজ কী নিয়ে আলোচনা করবো।তবুও আরেকবার বলছি।আজকে জৈব চিকিৎসা প্রকৌশল বা Organic Medical Engineering নিয়ে।অনেকেই হয়তো নামটি প্রথমে শুনেছেন। তো কী এই জৈব চিকিৎসা প্রকৌশল?

জৈব চিকিৎসা প্রকৌশল হচ্ছে স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে চিকিৎসাবিদ্যা ও জীববিজ্ঞান থেকে প্রকৌশলবিদ্যার নীতি ও নকশার প্রয়োগ। এই ক্ষেত্রটি ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসাবিদ্যার মধ্যে পার্থক্য কমিয়ে আনছে। এটি প্রকৌশলবিদ্যার নকশা ও সমস্যা সমাধানের সাথে চিকিৎসা ও জীববিজ্ঞানের আধুনিকতম জ্ঞানের মেলবন্ধনের মাধ্যমে স্বাস্থ্যসেবা,রোগনির্ণয়ের উন্নতি ঘটাচ্ছে। অন্যান্য প্রকৌশলবিদ্যার তুলনায় জৈবচিকিৎসা প্রকৌশল তুলনামূলক নতুন চালু হয়েছে। এর সাম্প্রতিক নতুন নতুন আবিষ্কার এতটাই গুরুত্ব বহন করে যে এটি বর্তমানে নিজস্ব একটি প্রকৌশলবিদ্যার অংশ হয়ে উঠেছে।আগে হয়তো চিকিৎসা ও ইঞ্জিনিয়ার এই দুটা বিষয় এ পাড় ওপাড়,অর্থাৎ আলাদা ছিল,একদিকে ম্যাথামেটিক্স আরেক দিকে বায়োলজি। কিন্তু এখন এই পার্থক্যটা কিছুটা হলেও কমিয়ে আনতে সক্ষম হয়েছে জৈবচিকিৎসা প্রকৌশল।

এই জৈব চিকিৎসা প্রকৌশলের অধিকাংশ কাজ ই গবেষণা নির্ভর। প্রকৌশলবিদ্যার এই অংশেই কৃত্রিম অঙ্গ,চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ঔষধসহ চিকিৎসাবিজ্ঞানের সকল নতুন নতুন আবিষ্কার নিয়ে আলোচনা করা হয়।অর্থাৎ কৃত্রিম হাত,কৃত্রিম পা এইসব সম্পর্কে বিস্তারিত যে বিভাগে আলোচনা করা হয় সেই বিভাগটিই হচ্ছে
জৈব চিকিৎসা প্রকৌশল।

এইক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান বলা যায় ইঞ্জিনিয়ার নির্ভর। ইঞ্জিনিয়ারিং ছাড়া এই শাখার ভূমিকা থাকতে পারে। তাই ইঞ্জিনিয়ারিং এইক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে।

এই বিভাগের ভূমিকা হয়তো আমরা বুঝতে পারছি। আগে মানুষ হাত-পা হারালে বা কোন গুরুত্বপূর্ণ অঙ্গ হারালে তাকে সারাজীবনই সেই কষ্ট পোহাতে হতো।কিন্তু আধুনিক বিজ্ঞানের বা আধুনিক চিকিৎসা শাস্ত্রের এই বিভাগটি অর্থাৎ জৈব চিকিৎসা প্রকৌশল সেই ধরণের কষ্ট, আপসোস লাঘব করেছে।কৃত্রিম অঙ্গ স্থাপনে এই জৈব চিকিৎসা প্রকৌশল বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কিছুটা হলোও জৈব চিকিৎসা প্রকৌশল সম্পর্কে জানতে পেরেছেন।কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

 

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.