জেনে নিন ঢাকা হতে ব্রাহহ্মনবাড়িয়া রুটের সকল বাসের ভাড়া

আসসালামুয়ালাইকুম পোস্ট ভিউয়ার্স,আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই আলহামদুল্লিল্লাহ অনেক অনেক ভালো আছেন।

আমার এই পোস্ট টিতে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিক ঢাকা হতে ব্রাহ্মনবাড়িয়া রুটে চলাচলকৃত বাসগুলোর নাম,তথ্যাবলি ও ভাড়া সংক্রান্ত কিছু খবর। আশা করি আপনারা প্রতিবারের মতো আমার এই পোস্ট টিও মনোযোগ সহকারে পড়বেন এবং দেশের গনপরিবহন সম্পর্কে সঠিক তথ্যাবলি জানতে পাড়বেন এবং আপডেটেড থাকবেন।

সম্প্রিতি দেখা যায় যে দেশের মধ্যে প্রতিনিয়ত গড়ে দেশের ৯৮ শতাংশ মানুষই প্রতিনিয়তই গণপরিবহন তথা বাস পরিবহন ব্যাবহার করে থাকে।মানুষ প্রতিদিনই তাদের কাজের জন্যে বা ভ্রমণের জন্যে অথবা জরুরী কোথাও যাওয়ার জন্যে এই বাস কেই যাতায়াত এর বাহন হিসেবে বেছে নেয় কারণ দেশের মধ্যে একমাত্র বাস কোচ সার্ভিস গুলোই তাদেরকে খুব সহজেই দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে নিয়ে যেতে পারবে তা শহরের ভেতরেই হোক; আন্তজেলাতেই হোক অথবা দেশের শুরুর প্রান্ত থেকে শেষ প্রান্তের দিকেই হোক।ঠিক বাসে মতো অন্যান্য গণপরিবহন (ট্রেন,প্লেন,জাহাজ বা লঞ্চ ইত্যাদি) পারে না।তাই দেশের মানুষ এই বাস পরিবহন কেই বেছে নেয়।আবার আপনার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে ভাই বাস ছাড়াও সিএনজি,বাইক বা মাইক্রো এন্ড প্রাইভেটকারও তো রয়েছে যা দেশের খুব ছোট রাস্তাতেও জেতে পারবে।—->কিন্তু ভাই,, সিএনজি,বাইক এর মাইলেজে এতোটা দূরের পথ পারি দিয়ে কুলিয়ে উঠতে পারবে না আর অন্যদিকে মাইক্রো বা প্রাইভেট কার এর ভাড়া বাসের থেকে তুলনামূলক অনেক বেশী।যার ফলে দেশের মানুষ বাসকেই তাদের ভ্রমনবাহন হিসেবে বেছে নেয়।

এখন কথা আসে যখন ব্রাহ্মনবাড়ীয়া রুটের কথা,তখন বলা যায় যে এক ব্রিফিং এ এসেছিলো যে ঢাকা হতে ব্রাহ্মণবাড়ীয়া রুটে প্রতিদিন গড়ে ৪৬.৮৭ শতাংশ লোক বাসে যাতায়াত করে থাকে।এই শতাংশটি কিন্তু মোটেও কম নয়।আবার অনেকেই কিন্তু ব্রাহ্মণবাড়ীয়ার বাসিন্দা,তাই তাদেরও যাওয়া পড়ে তাদের গ্রামের বাড়িতে।

আবার আমাদের মধ্যে অনেকেই জানেনে না যে ঢাকা হতে ব্রাহ্মনবাড়ীয়া রুটে কোন কোন বাস চলাচল করে ও ভাড়া কতো।মূলত তাদের জন্যেই আমার আজকের এই পোস্ট।তো এখন আমরা চলে যাই ঢাকা হতে বি-বাড়ীয়া রুটের বাস ও ভাড়া সংক্রান্ত তথ্যাবলিতে।

প্রথমত সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে  ঢাকা হতে বি-বারিয়া বা ব্রাহ্মনবাড়ীয়া রুটের মধ্যে তেমন কোনো এসি বাস সার্ভিস নেই।ঢাকা হতে ব্রাহ্মণবাড়িয়া রুটের দূরত্ব কম হওয়ায় কোনো বাস কোম্পানিই চায় না এই রুটে এসি বাসের সার্ভিস দিয়ে যেতে।ঢাকা হতে ব্রাহ্মনবাড়ীয়া রুটে মোট  ১৪ টি (আন অফিসিয়ালি ১ টি) বাস কোম্পানি তাদের বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে।নিচে আমি বাসগুলোর নাম,কোথা হতে ছাড়ে ও ভাড়া কতো তা নিয়ে বিস্তারিত ভাবে জানাচ্ছি।

  • সোহাগ পরিবহনঃ– ছাড়ে ঢাকার কমলাপুর থেকে;বাসটি নন এসি ভাড়াঃ- ২০০ টাকা (রিভিউঃ-যদিও আগে দারুণ সার্ভিস দিতো তবে বর্তমানে সেমি লোকাল)
  • তিশা গ্রুপঃ– ছাড়ে ঢাকার কমলাপুর থেকে;বাস টি নন এসি ভাড়াঃ- ২০০ টাকা (রিভিউঃ- যাত্রী হিসেবে বলবো নতুন বাস আনাতে বেস্ট সার্ভিস দিচ্ছে তারা)
  • রয়েল কোচঃ- ছাড়ে ঢাকার কমলাপুর থেকে; বাসগুলো নন এসি; ভাড়াঃ- ২০০ টাকা (রিভিউঃ- সার্ভিস ও বাস ভালো;তবে গাইডদের সাথে ঝামেলায় না জড়ানো বেস্ট)
  • সীমান্তঃ– ছাড়ে ঢাকার কমলাপুর থেকে;বাসগুলো নন এসি, ভাড়াঃ- ১৬০ টাকা (রিভিউঃ-বাস কোম্পানিটি নতুন ও লোকাল সার্ভিস)
  • BRTC:- ছাড়ে ঢাকার কমলাপুর থেকে;বাসগুলো এসি বাস; ভাড়াঃ-২৫০ টাকা।(রিভিউঃ- একমাত্র এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাওয়া কোম্পানিটি।রেট ১০ অন ১০)
  • কাজী পরিবহনঃ- ছাড়ে ঢাকার মহাখালী থেকে; বাসগুলো নন এসি বাস; ভাড়াঃ- ২০০ টাকা।(ঢাকা হতে বি বাড়িয়ার বেস্ট সার্ভিস ও সার্ভিস মাস্টার হিসবে খ্যাত)
  • ইকোনো ডিলাক্সঃ- ছাড়ে ঢাকার মহাখালী থেকে; বাসগুলো নন এসি বাস; ভাড়াঃ- ২০০ টাকা (ঢাকা হতে বি বাড়ীয়ার সেকেন্ড বেস্ট সার্ভিস বাস)
  • তিতাস পরিবহনঃ- ছাড়ে ঢাকার মহাখালী থেকে; বাসগুলো নন এসি বাস; ভাড়াঃ- ১৬০ টাকা (রিভিউঃ- লোকাল বাস সার্ভিস)
  •  উত্তরা পরিবহনঃ- ছাড়ে ঢাকার মহাখালী থেকে; বাসগুলো নন এসি বাস; ভাড়াঃ- ১৬০ টাকা (রিভিউঃ- লোকাল বাস সার্ভিস)।

 

তো এই পর্যন্তই ছিলো আমার আজকের পোস্ট যেখানে আমি ঢাকা হতে বি বাড়ীয়া রুটের বাসগুলোর বিস্তারিত তথ্যাবলি গুলো তুলে ধরেছি।আশা করি আপনাদের কাছে এই পোস্ট টি ভালো লেগেছে ভালো লাগলে আমার আগের পোস্ট গুলোও আপনি দেখে আসতে পারেন।Transport Related সকল তথ্যাবলি জানতে হলে আমার সাথেই থাকবেন।

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.