জেনে নিন ডার্কওয়েবের অভিশপ্ত Red Room সম্পর্কে

আজকে একটা অন্যরকম টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলব।আজকের টপিক টি ডার্কওয়েবের Redroom নিযে।কী এই Red Room, কী করা হয় এখানে এইসব নিয়েই আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক আজকের টপিকটি।

ইন্টারনেটে আমরা যে অংশটুকু ব্যবহার করি সেটা শুধুমাত্রই সার্ফেসের অংশ আর বাকী ভিতরের অংশে অনেক কিছুই আছে যা আমাদের অজানা।সার্ফেসের একদম গভীরে যে অংশটি আছে সেটিকে বলা হয় ডার্ক ওয়েব।ডার্ক ওয়েব জনসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত নয়।ডার্ক ওয়েবে ঢুকতে প্রয়োজন বিশেষ ব্রাউজার যেটির নাম Tor browser আর প্রয়োজন বিশেষ সার্চ ইঞ্জিন DUCK DUCK GO.

এই ডার্ক ওয়েব সবার জন্য উন্মুক্ত না করার কারণ এর ভিতরের অবৈধ জগতের বিচরণ ।অর্থাৎ ডার্ক ওয়েবেকে একটি অবৈধ বা illegal জগতের সাথে তুলনা করা যায়।এই জগতে সম্পন্ন হয় নানা ধরণের মার্ডার,ড্রাগ প্রাচার,ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি।আবার অপরাধী যারা কিনা Serial Killer এবং হ্যাকারদেরও ভাড়া করা যায় এখান থেকে। ব্ল্যাক ম্যাজিকের দ্বারা অন্যের ক্ষতি করা যায়।অ্যাপেল সহ বিভিন্ন নামি দামি ব্রান্ডের Expensive জিনিস গুলো এখানে আবার সম্তায়ও পাওয়া যায়,বুঝতেই পারছেন এগুলো চোরাই জিনিসপত্র।

এই ডার্ক ওয়েবের মধ্যে জঘন্যতম হচ্ছে রেডরুম।এই রুমের নাম রেড হলেও যে এটি লাল বা রেড হবে এমন কিন্তু না।এখন কী এই রেডরুমে?

এই রেডরুম এমন একটি রুম যেখানে কোন এক মানুষকে নানান ভাবে নির্যাতন করে এবং তা লাইভ স্ট্রিমিং করা হয়।অর্থাৎ এখানে মানব নির্যাতন সরাসরি সম্প্রচার করা হয়। তবে এটি যারা দেখতে চান তাদের বিট কয়েন পরিশোধ করার মাধ্যমে দেখতে হয়।অর্থাৎ যে বিট কয়েন দেবে সেই এই লাইভ স্ট্রিমিং দেখতে পারবে শুধু তাই নয়,এখানে কমেন্ট সেকশন ও আছে কমেন্টে বিট কয়েনের বিনিময়ে যে যেভাবে বলবে সেই মানবকে সেভাবেই অত্যাচারিত করে Viewer কে দেখানো হবে।উদাহরণ, ধরুন একটা শিশু কে রেডরুমে চেয়ারে বসানো হয়েছে, এখন আপনি যদি বলেন যে শিশুটির পা কাটা হোক তাহলে নির্যাতনকারী শিশুটির পা কাটবে।আবার যদি বলা হয় শিশুটির চামড়া ছিঁড়ে ফেলার জন্য তাহলে নির্যাতনকারী সেটাই করবে,এমনি মেরে ফেলার জন্য বললেও নির্যাতনকারী তাই করবে,সুতরাং বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা ভয়ানক আর জঘন্যতম। আর এখানে যারা নির্যাতিত হয় তাদেরকে কিডন্যাপ করা হয়।

যাইহোক,এই Redroom অবশ্যই সুস্থ বা স্বাভাবিক কেউ দেখবে না।একজন স্বাভাবিক মানুষ শত্রুর লাশ দেখলেও কিছুটা আবেগভাব প্রকাশ করে,আর এখানো যে ধরনের নির্যাতন চালানো হয়,তা স্বাভাবিক মানুষেরা দেখা তো দূরে থাক কল্পনাও করতে পারবে না।বুঝতেই পারছেন,একজন মানুষ মানসিকভাবে কতটা অসুস্থ না হলে এই Redroom এর লাইভ স্ট্রিমিং দেখে!

আশা করি আজকের আর্টিকেলটি পড়ে অনেককিছুই জানতে পেরেছেন।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন, ধন্যবাদ।

Related Posts

9 Comments

  1. দেখে আসুন হোয়াটএপ এর এন্ড টু এন্ড এনক্রিপশন কি ?
    https://grathor.com/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9f%e0%a6%8f%e0%a6%aa-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%a8/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.