জীবিত মানুষকে মৃত স্বপ্ন দেখলে কি হয়, একই স্বপ্ন বারবার

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আজকের আলোচনার বিষয়: জীবিত মানুষকে মৃত স্বপ্ন দেখলে কি হয় , একই স্বপ্ন বারবার দেখলে কি হয় ।

স্বপ্নকে আরবি ভাষায় বলা হয় “রুইয়া”।প্রতিটি মানুষই ঘুমের আবেশে স্বপ্ন দেখে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। মানুষ যেমন ভালো স্বপ্ন দেখে, তেমন খারাপ বা দুঃস্বপ্নও দেখে। ভালো স্বপ্ন মানুষকে স্বস্তি দিলেও কিছু স্বপ্ন মানুষকে অস্থিরতায় ফেলে দেয়। জীবনের খুঁটিনাটি প্রতিটি বিষয়ের মতো স্বপ্ন সম্পর্কেও ইসলামে ব্যাখ্যা রয়েছে।

অনেক স্বপ্ন রয়েছে, যা অর্থবোধক। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) ইরশাদ করেছেন স্বপ্ন তিন প্রকার। ১.ভালো স্বপ্ন, যা মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য। ২. শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। ৩.মানুষের চিন্তা-ভাবনার কল্পচিত্র।

জীবিত মানুষকে মৃত স্বপ্ন দেখলে কি হয়

(১) স্বপ্নে জীবিত মানুষকে মৃত অন্য ব্যক্তিকে দেখলে:

স্বপ্নে জীবিত মানুষকে মৃত দেখলে, যে দেখবে তার কোন বিপদ আপদে লক্ষণ হতে পারে না। যদি কেউ জীবিত মানুষকে মৃত দেখতে পায়, ইহা যাকে দেখবে বা যার ব্যাপারে দেখবে তার জন্য কল্যাণের লক্ষণ। তার জীবনে কোন সমস্যা থাকলে তার সমস্যা দূর হবে। তার জীবনের দুশ্চিন্তা এবং পেরেশানি দূর হয়ে যাবে। অর্থাৎ যার বিষয়ে দেখবে তার জন্য এ স্বপ্নের ব্যাখ্যাটি কল্যাণকর।

(২) স্বপ্নে জীবিত মা-বাবাকে মৃত দেখলে:

যদি আপনি আপনার নিজের মা-বাবাকে স্বপ্নের মধ্যে মৃত দেখেন তাহলে এটা বাস্তবেও অসুস্থতার কারণ হতে পারে। অর্থাৎ আপনার পিতা-মাতার হায়াত শেষ হয়ে যাওয়ার লক্ষণ। এরকম স্বপ্ন দেখলে বেশি বেশি করে দান সদকা করেন। আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে।

(৩) জীবিত মানুষকে কবরে দেখলে:

যদি কোনো জীবিত মানুষকে আপনি কবরে মৃত দেখেন এটা ভালো লক্ষণ নয়। যার ব্যাপারে দেখেছেন তার সমস্যা দেখা দিতে পারে। তার দুঃখ কষ্ট ও বিপদ আপদ আসতে পারে।

এমনকি যে স্বপ্ন দেখবে তার জন্যও এটা অকল্যাণকর। এ স্বপ্নের ব্যাখ্যাটি খারাপ ইঙ্গিত দিয়ে থাকে। এরকম স্বপ্ন দেখে থাকলে আপনি যার ব্যাপারে দেখেছেন তাকে সতর্ক করে দিন। তাকে আল্লাহর পথে আসতে বলেন। তাকে বেশি বেশি করে দান সদকা করার উপদেশ দিন।

একই স্বপ্ন বারবার দেখলে কি হয়

গবেষণাপত্রেযা বলা হয়েছে কোনো বিষয় নিয়ে বেশি আতঙ্ক একই স্বপ্ন বারবার দেখার কারণ হতে পারে। সাধারণত যারা মানসিকভাবে দুর্বল, তারাই এক স্বপ্ন বারবার দেখেন।

আবার, একই স্বপ্ন বারবার দেখার বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা যদি ধর্মীয় দিক বিবেচনা করি, তাহলে বুঝতে পারি ভালো স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে। এটা বিবেচনা করলে দেখা যায় যে এ ধরনের স্বপ্ন ভালো হলেও এখনও অমীমাংসিত।

আল্লাহ তাআলা আমাদের সুন্দর ও কার্যকরী স্বপ্ন দেখার তৌফিক দান করে দিক।
আমিন ❤️

পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

8 Comments

    1. দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গোমরাহকারী ‘তাগুত’দেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাংবার নয়। আর আল্লাহ সবই শুনেন এবং জানেন।
      [আল বাকারাঃ আয়াত নং ২৫৬]

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.