জীবন আয়না ভালোবাসার বাতিঘর দিয়ে ঘেরা স্বপ্ন (কবিতা)

আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এটাই আশা করি আল্লাহর কাছে প্রার্থনা করি | প্রথমে সবাই আমার সালাম নিবেন | আমি একজন গান, কবিতা গল্পের লেখক | শিশু বয়স থেকেই এই নীল আকাশের দিকে তাকিয়ে থাকা এই শিশুর কাঙ্খিত মনের বাসনা ফুটিয়ে তুললাম আজকের এই লিখার মধ্যে আমি আসা করবো এই লিখা সামান্য হলেই আপনাদের মনে জায়গা করে নিবে | শিশুটির আকাশের দিকে তাকিয়ে থাকা শত স্বপ্নের মালা দিয়ে রচনা ভালোবাসার বাতিঘর |

ভালোবাসার বাতিঘর

মনের গোচরে হৃদয় মাজারে স্বপ্ন হিনা বন্ধু,
খুঁজিনা তুমারে,
তুমি আসো স্বপ্নের চাদরে হৃদয় ঢাকো,
মনের অ্যারোম্বনাই নিজেরে হারিয়ে যেইওনা,
পথ সারিয়ে,
পথে পথে চলবে হৃদয়ে কথা আমারে বলবে,
আমিও শোনতে চায় সেই কথা হৃদয়ে আগলা গোচরে আমার নিস্তর সেই ব্যথা,
তুমি দিওনা মনের মনের আল্পনা মাখিয়ে,

তোমাকে দিবো ভালোবাসার বাতিঘর দিবো সাজিয়ে,
তুমি যেইওনা বন্ধু যেওনা হারিয়ে,
হাজারো ব্যথার স্তরে নিবো তুমারে আমি খুঁজে,
তুমি শুনবে আমার সেই ডাক,
তোমার খুলা চুলে আবৃত জোছনাও বাড়িয়ে দিও তোমার ভালোবাসা দিয়ে দিয়ে ঘেরা হৃদয় নামক হাত,
আমি ভাবছি, নিরালয়ে কাঁদছি,
তোমার স্মৃতি গুলো আমারে তাড়াচ্ছে,
নিস্তরতার আবির্ভাব দিয়ে আমাকেই ঘিরে সে রাখছে,
আমি বুজিনা,
আমি খুঁজিনা,

স্বপ্ন পাথরে শক্ত হৃদয়ে ভালোবাসার সীমানা,
শেষ কবে হবে না হবে না তাই বুজিনা,
বুজিনা, খুঁজিনা মনের ভালোবাসার দিয়ে তোমার আমার শেষ সীমানা,
তুমি আমার বন্ধু চিন্তা করোনা ,
নিজেকে আর এই ভাবনায় ডুবিয়ে রেখোনা,
আমি আছি তুমি,
তুমি আছো আমি,
ভালোবাসার বাতি দিয়ে আলো জ্বালাবো,
তোমাকে হৃদয় চাদরে ঘিরে রাখবো,
তা কি তুমি আজই বুঝোনা,
ভালোবাসার বাতিঘরে,
আমাদের এই বন্ধুত্ব থাকবে চিরতরে |

মানুষের জীবনের মূল স্রোত নিজেকে হারিয়ে ফেলে |জীবনটা ভালোবাসায় ঘেরা, স্বপ্নের চাদর মোড়ানো|শখের বিলাসিতা দুঃখের আখাঙ্খা | জীবনটাকে সাজাতে হবে নতুন ভাবনায় সততা সাথে নিয়ে, জীবনের সাফল্য পথে ছোটতে হবে আমাদের সবাইকে সততা, পরিশ্রমকে সাথে নিয়ে |জীবনের দৃঢ় টা না এসে সজীবতা এসে প্রান্তর ছুঁইয়া পরিশ্রম আর সততা, মনোবল, দৃঢ় আখাঙ্খা |

আজ এখানে শেষ করলাম , পরে আপনাদের আপনাদের আরো সাজিয়ে গুছিয়ে আরেকটি গান ও কবিতা নিয়ে আসবো| এই ভালোবাসার বাতিঘর কবিতা পরে যদি একটু ভালোলাগে এটাই হবে আমার লিখার সার্থকতা | ভালোলাগলে ভালোবাসার বাতিঘর কবিতা সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন, যেন এই লাল সবুজের লেখকরা অনুপ্রাণিত হয় |

জীবন আয়না সাফল্যের ভালোবাসার বাতিঘর | সাফল্যের বাতিঘরে শিশু বয়স থেকেই হাত বরানোর ইচ্ছে, দৃষ্টিগোচর আকাশের দিকে তাকিয়ে থাকার ইচ্ছে |

Related Posts

23 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.