জিয়াউল হক পলাশ ওরফে কাবিলার গালফ্রেন্ড কে, ইনকাম কত এবং লাইফস্টাইল

আসালামুআলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
আজ আমরা জানবো তরুন নির্মাতা ও অভিনেতা, হাজারো তরুনীর ক্রাস, হাজারো তরুনের আইডল, হাজারো মানুষের মুখে হাসি ফুটানো ব্যাক্তি জিয়াউল হক পলাশ ওরফে কাবিলার লাইফস্টাইল সম্পকে। আপনারা সবাই জানেন জিয়াউল হক পলাশ আমাদের নাট্য অঙ্গনে কত বড় নক্ষত্র। তিনি আমাদের জন্য কত সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছে। তাই এই ব্যাক্তির সম্পকে সবারই জানার আগ্রহ আছে, সে কি রকম চলে, তার মাসে ইনকাম কত? তার গালফ্রেন্ড আছে কি না!
আরো কত প্রশ্ন?? চলুন আর কথা না বাড়িয়ে তার সম্পকে যেনে নাই….

নাম: জিয়াউল হক পলাশ।
ডাকনাম: পলাশ,কাবিলা।
বয়স: ২৭ বছর।
জন্নতারিখ: ১৯৯৩ সালের ৩রা ফেব্রুয়ারি।
জন্নস্থান: নোয়াখালী, কালিকাপুর গ্রাম।
বর্তমান ঠিকানা: ঢাকা নাখালপাড়া।
পড়াশুনা: তিনি ২০১০ সালে গর্ভা: ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধমিক এবং ২০১৩ সালে উচ্চ মাধমিক পাশ করেন।

গ্রাজুয়েট: তিনি তিতিমীর কলেজ থেকে ফিন্যান্সও ব্যাংকিং বিষয়ে অনার্স শেষ করেছেন।
ধর্ম: ইসলাম
জাতীয়তা: বাংলাদেশি

পেশা: পরিচালনা এবং অভিনয়

জিয়াউল হক পলাশ ২০১৩ সালে অভিনয় জগতে আসেন। তার প্রথম নাটক ট্যাটু, ২০১৭ সালে ”জার্নি বাই লঞ্চ” নাটকের মাধ্যমে মানুষের মন জয় করেন।
আরফিন অমির পরিচালিত ব্যাচেলর পয়েন্ট এর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এই নাটকে তার নাম ছিল কাবিলা। এখন তিনি কাবিলা নামেই পরিচিত।
তার অভিনয় জগতে আসাে কোনো ইচ্ছা ছিলনা।

জিয়াউর হক পলাশের অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো: ব্যাচেলর পয়েন্ট’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘ব্যাচেলর ঈদ’, ‘ব্যাচেলর ট্রিপ’, ‘মি অ্যান্ড ইউ’, ‘ইনকমপ্লিট’, ‘মুঠোফোন’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন।

তার ইচ্ছা ছিলো বড় পরিচালক হবেন।
জিয়াউর হক পলাশের পরিচালিত প্রথম নাটক “ফ্রেন্ড উইথ বেনেফিট”
তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করতে চান।

তিনি অভিনয়ে বাংলাদেশের সেরা ৫ আছেন।
তার পিতা মুজিবুল হক পেশায় ইন্জিনিয়ার।

প্রিয় জিনিস:

জিয়াউল হক পলাশের প্রিয় রং সবুজ, সাদা, লাল।

জিয়াউল হক পলাশের প্রিয় খেলা ফুটবল।

জিয়াউল হক পলাশের প্রিয় দল ব্রাজিল।

জিয়াউল হক পলাশের প্রিয় খেলোয়াড় নেইমার।

জিয়াউল হক পলাশের প্রিয় ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের ক্যাপটেন মাশরাফি।

জিয়াউল হক পলাশের প্রিয় অভিনেতা আফরান নিশু।

জিয়াউল হক পলাশের ফেসবুক আইডির নাম “ZIAUL HOQUE POLASH”
তার ফেসবুক আইডির ফলোয়ার আড়াই লক্ষ+
তার Facebook আইডির লিংক: https://www.facebook.com/PolashZHoque

জিয়াউল হক পলাশের প্রতি মাসে ইনকাম ১ লক্ষ-২লক্ষ টাকা।

বাড়ি-গাড়ি:

জিয়াউল হক পলাশের দুটি বাড়ি একটি গাড়ি আছে।
বাড়ি একটি নোয়াখালী অন্যটি ঢাকায়।

  • অবাক হলেও সত্যি যে জিয়াউল হক পলাশ এখনও সিঙ্গেল রয়েছেন। তার কোনো গালফ্রেন্ড নেই।

    ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।।
    ধন্যবাদ..

Related Posts

22 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.