জিপি সিমের সকল কোডগুলো জানুন একসাথে

জিপি সিমের সকল কোডগুলো জানুন একসাথে

জিপি সিমের সকল কোডগুলো জানুন একসাথে

যদি আপনাদের সিম থাকে তাহলে জিপি সিমের কোডগুলো জানা উচিত। তাহলে চলুন জেনে আসি –

আপনার সিমে কতো টাকা আছে জানার জন্য *৫৬৬#

আপনার নাম্বার টি জানার জন্য ডায়াল করুন – *২#

আপনার মিনিট কতোটুকু থাকলো তা জানার জন্য ডায়াল করুন –
*৫৬৬*২৪#
আপনার বোনাস মিনিট কতোখানি আছে তা জানার জন্য ডায়াল করুন –
*৫৬৬*২০#
এসএমএস চেক করার জন্য ডায়াল করুন –
*৫৬৬*২#

এমএমএস চেক করুন – *৫৬৬*১৪#

FNF করার জন্য ডায়াল করুন –
*১১১*২*১*২* এখানে আপনার নাম্বার দিবেন#
FNF নাম্বার কোনগুলো জানার জন্য ডায়াল করুন –
*১১১*২*১*১#
টাকা ধার করার জন্য ডায়াল করুন –
*১০১০*১#
ধার করা টাকা কতো আছে তা জানার জন্য ডায়াল করুন –
*৫৬৬*২৮#

আপনার সিমে ইন্টারনেট সেটিং করার জন্য ডায়াল করুন-
*১১১*৬*২#

যদি আপনার সিমে ইন্টারনেট সেটিং দেয়া না থাকে তাহলে ।

আপনার ডাটা মানে এমবি চেক করার জন্য ডায়াল করুন –

*৫৬৬*১০#
অথবা
*৫৬৭#

মিসকল এলার্ট টা হচ্ছে আপনার মোবাইল বন্ধ থাকলে বা নেটওয়ার্ক না থাকলে ও কেউ যদি কল দেয় তাহলে আপনি জানতে পারবেন । এই সার্ভিস টির জন্য আপনাকে কিছু টাকা দিতে হবে । আর জানতে হবে কিভাবে চালু করতে হয় —

মিসকল এলার্ট চালু করতে চাইলে
ডায়াল করুন –
টাইপ করুন — START MCA আর পাঠিয়ে দিন ৬২২২

মিসকল এলার্ট বন্ধ করতে চাইলে
ডায়াল করুন
টাইপ করুন —
STOP MCA আর পাঠিয়ে দিন ৬২২২

আপনার সিমে যখন টাকা থাকবেনা তখন আপনি এই কোডটি ডায়াল করার মাধ্যমে রিকোয়েস্ট করতে পারবেন যে তাকে কল টা ব্যাক করা হোক ।
এই জন্যে ডায়াল করুন –

*123*যাকে রিকোয়েস্ট করতে চান তার নাম্বার #

কল ডায়ভার্ট হলো অন্যের মোবাইলের সকল কলগুলো নিজের নাম্বারে নিয়ে আসা। এই জন্যে আপনাকে ডায়াল করতে হবে –
*২১*যার নাম্বারে কল ডায়ভার্ট করতে চান তার নাম্বার#

কল ডায়ভার্ট বন্ধ করার জন্য ডায়াল করুন —
#21#

কাস্টমার কেয়ার কল করার জন্য ডায়াল করুন –
১২১

পোস্ট টিকে পড়ার জন্য ধন্যবাদ । এরকম আরো পোস্ট পড়ার জন্য চোখ রাখুন গ্রাথর ডট কমে ।

আর পোস্টটি কেমন লাগলো তা জানার জন্য কমেন্ট করুন ।

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.