চাকরীর পরীক্ষার প্রস্তুতি
টিপস: লক ডাউনের এ সময়টাতে ঘরে বসে চাকরীর পরীক্ষার প্রস্তুতি নিন ।
বিগত সালে বিভিন্ন চাকরীর পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন গুলো শেয়ার করছি:- দেখুনতো সবগুলো আপনার জানা কি না ।
সিংহের নাদ(ডাক)—–হুংকার
যা দীপ্তি পাচ্ছে—–দেদীপ্যমান
যা সহজে অতিক্রম করা যায় না
—–দূরতিক্রম
পাখির ডাক—-কূজন
যে ভূমিতে ফসল জন্মায় না—ঊষর ভূমি
যা চিরস্থায়ী নয়—নশ্বর
যা স্থায়ী নয় —-অস্থায়ী
অনেকের মধ্যে একজন—-অন্যতম
অক্ষির সমীপে—সমক্ষ
অতি দীর্ঘ নয়—নাতিদীর্ঘ
অক্ষির সম্মুখে— প্রত্যক্ষ
অক্ষির অগোচর—পরোক্ষ
অন্য দেশ—দেশান্তর
অর্থ নেই যার—নিরর্থক
অন্য ভাষায় রূপান্তর —অনুবাদ
অশ্বের ডাক—হ্রেষা
অহংকার নেই যার—নিরহংকার
অন্য লোক —লোকান্তর
অন্য যুগ —যুগান্তর
অন্য কাল —কালান্তর
অর্থহীন উক্তি —প্রলাপ
আদি নেই যার—অনাদি
আরোহন করে যে— আরোহি
ইন্দ্রকে জয় করেছে যে—ইন্দ্রজিৎ
ইতিহাস লিখেন যিনি —ঐতিহাসিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি–ইতিহাসবেত্তা
ইন্দ্রিয়কে জয় করেছে যে— জিতেন্দ্রিয়
উপকারীর উপকার স্বীকার করে যে– -কৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যে– -অকৃতজ্ঞ
উপায় নেই যার—নিরুপায়
উপকারীর অপকার করে যে –কৃতঘ্ন
উদয় হচ্ছে এমন—উদীয়মান
একই সময়ে—যুগপৎ
একই গুরুর শিষ্য যারা —সতীর্থ
একই মায়ের সন্তান যারা–সহোদর
এক তানবিশিষ্ট—ঐকতান
এক মতের ভাব—ঐকমত্য
অনুকরণ করার ইচ্ছা—অনুচিকীর্ষা
অন্বেষণের ইচ্ছা —অনুসন্ধিৎসা
আয়নায় প্রতিফলিত রূপ—প্রতিবিম্ব
আকাশে গমন করে যা— বিহগ
ঈষৎ পাংশুবর্ণ—ধূসর
এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট—একাগ্রচিত্ত
একই সময়ে বর্তমান—সমসাময়িক
কষ্টে নিবারণ করা যায় যা—দুর্নিবার
কর দেয় যে —করদ
ক্ষমা করার ইচ্ছা —তিতিক্ষা
কন্ঠ পর্যন্ত—আকন্ঠ
কন্ঠের সমীপে— উপকণ্ঠ
কর্ম করেন যিনি —কর্মী
কোথাও উঁচু কোথাও নিচু– বন্ধুর
কষ্টে করা যায় যা—কষ্টকর
ক্রমে ক্রমে এসেছে যা —ক্রমাগত
কম কথা বলে যে —স্বল্পভাষী
কম আহার করে যে— স্বল্পাহারী
কষ্টের অতিক্রম করা যায় যা —দুরতিক্রম
কর্মে যার ক্লান্তি নেই —অক্লান্ত কর্মী
কল্পনার দ্বারা রচিত মূর্তি—ভাবমূর্তি
কথা দিয়ে যিনি কথা রাখেন—বাকনিষ্ট
কর্ণ পর্যন্ত— আকর্ণ
কালো হলুদের মিশানো রং —কপিল
ক্ষমা করতে ইচ্ছুক—তিতুক্ষু
ক্ষমা পাবার যোগ্য—ক্ষমার্হ
খাবার ইচ্ছা —ক্ষুদা
খাওয়া যায় যা —খাদ্য
খ্যাতি আছে যার—খ্যাতিমান
খনি থেকে উৎপন্ন—খনিজ
খাদ নেই যাতে— নিখাদ
খুব কাছে অবস্থিত—সন্নিকট
গরু রাখার স্থান—গোয়াল
ঘর নেই যার—-হা-ঘরে
ঘরের অভিমুখে যার–ঘরমুখো
ঘুমিয়ে আছে যে—ঘুমন্ত ,সুপ্ত
ঘি দ্বারা মাখা ভাত—ঘি-ভাত
ঘোরা থাকার স্থান—আস্তাবল
চিরস্থায়ী নয় যা—নশ্বর
চক্ষু দ্বারা দৃষ্ট—চাক্ষুস
চৈত্র মাসের ফসল— চৈতালি
চিরকাল ব্যাপী স্থায়ী—চিরস্থায়ী
ছয় মাস অন্তর—- ষান্মাসিক
জানিবার যোগ্য এমন —জ্ঞাতব্য
জানায় যে —জ্ঞাপক
জানবার ইচ্ছা —জিজ্ঞাসা
জলে এবং স্থলে চরে যে— উভচর
জন্ম হইতে অন্ধ— জন্মান্ধ
জীবন পর্যন্ত —-আজীব
জয় করার ইচ্ছা—-জিগীষা
জলে জন্মে যা— জলজ
ঝড়ের প্রচন্ড ধাক্কা —ঝাপটা
জীবিত থেকেও মৃত—জীবন্মৃত
জাহাজের খালাসি —লস্কর
গবাদি পশুর পাল—বাথান
চক্রের প্রান্তভাগ—চক্রসীমা
জয় সূচনা করে এরূপ তিথি—জয়ন্তী
তিনটি ভুজ আছে যার -ত্রিভুজ
তিন নয়ন যার—ত্রিনয়ন
তিন ফলের সমাহার —ত্রিফলা
তিন রাস্তার সমাহার-তেমাথা
তীর ছোঁরে যে —তীরন্দাজ
তুলা থেকে তৈরি—তুলট
এগুলো বিগত অনেক চাকরীর পরীক্ষার প্রশ্ন হতে নেওয়া । আশাকরি এগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ ।

wow
Nice
ধন্যবাদ
Gd
good
good
good
good
good
Really a useful post…thank u….onk kaje lagbe
Good
Thanks
Important post
Ok
Gd
Amazing